ট্রান্স প্যাসিফিক পার্টনারশীপ (টিপিপি) এর সম্ভাব্য নতুন নাম কি?
A
টিপিপি ১
B
টিপিপি ১২
C
টিপিপি মাইন্যাস ১
D
কোনোটি নয়
উত্তরের বিবরণ
টিপিপি বা ট্রান্স প্যাসিফিক পার্টনারশীপ মূলত একাধিক প্যাসিফিক অঞ্চলের দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করার উদ্দেশ্যে গঠিত একটি চুক্তি। যদিও মাঝে মাঝে এর নাম পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়, প্রকৃতপক্ষে বর্তমান বা নিকট ভবিষ্যতের জন্য কোনো আনুষ্ঠানিক নতুন নাম নেই।
• টিপিপি একটি বহুপাক্ষিক বাণিজ্য চুক্তি, যার মূল লক্ষ্য হলো বাণিজ্য প্রবাহ বাড়ানো, শুল্ক কমানো এবং অর্থনৈতিক সংহতি বৃদ্ধি করা।
• চুক্তির সদস্য দেশগুলো মাঝে মাঝে সংগঠনের কাঠামো বা নীতি পরিবর্তনের কথা বলে থাকলেও নাম পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
• সুতরাং সম্ভাব্য নতুন নাম নিয়ে কোনও নির্ভরযোগ্য তথ্য নেই।
• যেকোনো কল্পিত নাম যেমন “টিপিপি ১” বা “টিপিপি মাইনাস ১” শুধুমাত্র অনুমানমূলক এবং বাস্তবে প্রযোজ্য নয়।
তাই সঠিক উত্তর হলো “কোনোটি নয়”, কারণ বর্তমানে টিপিপি-এর নাম অপরিবর্তিত।
0
Updated: 11 hours ago
কোন সম্মেলনে "Loss and Damage Fund" তহবিল গঠনের প্রস্তাব গৃহীত হয়?
Created: 2 months ago
A
COP-21
B
COP-25
C
COP-27
D
COP-29
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
Loss and Damage Fund
-
প্রস্তাব গ্রহণ: COP-27 (২৭তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন, ২০২২, মিশরের শার্ম এল-শেখ)
-
লক্ষ্য: উন্নয়নশীল ও দুর্বল দেশগুলোকে জলবায়ু বিপর্যয়ের ফলে সৃষ্ট ক্ষতির আর্থিক সহায়তা প্রদান
প্রেক্ষাপট
-
বিশ্বের উন্নত দেশগুলো জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি দায়ী
-
২০০৯: উন্নত দেশগুলো ক্ষতিগ্রস্ত দেশগুলোকে প্রতিবছর ১০০ বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেয়
-
২০২২: COP-27 সম্মেলনে Loss and Damage Fund চালু করার চুক্তি গৃহীত
উৎস: UNFCCC ওয়েবসাইট
0
Updated: 2 months ago
Green Cross International-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
আমস্টারডাম, নেদারল্যান্ডস
B
কানকুন, মেক্সিকো
C
জেনেভা, সুইজারল্যান্ড
D
ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
জেনেভা কনভেনশন
Green Cross International (GCI)
-
ধরন: পরিবেশবাদী আন্তর্জাতিক সংস্থা
-
প্রতিষ্ঠা: ১৯৯৩
-
আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: ১৮ এপ্রিল, ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: প্রাক্তন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্যসংখ্যা: বর্তমানে ৩০টি দেশে
প্রতিষ্ঠার প্রেক্ষাপট
-
রিও ডি জেনিরোতে ১৯৯২ সালের Earth Summit (আর্থ সামিট) এর মাধ্যমে গঠিত উদ্যোগের ভিত্তিতে GCI তৈরি হয়।
-
৬ জুন, ১৯৯২, রিও সামিটে প্রতিনিধিরা গর্বাচেভকে GCI প্রতিষ্ঠার আহ্বান জানান।
-
একই সময়ে, সুইস ন্যাশনাল কাউন্সিলের এমপি রোল্যান্ড উইডারকেহর 'World Green Cross' প্রতিষ্ঠা করেন।
-
পরবর্তীতে দুইটি সংস্থা একীভূত হয়ে Green Cross International নামে প্রতিষ্ঠিত হয়।
-
আনুষ্ঠানিকভাবে ১৮ এপ্রিল, ১৯৯৩ সালে কিয়োটো, জাপান এ কার্যক্রম শুরু হয়।
উৎস: Green Cross International ওয়েবসাইট
0
Updated: 2 months ago
সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা কোনটি?
Created: 1 month ago
A
ICAO
B
WMO
C
IOM
D
IMO
IMO বা International Maritime Organization হলো সমুদ্র চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক একটি সংস্থা, যা সমুদ্র নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা ও আন্তর্জাতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠার উদ্দেশ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহীত হয়, যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়
-
শুরুতে নাম ছিল Inter-governmental Maritime Consultative Organisation (IMCO), পরে নামকরণ করা হয় International Maritime Organization (IMO)
-
১৯৫৯ সালের ১৩ জানুয়ারি IMO জাতিসংঘের বিশেষায়িত সংস্থা হিসেবে মর্যাদা লাভ করে
-
সদর দপ্তর: লন্ডন, যুক্তরাজ্য
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৭৬টি (জুন, ২০২৫)
-
বাংলাদেশ ১৯৭৬ সালে IMO-এর সদস্যপদ লাভ করে
অন্য আন্তর্জাতিক সংস্থাসমূহ:
-
IOM: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
-
WMO: বিশ্ব আবহাওয়া সংস্থা
-
ICAO: আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago