কোনটি Conjunction এর উদাহরণ?
A
very
B
our
C
or
D
for
উত্তরের বিবরণ
সঠিক উত্তর হলো or, কারণ এটি একটি Conjunction (সংযোজক অব্যয়)। এটি দুটি শব্দ, পদ বা বাক্যকে যুক্ত করতে ব্যবহৃত হয়, সাধারণত বিকল্প বা পছন্দ বোঝাতে।
• Or ব্যবহৃত হয় দুটি বা ততোধিক বিকল্পের মধ্যে নির্বাচন বোঝাতে। যেমন— Do you want tea or coffee? (তুমি কি চা নাকি কফি চাও?)
• Very একটি adverb (ক্রিয়া বিশেষণ), যা বিশেষণ বা অন্য ক্রিয়া বিশেষণকে জোর দেয়। যেমন— very good, very fast।
• Our একটি possessive pronoun (অধিকারসূচক সর্বনাম), যা মালিকানা বোঝায়। যেমন— our school, our teacher।
• For একটি preposition (অব্যয়), যা উদ্দেশ্য বা কারণ বোঝাতে ব্যবহৃত হয়। যেমন— This gift is for you.
• তাই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে or-ই একমাত্র Conjunction, যা দুটি বাক্যাংশ বা ধারণাকে সংযুক্ত করে।
0
Updated: 8 hours ago
They wanted to make lemonade, but ________.
Created: 2 months ago
A
they didn’t have much sugar
B
they hadn’t many sugar
C
there was not too many sugar
D
there was not a great amount of sugar
Complete Sentence:
They wanted to make lemonade, but they didn’t have much sugar.
Bangla Translation:
তারা লেমনেড বানাতে চেয়েছিল, কিন্তু তাদের কাছে বেশি চিনি ছিল না।
বিকল্পগুলোর ভুল কারণ:
-
they hadn’t many sugar
-
‘hadn’t many’ শুধুমাত্র countable noun-এর জন্য ব্যবহার হয়।
-
Sugar হলো uncountable noun, তাই এটি ভুল।
-
-
there was not too many sugar
-
“too many” countable noun-এর জন্য ব্যবহৃত হয়, sugar uncountable।
-
এছাড়া, “there was” singular, কিন্তু “many sugar” countable-এর সঙ্গে মেলেনি।
-
-
there was not a great amount of sugar
-
“great amount” সাধারণত বড় পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, ছোট পরিমাণের জন্য নয়।
-
এই ক্ষেত্রে এটি উপযুক্ত নয়।
-
সঠিক ব্যবহার: much + uncountable noun → much sugar
0
Updated: 2 months ago
Choose the coordinating conjunction:
Created: 6 months ago
A
Because
B
Although
C
And
D
Unless
"And" হলো একটি coordinating conjunction।
এটি দুই বা ততোধিক সমমানের (equal grammatical rank) শব্দ, বাক্যাংশ (phrases), বা স্বাধীন উপবাক্য (independent clauses)–কে যুক্ত করে।
উদাহরণ: She sings and dances.
👉 দুটি ক্রিয়া (sings, dances) সমমানের — "and" তাদের যুক্ত করছে।
অন্য অপশনগুলোর ব্যাকরণ অনুযায়ী ধরন:
Coordinating Conjunction-এর তালিকা (FANBOYS):
- F – For
- A – And
- N – Nor
- B – But
- O – Or
- Y – Yet
- S – So
এই সাতটি হলো ইংরেজি ভাষায় মূল coordinating conjunctions।
0
Updated: 6 months ago
You may go out to play provided you finish your homework first.
Here, the underlined word is a/an-
Created: 1 month ago
A
preposition
B
conjunction
C
adverb
D
verb
Complete sentence:
You may go out to play provided you finish your homework first.
-
এখানে underlined word provided একটি conjunction।
Provided / Provided (that) [Conjunction]
-
English Meaning: on condition that; with the understanding; if
-
Bangla Meaning: Provided (that) = এই শর্তে (যে)
ব্যাখ্যা:
-
শর্ত বোঝাতে Provided / Provided that ব্যবহার করা হয়।
-
দুইটি clause সংযুক্ত করতে এটি conjunction হিসেবে কাজ করে।
উদাহরণ:
-
The teacher will allow extra time provided you have a valid reason.
-
The flight will take off provided that the weather is good.
উৎস:
0
Updated: 1 month ago