৬ ইঞ্চি × ৬ ইঞ্চি = কত?
A
৩৬ ইঞ্চি
B
৩৬ বর্গ ইঞ্চি
C
৩ ফুট
D
৩ বর্গফুট
উত্তরের বিবরণ
প্রশ্নঃ ৬ ইঞ্চি × ৬ ইঞ্চি = কত?
সমাধানঃ
৬ ইঞ্চি × ৬ ইঞ্চি = ৬ × ৬ = ৩৬
অতএব, ক্ষেত্রফল = ৩৬ বর্গ ইঞ্চি
উত্তরঃ ৩৬ বর্গ ইঞ্চি (খ)
0
Updated: 8 hours ago
একটি চৌবাচ্চার দৈর্ঘ্য ৬ মিটার, প্রস্থ ৫ মিটার এবং গভীরতা ৬ সে.মি। চৌবাচ্চাটির ধারণক্ষমতা কত লিটার?
Created: 1 month ago
A
১০০০ লিটার
B
১২৫০ লিটার
C
১৬০০ লিটার
D
১৮০০ লিটার
সমাধান:
দেওয়া আছে, চৌবাচ্চার দৈর্ঘ্য = ৬ মিটার = ৬ × ১০০ = ৬০০ সে.মি.
চৌবাচ্চার প্রস্থ = ৫ মিটার = ৫ × ১০০ = ৫০০ সে.মি.
চৌবাচ্চার গভীরতা = ৬ সে.মি.
∴ আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা
= ৬০০ × ৫০০ × ৬
= ১৮,০০,০০০ ঘন সে.মি.
১ লিটার = ১০০০ ঘন সে.মি.
∴ ধারণক্ষমতা = ১৮,০০,০০০ ÷ ১০০০ = ১৮০০ লিটার
∴ চৌবাচ্চাটির ধারণক্ষমতা = ১৮০০ লিটার
দেওয়া আছে, চৌবাচ্চার দৈর্ঘ্য = ৬ মিটার = ৬ × ১০০ = ৬০০ সে.মি.
চৌবাচ্চার প্রস্থ = ৫ মিটার = ৫ × ১০০ = ৫০০ সে.মি.
চৌবাচ্চার গভীরতা = ৬ সে.মি.
∴ আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × গভীরতা
= ৬০০ × ৫০০ × ৬
= ১৮,০০,০০০ ঘন সে.মি.
১ লিটার = ১০০০ ঘন সে.মি.
∴ ধারণক্ষমতা = ১৮,০০,০০০ ÷ ১০০০ = ১৮০০ লিটার
∴ চৌবাচ্চাটির ধারণক্ষমতা = ১৮০০ লিটার
0
Updated: 1 month ago
১ ঘন ফুট কত ঘন ইঞ্চির সমান?
Created: 1 month ago
A
১২৯৬ ঘন ইঞ্চি
B
১৮২৮ ঘন ইঞ্চি
C
১৬৪৪ ঘন ইঞ্চি
D
১৭২৮ ঘন ইঞ্চি
সমাধান:
আমরা জানি, ১ ফুট = ১২ ইঞ্চি
∴ ১ ঘন ফুট = (১২)৩ = ১২ × ১২ × ১২ = ১৭২৮ ঘন ইঞ্চি
0
Updated: 1 month ago
স্থির পানিতে নৌকার বেগ ৯ কি.মি/ঘণ্টা। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির যত সময় লাগে স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে। স্রোতের বেগ কত?
Created: 1 month ago
A
৩ কি.মি/ঘণ্টা
B
২.৬৭ কি.মি/ঘণ্টা
C
৪ কি.মি/ঘণ্টা
D
২ কি.মি/ঘণ্টা
সমাধান:
ধরি,
স্রোতের বেগ = ক
∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = নৌকার বেগ + স্রোতের বেগ = (৯ + ক) কি.মি/ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = নৌকার বেগ - স্রোতের বেগ = (৯ - ক) কি.মি/ঘণ্টা
প্রশ্নমতে,
(৯ + ক) = ২(৯ - ক)
⇒ ৯ + ক = ১৮ - ২ক
⇒ ২ক + ক = ১৮ - ৯
⇒ ৩ক = ৯
∴ ক = ৯/৩ = ৩
অতএব, স্রোতের বেগ = ৩ কি.মি/ঘণ্টা
0
Updated: 1 month ago