নিচের কোনটি নিত্য সমাস?
A
পঞ্চনদ
B
বেয়াদব
C
দেশান্তর
D
ভালোমন্দ
উত্তরের বিবরণ
পঞ্চ নদের সমাহার = পঞ্চনদ (দ্বিগু সমাস)। আদবের অভাব = বেয়াদব (অব্যয়ীভাব সমাস)। অন্যদেশ = দেশান্তর (নিত্য সমাস) । ভালো ও মন্দ = ভালোমন্দ (দ্বন্দ্ব সমাসের উদাহরণ)।

0
Updated: 2 months ago
কোনটি নিত্য মূর্ধন্য 'ষ' এর উদাহরণ?
Created: 2 months ago
A
কৃষক
B
পৌষ
C
বহিষ্কার
D
স্পষ্ট
✅ নিত্য মূর্ধন্য ‘ষ’ এবং ষ-ত্ব বিধান
১. নিত্য মূর্ধন্য ‘ষ’
-
এমন ‘ষ’ যা সদা উচ্চারিত হয় এবং বানানে বজায় থাকে।
-
উদাহরণ:
-
ভাষণ, ভূষণ, বিশেষ, আষাঢ়, শেষ, মানুষ, ঔষধ, ষড়ঋতু, ঊষা, পৌষ
-
২. ষ-ত্ব বিধান
-
বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি:
-
সাধারণত ‘স’ যুক্ত হয়
-
উদাহরণ: পুরঃ + কার → পুরস্কার
-
-
বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি:
-
সাধারণত ‘ষ’ যুক্ত হয়
-
উদাহরণ: বহিঃ + কার → বহিষ্কার
-
-
ঋ এবং ঋ কারের পর ‘ষ’
-
উদাহরণ: ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি
-
-
ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’
-
উদাহরণ: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ
-

0
Updated: 2 months ago
নিচের কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
Created: 3 weeks ago
A
শূদ্র
B
সেনাপতি
C
শিষ্য
D
মরদ
বাংলা ভাষায় নিত্য পুরুষবাচক শব্দ এমন শব্দ যা স্বাভাবিকভাবেই পুরুষ লিঙ্গ নির্দেশ করে। এ ধরনের শব্দ সাধারণভাবে পুরুষকে বোঝাতে ব্যবহৃত হয়। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো।
-
নিত্য পুরুষবাচক শব্দ
-
কবিরাজ
-
কৃতদার
-
অকৃতদার
-
ঢাকী
-
সেনাপতি
-
-
সমতুল্য নারী বা বিপরীত লিঙ্গ নির্দেশক শব্দ
-
মরদ ↔ জেনানা
-
শিষ্য ↔ শিষ্যা
-
শূদ্র ↔ শূদ্রা
-
উৎস:

0
Updated: 3 weeks ago
কোনটি নিত্য সমাস?
Created: 2 months ago
A
কলেছাঁটা
B
ভবনদী
C
জয়ধ্বনি
D
জলমাত্র
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে। যেমন: অন্য গ্রাম = গ্রামান্তর; কেবল দর্শন = দর্শনমাত্র; অন্য গৃহ = গৃহান্তর; কাল তুল্য সাপ = কালসাপ; তুমি, আমি ও সে = আমরা, দুই এবং নব্বই = বিরানব্বই।

0
Updated: 2 months ago