‘একাদশে বৃহস্পতি’-এর অর্থ কী?
A
আশার কথা
B
সৌভাগ্যের বিষয়
C
মজা পাওয়া
D
আনন্দের বিষয়
উত্তরের বিবরণ
‘একাদশে বৃহস্পতি’-এর অর্থ হলো সৌভাগ্যের বিষয়।
-
বাংলা ও সংস্কৃত ভাষায় এই সম্বন্ধে ধারণা, একাদশ তারিখে বৃহস্পতি গ্রহের প্রভাবকে সৌভাগ্য বা মঙ্গলজনক হিসেবে ধরা হয়।
-
একাদশে বৃহস্পতি শব্দগুচ্ছটি প্রায়ই শুভ, মঙ্গল ও সৌভাগ্য নির্দেশ করতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: কোনো গুরুত্বপূর্ণ কাজ বা অনুষ্ঠান একাদশে করলে সৌভাগ্য বা মঙ্গল লাভ হয়।
-
এই প্রবাদ বা শব্দগুচ্ছ লোককথা, সাহিত্য ও জ্যোতিষশাস্ত্রে প্রচলিত।
-
এটি আধ্যাত্মিক ও সামাজিক বিশ্বাসের অংশ, যেখানে গ্রহের প্রভাব মানুষের ভাগ্য ও সৌভাগ্যের সঙ্গে সংযুক্ত করা হয়।
-
ব্যাকরণিক ও শব্দতাত্ত্বিক দিক থেকে, এটি একটি স্থায়ী সমার্থক সমষ্টি যা সৌভাগ্য বোঝাতে ব্যবহৃত হয়।
0
Updated: 7 hours ago
“ফাঁকা আওয়াজে কাজ আদায়”-এর সমার্থক বাগধারা কোনটি?
Created: 2 months ago
A
কলকাঠি নাড়া
B
কুপোকাৎ
C
কথায় চিড়া ভেজা
D
কালে ভদ্রে
কথায় চিড়া ভিজা - একটি বাগধারা যার মানে ফাঁকা আওয়াজে কাজ আদায় বা ফাঁকা বুলিতে কার্যসাধন।
0
Updated: 2 months ago
'রামগরুড়ের ছানা' বাগ্ধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
সাংঘাতিক
B
অতি মূর্খ
C
গোমড়ামুখো লোক
D
অকেজো
বাংলা বাগধারা ও অর্থ
-
রামগরুড়ের ছানা → গোমড়ামুখো লোক
-
গায়ে পড়া → অযাচিত
-
লগন চাঁদা → ভাগ্যবান
-
কালে ভদ্রে → কদাচিৎ
-
ঝিঙেফুল ফোটা → আয়ু ফুরিয়ে আসা
-
গয়ংগচ্ছ → ঢিলেমি
-
বুদ্ধির ঢেঁকি → নির্বোধ লোক
উৎস:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
-
বাগধারা বাগবিধি, মুহাম্মদ আসাদুজ্জামান
0
Updated: 2 months ago
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
Created: 1 month ago
A
অপদার্থ
B
মূর্খ
C
সক্রিয় দর্শক
D
নিষ্ক্রিয় দর্শক
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক। বাক্য: সাক্ষী গোপাল হয়ে থাকলে এ সংসারে শুধু ঠকতেই হয়। গুরুত্বপূর্ণ বাগধারা: হস্তিমূর্খ – নিরেট বোকা। লেফাফা দূরস্ত – পরিপাটি। রাবণের চিতা – চির অশান্তি। বুদ্ধির ঢেকি – নির্বোধ। ব্যাঙের সর্দি – অসমভব বস্তু।
0
Updated: 1 month ago