বর্তমানে NAM-এর সদস্য সংখ্যা-
A
৩৩
B
১৫
C
৭৭
D
১২০
উত্তরের বিবরণ
জোট নিরপেক্ষ আন্দোলন (Non-Aligned Movement - NAM) হলো এক গুরুত্বপূর্ণ বৈশ্বিক সংগঠন, যা ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর ইউগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত শীতল যুদ্ধের সময়ে দুটি পরাশক্তি—যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে রাজনৈতিক ও সামরিক প্রতিযোগিতার প্রেক্ষিতে উদ্ভূত এক নিরপেক্ষ অবস্থান গ্রহণের আন্দোলন। আন্দোলনের লক্ষ্য ছিল এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে উন্নয়নশীল ও নবস্বাধীন দেশগুলো নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীনভাবে অবস্থান নিতে পারে।
জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলো হলো:
-
সামরিক জোট থেকে দূরে থেকে সদস্য দেশগুলোর রাজনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা।
-
আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তি, ন্যায় ও সহযোগিতা প্রতিষ্ঠা করা।
-
বৈশ্বিক রাজনীতিতে নিরপেক্ষ ও ভারসাম্যপূর্ণ ভূমিকা পালন করা, যাতে কোনো দেশ পরাশক্তির প্রভাবের অধীন না হয়।
বর্তমানে আন্দোলনের সভাপতিত্ব করছে উগান্ডা, এবং এতে ১২১টি পূর্ণ সদস্য রাষ্ট্র, ১৮টি পর্যবেক্ষক দেশ ও ১০টি আন্তর্জাতিক সংস্থা যুক্ত আছে। এর কোন নির্দিষ্ট সদর দপ্তর নেই; বরং এর কার্যক্রম সদস্য দেশগুলোর মধ্যে পালাক্রমে পরিচালিত হয়।
বাংলাদেশ ১৯৭৩ সালে NAM-এর সদস্যপদ লাভ করে এবং তখন থেকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এর নীতিগুলো সমর্থন করে আসছে। আন্দোলনের মূল নীতিমালা হচ্ছে শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পরিক সম্মান, সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধা। জোট নিরপেক্ষ আন্দোলন আজও উন্নয়নশীল দেশগুলোর ঐক্য, স্বাধীনতা ও সহযোগিতার প্রতীক হিসেবে বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
0
Updated: 12 hours ago
কার উদ্যোগে ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলনের সূত্রপাত ঘটে?
Created: 2 months ago
A
ভলতেয়ার
B
লীনা মরগান
C
গ্রেটা থুনবার্গ
D
গ্রেটা থুনবার্গ
প্রকৃতি: জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দোলন
উদ্ভব: স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে
সূত্রপাত: ২০১৮ সালের আগস্ট, সুইডেনে
প্রধান নেতা: গ্রেটা থুনবার্গ
মূল কার্যক্রম: স্কুল শিক্ষার্থীরা শুক্রবার স্কুলে না গিয়ে রাজপথে নেমে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানায়
তথ্যসূত্র: Fridays for Future Movement ওয়েবসাইট
0
Updated: 2 months ago
কে জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে যুক্ত নয়?
Created: 2 weeks ago
A
জহরলাল নেহেরু
B
মার্শাল টিটো
C
ড. সুকর্ণ
D
আনোয়ার সাদাত
0
Updated: 2 weeks ago
সম্প্রতি দক্ষিণ এশিয়ার কোন দেশে সরকার বিরোধী 'জেন-জি আন্দোলন' হয়েছে?
Created: 1 month ago
A
ভারত
B
ভুটান
C
মিয়ানমার
D
নেপাল
জেন-জি আন্দোলন দক্ষিণ এশিয়ার নেপালে সরকারের নীতিবিরোধী চেতনায় উদ্ভূত একটি প্রতিবাদমূলক আন্দোলন। এটি মূলত দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে শুরু হয়েছিল।
-
নেপালে দুর্নীতির বিরুদ্ধে এবং সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে জেন-জি আন্দোলন শুরু হয়।
-
আন্দোলনের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ঘটে, এতে ১৯ জন নিহত এবং ১০০ এর বেশি আহত হন।
-
১৯ জনের প্রাণহানির পর প্রধানমন্ত্রী পদত্যাগ করেন।
-
ওই প্রধানমন্ত্রী ৩ বার দায়িত্ব পালন করেছিলেন।
0
Updated: 1 month ago