A
খেতে বসা
B
শুরু করা
C
ভণ্ডামি করা
D
সাধু সাজা
উত্তরের বিবরণ
‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ হলো:
✅ ঘ) সাধু সাজা
এই বাগধারাটি এমন কাউকে বোঝায়, যে লোক দেখানোভাবে ভালো বা সাধু সাজে, কিন্তু বাস্তবে সে তেমন নয়।
এটি অনেক সময় ভণ্ডামি বা কপটতা বোঝাতেও ব্যবহৃত হয়।

0
Updated: 4 weeks ago
‘গোবর গণেশ’- বাগধারাটির অর্থ কী?
Created: 2 weeks ago
A
অপদার্থ
B
নিরেট মূর্খ
C
অত্যন্ত অলস
D
অপটু
বাংলা বাগধারায় "গোবর" শব্দটি সাধারণত জড়বুদ্ধি বা মূর্খ বোঝাতে ব্যবহার করা হয়। আবার "গণেশ" হলেন বিদ্যার দেবতা। বিদ্যার দেবতার সঙ্গে "গোবর" শব্দটি যুক্ত করে বলা হয় এমন কাউকে, যিনি বিদ্যা-বুদ্ধি থেকে সম্পূর্ণ বঞ্চিত বা একেবারেই অজ্ঞ।
তাই "গোবর গণেশ" বাগধারাটি ব্যবহার করা হয় কাউকে অত্যন্ত মূর্খ, বোকার হদ্দ, বিদ্যাহীন মানুষ বোঝাতে।

0
Updated: 2 weeks ago
‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কি–
Created: 3 days ago
A
কুৎসিত ব্যক্তি অথচ কর্মপটু
B
দুর্বল ও ব্যক্তিহীন
C
সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
D
গম্বীর অথচ কর্মপটু
বাংলা বাগধারায় “নদের চাঁদ” বলতে বোঝায় এমন একজন মানুষ, যিনি দেখতে অত্যন্ত সুন্দর, চাঁদের মতো আকর্ষণীয়, কিন্তু কর্মে সম্পূর্ণ অযোগ্য বা অকর্মণ্য। অর্থাৎ, বাহ্যিক সৌন্দর্য আছে কিন্তু ভেতরে কোনো যোগ্যতা বা দক্ষতা নেই।
যেমন—“ওকে নিয়ে ভরসা করা যায় না, নদের চাঁদ ছাড়া আর কিছু নয়।”

0
Updated: 3 days ago
ইঁদুর কপালে কী?
Created: 4 days ago
A
প্রবাদ
B
বাগধারা
C
সমস্তপদ
D
ব্যাসবাক্য
“ইঁদুর কপালে” একটি বাগধারা, যার অর্থ কোনো কিছু অসম্ভব বা অদ্ভুতভাবে ঘটেছে বা ঘটতে যাচ্ছে। এটি সরাসরি বাস্তব ঘটনা বোঝায় না, বরং রূপক অর্থে ব্যবহার হয়।
-
প্রবাদ সাধারণত কোনো নীতিমালা বা শিক্ষা দেয়। যেমন: "অধীরের ধ্যান বৃথা।"
-
বাগধারা হলো কথার রূপক ব্যবহার, যা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশ করে।
-
সমস্তপদ হলো বাক্য বা পদ যা সব ধরণের শব্দ বা অর্থ ধারণ করে।
-
ব্যাসবাক্য হলো দীর্ঘ ও জটিল বাক্য, সাধারণত শাস্ত্রীয় লেখা বা দার্শনিক ভাব প্রকাশের জন্য।
এখানে “ইঁদুর কপালে” সরাসরি শিক্ষা বা নীতিমালা দেয় না, তাই এটি প্রবাদ নয়, বরং বাগধারা।

0
Updated: 4 days ago