বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান নিম্নবর্ণিত কোন কাব্যগ্রন্থের জন্য?
A
অগ্নিবীণা
B
পথের পাঁচালি
C
সোনার তরী
D
গীতাঞ্জলি
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুরের Song Offerings (সং অফারিংস) কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯১২ সালে। এতে তাঁর বিখ্যাত গীতাঞ্জলি-সহ সমসাময়িক আরও কয়েকটি কাব্যগ্রন্থের কবিতা তিনি নিজেই ইংরেজিতে অনুবাদ করেন। এই কাব্যগ্রন্থের জন্যই তিনি ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
Song Offerings হলো গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, যেখানে মোট ১০৩টি কবিতা সংকলিত আছে।
-
এই গ্রন্থে রবীন্দ্রনাথের আধ্যাত্মিক ভাবনা, ঈশ্বরের প্রতি ভক্তি ও মানবপ্রেম প্রকাশ পেয়েছে।
-
নোবেল পুরস্কারপ্রাপ্তির মাধ্যমে রবীন্দ্রনাথ প্রথম এশীয় সাহিত্যিক হিসেবে বিশ্বসাহিত্যে স্বীকৃতি অর্জন করেন।
-
কাব্যগ্রন্থটি প্রকাশ করেছিল ম্যাকমিলান অ্যান্ড কোম্পানি, লন্ডন থেকে।
-
নোবেল পুরস্কারের অর্থমূল্য তিনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা ও উন্নয়নে ব্যবহার করেছিলেন।
0
Updated: 9 hours ago
পদাবলী লিখেছেন-
Created: 3 months ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মাইকেল মধুসূদন
C
ঈশ্বরচন্দ্র গুপ্ত
D
কায়কোবাদ
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’ হল রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি অনন্য কাব্যগ্রন্থ, যা বৈষ্ণব পদাবলির ধারা অনুসরণ করে এবং ব্রজবুলি ভাষায় রচিত।
এই কাব্যের প্রথম প্রকাশ ঘটে বাংলা সন ১২৯১ সালের আষাঢ় মাসে। প্রকাশের সময় কবির ছদ্মনাম হিসেবে ব্যবহার করা হয় ‘ভানুসিংহ ঠাকুর’, আর প্রকৃত কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই হন এই গ্রন্থের প্রকাশক।
প্রকাশনার সময় পাঠকদের উদ্দেশ্যে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, “ভানুসিংহের পদাবলী শৈশবের গীতিসঙ্গীতের পরিপূরক স্বরূপ প্রকাশিত হইল। ইহার অধিকাংশ পদ পুরাতন পাণ্ডুলিপি থেকে উদ্ধার করিয়া সংগৃহীত।”
এই কাব্যগ্রন্থে বর্তমানে মোট ২০টি পদ সংকলিত আছে। এর মধ্যে দুটি বিখ্যাত কবিতা হলো— মরণ ও প্রশ্ন।
মরণ কবিতার একটি চিরস্মরণীয় পঙ্ক্তি:
"মরণ রে, তুই মম শ্যামসমান।"
উৎস: ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্য।
0
Updated: 3 months ago
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
Created: 3 months ago
A
একরাত্রি
B
নষ্টনীড়
C
ক্ষুধিত পাষাণ
D
মধ্যবর্তিনী
রবীন্দ্রনাথ ঠাকুর ও তাঁর ছোটগল্পসমূহ
বাংলা ছোটগল্পের পিতামহ হিসেবে পরিচিত রবীন্দ্রনাথ ঠাকুর। মোট ১১৯টি ছোটগল্প রচনা করেছেন তিনি। তার প্রথম ছোটগল্প ‘ভিখারিনী’ ১৮৭৪ সালে ‘ভারতী’ পত্রিকায় প্রকাশ পায়। মাত্র ষোলো বছর বয়সে এই প্রকাশনার মাধ্যমে তিনি ছোটগল্পকার হিসেবে পরিচিতি লাভ করেন।
রবীন্দ্রনাথের পাঁচটি প্রধান গল্পগ্রন্থ রয়েছে, যেগুলোর নাম হলো:
-
গল্পগুচ্ছ
-
লিপিকা
-
সে
-
তিন সঙ্গী
-
গল্পসল্প
তিনি সমাজের বিভিন্ন সমস্যাকে উপস্থাপন করেছেন তার কিছু গল্পে, যেমন:
-
দেনাপাওনা
-
রামকানাইয়ের নির্বুদ্ধিতা
-
যজ্ঞেশ্বরের যজ্ঞ
-
অনধিকার প্রবেশ
অপরদিকে, চারটি অতিপ্রাকৃতিক গল্পও তার সাহিত্যকর্মে অন্তর্ভুক্ত, যেমন:
-
ক্ষুধিত পাষাণ
-
নিশীতে
-
মণিহারা
-
কঙ্কাল
রবীন্দ্রনাথ আধুনিক মনস্তত্ত্বের ওপর ভিত্তি করে কিছু গল্প লিখেছেন, যেগুলো হলো:
-
রবিবার
-
শেষকথা
-
ল্যাবরেটরি
এছাড়া, তার অন্যান্য উল্লেখযোগ্য ছোটগল্পের মধ্যে রয়েছে—নষ্টনীড়, শাস্তি, একরাত্রি, মধ্যবর্তিনী, দৃষ্টিদান, সমাপ্তি, পোস্টমাস্টার, হৈমন্তী, ছুটি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 3 months ago
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত নাটক-
Created: 1 month ago
A
ডাকঘর
B
বাল্মীকি প্রতিভা
C
অচলায়তন
D
রক্তকরবী
রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ এবং সমাজ-সংস্কারক।
-
জন্ম: ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ), কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
-
নোবেল পুরস্কার: ১৯১৩ সালে Song Offerings (গীতাঞ্জলি অবলম্বনে) গ্রন্থের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হন।
-
ডক্টরেট: ১৯৪০ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডি. লিট উপাধি লাভ করেন।
-
মৃত্যু: ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮), জোড়াসাঁকোর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
-
প্রথম প্রকাশিত কবিতা: হিন্দুমেলার উপহার
-
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: কবি-কাহিনী
-
প্রথম প্রকাশিত নাটক: বাল্মীকি প্রতিভা
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বৌ ঠাকুরাণীর হাট
-
প্রথম প্রকাশিত ছোটগল্প: ভিখারিণী
-
প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ: বিবিধ প্রসঙ্গ
0
Updated: 1 month ago