A
ডিসেম্বর ১৬, ১৯৭১
B
২৬ মার্চ, ১৯৯১
C
ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
D
পয়লা বৈশাখ, চৌদ্দশো একুশ
উত্তরের বিবরণ
বাক্যে 'কমা' বসানোর বিভিন্ন নিয়মের মধ্যে একটি নিয়ম হলো মাসের তারিখ লিখতে বার ও মাসের পর 'কমা' বসাতে হয়।

0
Updated: 4 weeks ago
প্রান্তিক বিরাম চিন্হ কি?
Created: 9 hours ago
A
কমা
B
ড্যাশ
C
সেমিকেলন
D
প্রশ্নচিহ্ন
প্রান্তিক বিরামচিহ্ন ৩টি। যথাঃ ১. দাড়ি/পূর্ণচ্ছেদ (।) ২. প্রশ্ন/জিজ্ঞাসা চিহ্ন (?) ৩. আশ্চর্য/বিস্ময় চিহ্ন (!)

0
Updated: 9 hours ago
কোনটি 'কোলন'?
Created: 4 weeks ago
A
;
B
:
C
=
D
'' ''
(:) কোলন চিহ্ন।
--------------
• কোলন:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন:
- 'সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।'
নিম্নলিখিত স্থানে কোলন ব্যবহৃত হয় -
- বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কোলন বসে। যেমন- শপথ নিলাম: পাশ করবই।
- কটা বাজে কত মিনিট তা সংখ্যায় নির্দেশ করতে। যেমন- ৭: ২০।
- নাটকের চরিত্রের পরে ও সংলাপের আগে। যেমন- রাজা: উজিররা সবাই এসে হাসির হও।
- গণিতে অনুপাত বোঝাতে কোলন বসে। যেমন- ৫:৩।
অন্যদিকে,
• (;) সেমিকোলন চিহ্ন।
• (=) সমান চিহ্ন।
• ('' '') উদ্ধরণ চিহ্ন।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 4 weeks ago
বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
ধাতু বোঝাতে
B
অর্থমূলক
C
ব্যাখ্যামূলক
D
উৎপন্ন বোঝাতে
সাহিত্যিক লেখায় বন্ধনী চিহ্ন (যেমন, ()) সাধারণত বিশেষ তথ্য, ব্যাখ্যা, মন্তব্য বা পরিসংখ্যান যোগ করার জন্য ব্যবহৃত হয়, যা মূল বক্তব্যকে সমর্থন বা বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে সাহায্য করে।

0
Updated: 1 month ago