নিম্নের কোন বানানটি সঠিক?
A
সমীচিন
B
সমিচিন
C
সমিচীন
D
সমীচীন
উত্তরের বিবরণ
সঠিক বানান হলো সমীচীন। শব্দটি সংস্কৃত মূল থেকে উদ্ভূত এবং এর অর্থ যথাযথ, উপযুক্ত বা শোভন। নিচে এর সঙ্গে সম্পর্কিত তথ্য দেওয়া হলো—
-
সমীচীন শব্দটি এসেছে সংস্কৃত “সমীচীন” থেকে, যেখানে ‘সম্’ অর্থাৎ সম্পূর্ণ এবং ‘ইচ্’ ধাতু থেকে উৎপন্ন ‘ইচীন’ অংশ মিলিয়ে গঠিত হয়েছে।
-
এর অর্থ দাঁড়ায় যথাযথ, উপযুক্ত বা নিয়মসঙ্গত।
-
বাংলা ব্যাকরণে এটি একটি বিশেষণ, যেমন— “তোমার সিদ্ধান্তটি সমীচীন।”
-
অন্যান্য বিকল্প বানান সমিচিন, সমিচীন ইত্যাদি প্রচলিত হলেও এগুলো ভুল বানান হিসেবে গণ্য।
0
Updated: 8 hours ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 3 months ago
A
কল্যাণীয়াষু
B
সাতাঁর
C
ব্যূৎপত্তি
D
সর্বাঙ্গীণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান = সর্বাঙ্গীণ।
-----------------------------------------
- শব্দের অর্থ,
- সর্বাঙ্গব্যাপী।
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।
অন্যদিকে,
’কল্যাণীয়াষু’ শব্দের শুদ্ধ বানান = ‘কল্যাণীয়াসু।
’সাতাঁর’ শব্দের শুদ্ধ বানান = সাঁতারু।
’ব্যূৎপত্তি’ শব্দের শুদ্ধ বানান = ব্যুৎপত্তি।
0
Updated: 3 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 3 months ago
A
সচ্ছল
B
সচ্ছুল
C
সচ্চল
D
সচ্চছল
এটি একটি দেশি শব্দ। এর অর্থ ‘অভাবহীন, সম্পদশালী; সংগত’।
0
Updated: 3 months ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
অপকর্শ
B
মুহুর্ত
C
অন্যূন
D
অন্যমনষ্ক
‘অন্যূন’ হলো শুদ্ধ বানান।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘অন্যূন’ এর অর্থ হলো অন্তত; কমপক্ষে।
অন্যদিকে, কিছু বানান যা অপপ্রয়োগের ফলে ভুলভাবে লেখা হয়, সেগুলোর শুদ্ধ রূপ হলো—
-
অপকর্শ → অপকর্ষ
-
মুহুর্ত → মুহূর্ত
-
অন্যমনষ্ক → অন্যমনস্ক
0
Updated: 1 month ago