২০১৪ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
A
লন্ডন
B
বার্লিন
C
ব্রাজিল
D
আর্জেন্টিনা
উত্তরের বিবরণ
২০১০ সাল থেকে এখন পর্যন্ত অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট হিসেবে পরিচিত। প্রতি চার বছর অন্তর আয়োজিত এই প্রতিযোগিতা শুধু ফুটবলপ্রেমীদের উৎসবই নয়, বরং আয়োজক দেশগুলোর অর্থনীতি, পর্যটন ও বৈশ্বিক পরিচিতিতেও বিশাল প্রভাব ফেলে।
ফুটবল বিশ্বকাপ আয়োজক দেশসমূহ (২০১০–২০২২):
-
২০১০: দক্ষিণ আফ্রিকা – এটি ছিল আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ, যা ইতিহাসে বিশেষ স্থান অর্জন করে।
-
২০১৪: ব্রাজিল – ফুটবলের জন্মভূমি হিসেবে পরিচিত ব্রাজিলে অনুষ্ঠিত এই বিশ্বকাপে দেশের ফুটবল ঐতিহ্য নতুনভাবে উদযাপিত হয়।
-
২০১৮: রাশিয়া – পূর্ব ইউরোপে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ, যেখানে আধুনিক স্টেডিয়াম ও প্রযুক্তিগত দক্ষতা বিশেষভাবে প্রশংসিত হয়।
-
২০২২: কাতার – মধ্যপ্রাচ্যে আয়োজিত প্রথম বিশ্বকাপ, যা পরিবেশবান্ধব স্টেডিয়াম ও উন্নত প্রযুক্তির ব্যবহারের জন্য আলোচিত হয়।
আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ প্রথমবারের মতো তিনটি দেশ — যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে। এটি হবে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বড় আসর, যেখানে ৪৮টি দল অংশগ্রহণ করবে। এই আয়োজনের মাধ্যমে ফুটবল বিশ্ব আরও বৈচিত্র্যময় ও বৈশ্বিক রূপ লাভ করবে।
0
Updated: 7 hours ago
বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
Created: 3 months ago
A
পেলে
B
জিদান
C
বেকেনবাওয়ার
D
ম্যারাডোনা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক যা পরিবর্তনশীল।
- বিগত ৫০ বছরের সেরা ফুটবলার পেলে।
উল্লেখ্য,
- ২৫তম বিসিএস ২০০৪ সালে অনুষ্ঠিত হয়।
- তখন-এর সময় বিবেচনায় পেলে-কে উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
- তবে বর্তমানের প্রাসঙ্গিক হলে উত্তর হবে মেসি।
উৎস: Goal.com
0
Updated: 3 months ago
নারী কোপা আমেরিকা টুর্নামেন্ট- ২০২৫ এ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
ব্রাজিল
B
কলম্বিয়া
C
আর্জেন্টিনা
D
উরুগুয়ে
নারী কোপা আমেরিকা- ২০২৫:
- কলম্বিয়াকে হারিয়ে টানা পঞ্চমবার নারী কোপা আমেরিকা ফুটবলে শিরোপা জিতেছে ব্রাজিল।
- ইকুয়েডরের কুইটোতে ৪-৪ গোলে সমতার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পায় ব্রাজিল।
- ব্রাজিলের মেয়েদের এটি টানা পঞ্চম ও রেকর্ড নবম শিরোপা।
- তাদের এই জয়ের মূল কারিগর মার্তা। জোড়া গোল উপহার দেন এই ফরোয়ার্ড।
- সেই সাথে হয়েছেন কোপা আমেরিকা ২০২৫-এর সেরা খেলোয়াড়।
উল্লেখ্য,
- গত ১২ জুলাই থেকে শুরু হয় মেয়েদের কোপা আমেরিকা।
- দুটি গ্রুপ মিলিয়ে মোট ১০টি দল অংশ নেয় এই টুর্নামেন্টে।
- ১৯৯১ থেকে শুরু হওয়া এ টুর্নামেন্টে এক আসর বাদে প্রতিবারই শিরোপা নিজেদের করে নেয় ব্রাজিলের মেয়েরাই।
- মাঝে ২০০৬-এ ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।
- সব মিলিয়ে ১০ আসরের মধ্যে ৯বারই শিরোপা জিতে ব্রাজিল।
0
Updated: 2 months ago
২০২৬ সালের FIFA বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কয়টি?
Created: 1 month ago
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
আন্তর্জাতিক বিষয়াবলি
Federation Cup, World Cup, All away International Trophy and Challenge Cup
FIFA
আন্তর্জাতিক বিষয়াবলী
ফুটবল -Football
সাধারণ জ্ঞান
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
0
Updated: 1 month ago