A
শিরোচ্ছেদ
B
শিরচ্ছেদ
C
শিরশ্ছেদ
D
শিরোঃচ্ছেদ
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান – শিরশ্ছেদ (বিশেষ্য): সংস্কৃত শব্দ – প্রকৃতি প্রত্যয় = শিরস্+ছেদ। অর্থ: মাথা কেটে ছিন্নকরণ।

0
Updated: 4 weeks ago
নিচের কোনটি প্রমিত বানান?
Created: 2 weeks ago
A
অর্জ্জন
B
কর্ম্ম
C
কার্য্য
D
মূর্ছা
✅ প্রমিত বাংলা বানানের নিয়ম: দ্বিত্ব (বর্ণের পুনরাবৃত্তি) সংক্রান্ত নিয়ম
-
নিয়ম: কোনো শব্দে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব (একই বর্ণ দুবার লেখা) হবে না।
-
উদাহরণ:
অশুদ্ধ বানান | প্রমিত বানান |
---|---|
অর্জ্জন | অর্জন |
কর্ম্ম | কর্ম |
কার্য্য | কার্য |
মূর্চ্ছা | মূর্ছা |
অর্থাৎ, অপ্রয়োজনীয় দ্বিত্ব অপসারণ করেই প্রমিত বানান লেখা হবে।

0
Updated: 2 weeks ago
নিম্নে কোন বাক্যটি সঠিক?
Created: 2 weeks ago
A
কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
B
আগত শনিবারে তারা যাবে।
C
অশ্রুতে বুক ভেসে গেল।
D
দুর্বলবশত তিনি আসতে পারেননি।
শুদ্ধ বাক্য- অশ্রুতে বুক ভেসে গেল।
অন্যদিকে,
• অশুদ্ধ বাক্য- দুর্বলবশত তিনি আসতে পারেননি।
• শুদ্ধ বাক্য- দুর্বলতাবশত তিনি আসতে পারেননি।
• অশুদ্ধ বাক্য- আগত শনিবারে তারা যাবে।
• শুদ্ধ বাক্য- আগামী শনিবারে তারা যাবে।
• অশুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
• শুদ্ধ বাক্য- কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।

0
Updated: 2 weeks ago
ষ-ত্ব বিধানের নিয়ম অনুসারে, কোন বানানটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
মাষ্টার
B
পোষ্ট
C
সংস্কার
D
পোষাক
ষ-ত্ব বিধান ও প্রয়োগ
১. ষ-ত্ব বিধান প্রযোজ্য
-
শুধুমাত্র তৎসম/সংস্কৃত শব্দে।
-
তৎসম শব্দের ক্ষেত্রে মূল বানান অনুযায়ী ষ লেখা হবে।
-
উদাহরণ: সংস্কার, বর্ষা, চক্ষুষ্মান, অভিষেক, প্রতিষ্ঠা
২. ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়
-
বিদেশি শব্দে বা তদ্ভব/দেশি শব্দে নয়।
-
উদাহরণ:
-
ইংরেজি: পোস্ট, মাস্টার
-
ফারসি: পোশাক
-
-
এ ক্ষেত্রে 'ষ' ব্যবহারের প্রয়োজন নেই।

0
Updated: 2 weeks ago