A
মন + তাপ
B
মনস + তাপ
C
মনো + তাপ
D
মনঃ + তাপ
উত্তরের বিবরণ
মনস্তাপ = মনঃ+তাপ। বিসর্গ সন্ধি: পূর্বপদের শেষ ধ্বনি বিসর্গ হলে এবং পরপদের প্রথম ধ্বনি ব্যঞ্জন কিংবা স্বর হলে এ দুয়ের মধ্যে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের শেষে ‘স্’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ হয়। যেমন: র্-জাত বিসর্গ: নির্ >নিঃ; দুর্ >দুঃ; অন্তর্ >অন্তঃ ইত্যাদি। স্-জাত বিসর্গ: সরস্ >সরঃ; মনস্ >মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।

0
Updated: 4 weeks ago
‘রত্ন> রতন’ হওয়ার সন্ধি সূত্র –
Created: 1 month ago
A
স্বরভক্তি
B
স্বরসংগতি
C
অভিশ্রুতি
D
অপিনিহিতি
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন - রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ।

0
Updated: 1 month ago
'জনৈক' শব্দটির সন্ধি বিচ্ছেদ-
Created: 1 month ago
A
জন + ইক
B
জন + এক
C
জনৈ + এক
D
জন + ঈক
সন্ধি কী
যখন দুটি ধ্বনি (অর্থাৎ উচ্চারণ) একসাথে মিলে একটি নতুন শব্দ তৈরি করে, তখন তাকে সন্ধি বলে।
বাংলা ভাষায় নতুন শব্দ তৈরি করতে যেমন: উপসর্গ, প্রত্যয়, বা সমাস ব্যবহৃত হয়, তেমনই সন্ধি-ও একটি গুরুত্বপূর্ণ নিয়ম।
সন্ধির প্রকারভেদ:
সন্ধি মূলত তিন ধরনের হয়:
-
স্বরসন্ধি
-
ব্যঞ্জনসন্ধি
-
বিসর্গসন্ধি
উদাহরণ:
সূর্যোদয় = সূর্য + উদয় → এটা স্বরসন্ধির একটি উদাহরণ।
স্বরসন্ধি কী?
যখন দুটি স্বরধ্বনি (অর্থাৎ স্বরবর্ণ) একসাথে মিলিত হয়, তখন তাকে স্বরসন্ধি বলে।
কিছু উদাহরণ:
-
শুভ + ইচ্ছা = শুভেচ্ছা
-
সূর্য + উদয় = সূর্যোদয়
-
মহা + ঋষি = মহর্ষি
-
শীত + ঋতু = শীতার্ত
-
জন + এক = জনৈক
-
বন + ওষধি = বনৌষধি
-
প্রতি + এক = প্রত্যেক
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
'প্রাতরাশ'-এর সন্ধি-
Created: 1 month ago
A
প্রাত + রাশ
B
প্রাতঃ + রাশ
C
প্রাতঃ + আশ
D
প্রাত + আশ
• বিসর্গসন্ধির নিয়ম:
অন্তঃ, পুনঃ, প্রান্তঃ ইত্যাদির পর স্বরধ্বনি থাকলে সন্ধির ফলে বিসর্গ র হয়ে পরবর্তী স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়।
যেমন:
- অন্তঃ + অঙ্গ = অন্তরঙ্গ,
- প্রাতঃ + আশ = প্রাতরাশ,
- অন্তঃ + আত্মা = অন্তরাত্মা,
- অন্তঃ + ইত = অন্তরিত,
- অন্তঃ + ইন্দ্রিয় = অন্তরিন্দ্রিয়,
- অন্তঃ + ঈক্ষ = অন্তরীক্ষ,
- অন্তঃ+ ঈপ = অন্তরীপ,
- পুনঃ + উত্থান = পুনরুত্থান,
- পুনঃ+ উক্তি = পুনরুক্তি,
- পুনঃ + অধিকার = পুনরধিকার।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 1 month ago