‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ কী?
A
খেতে বসা
B
শুরু করা
C
ভণ্ডামি করা
D
সাধু সাজা
উত্তরের বিবরণ
‘হাত ধুয়ে বসা’ বাগধারার অর্থ হলো:
✅ ঘ) সাধু সাজা
এই বাগধারাটি এমন কাউকে বোঝায়, যে লোক দেখানোভাবে ভালো বা সাধু সাজে, কিন্তু বাস্তবে সে তেমন নয়।
এটি অনেক সময় ভণ্ডামি বা কপটতা বোঝাতেও ব্যবহৃত হয়।

0
Updated: 2 months ago
‘গোবর গণেশ’- বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অপদার্থ
B
নিরেট মূর্খ
C
অত্যন্ত অলস
D
অপটু
বাংলা বাগধারায় "গোবর" শব্দটি সাধারণত জড়বুদ্ধি বা মূর্খ বোঝাতে ব্যবহার করা হয়। আবার "গণেশ" হলেন বিদ্যার দেবতা। বিদ্যার দেবতার সঙ্গে "গোবর" শব্দটি যুক্ত করে বলা হয় এমন কাউকে, যিনি বিদ্যা-বুদ্ধি থেকে সম্পূর্ণ বঞ্চিত বা একেবারেই অজ্ঞ।
তাই "গোবর গণেশ" বাগধারাটি ব্যবহার করা হয় কাউকে অত্যন্ত মূর্খ, বোকার হদ্দ, বিদ্যাহীন মানুষ বোঝাতে।

0
Updated: 2 months ago
'উদোগেঁড়ে' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 week ago
A
আলসে
B
অভাবগ্রস্থ লোক
C
অপব্যয়ী
D
ভাগ্যবান
‘উদোগেঁড়ে’ বাগ্ধারার অর্থ হলো আলসে বা যে ব্যক্তি কাজে অনীহা প্রকাশ করে। এটি সাধারণত অলস, কর্মবিমুখ ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয়।
অন্যদিকে,
• ‘উপোসি ছারপোকা’ অর্থ – অভাবগ্রস্ত বা দারিদ্র্যপীড়িত ব্যক্তি।
• ‘উড়নপেকে’ অর্থ – অপব্যয়ী বা যে ব্যক্তি বেহিসেবি খরচ করে।
• ‘উঁচু কপালে’ অর্থ – ভাগ্যবান বা সৌভাগ্যসম্পন্ন ব্যক্তি।

0
Updated: 1 week ago
'অঙ্কুশ তাড়না' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 week ago
A
অতি ব্যস্ত
B
অন্তর্গত আঘাত
C
তেজঃপূর্ণ
D
ছটফটানি
অঙ্কুশ তাড়না বাগ্ধারার অর্থ হলো অন্তর্গত আঘাত।
অন্যান্য সমজাতীয় শব্দের অর্থ:
-
অগ্নিগর্ভ: বলিষ্ঠ বা তেজঃপূর্ণ।
-
অন্তব্যস্ত: অতি ব্যস্ত।
-
অকটবিকট: ছটফটানি বা উদ্বিগ্ন অবস্থা।

0
Updated: 1 week ago