”কম্পিউটার মেমোরি” বলতে কি বুঝায়?
A
কম্পিউটার ব্রেইন
B
তথ্য সংগ্রহের স্থান
C
কম্পিউটার সফ্টওয়্যার
D
কোনোটি নয়
উত্তরের বিবরণ
কম্পিউটার মেমোরি বলতে বোঝায় এমন একটি স্থান যেখানে কম্পিউটার তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করতে পারে। এটি মূলত ডেটা, প্রোগ্রাম এবং নির্দেশাবলী রাখতে ব্যবহৃত হয়, যাতে প্রসেসর প্রয়োজন অনুযায়ী এগুলো দ্রুত পড়তে বা ব্যবহার করতে পারে।
• কম্পিউটার মেমোরি হলো ডেটা সংরক্ষণের হার্ডওয়্যার অংশ, যা প্রাথমিক বা প্রাথমিক-অস্থায়ী (RAM) এবং স্থায়ী (ROM, হার্ডডিস্ক) আকারে বিভক্ত।
• RAM (Random Access Memory) ব্যবহার হয় তথ্য দ্রুত অ্যাক্সেসের জন্য, যা পাওয়ার বন্ধ হলে মুছে যায়।
• ROM (Read-Only Memory) স্থায়ী তথ্য সংরক্ষণের জন্য, যা পরিবর্তন করা যায় না।
• মেমোরি ছাড়া কম্পিউটার কার্যকরভাবে তথ্য প্রক্রিয়াকরণ করতে পারে না।
অতএব, তথ্য সংগ্রহের স্থান হিসেবে কম্পিউটার মেমোরি গুরুত্বপূর্ণ।
0
Updated: 14 hours ago
4 KB মেমোরি address করার জন্য কতটি address line প্রয়োজন?
Created: 1 month ago
A
10
B
11
C
12
D
13
4 KB মেমোরি address করার জন্য 12টি address line প্রয়োজন।
অ্যাড্রেস বাস/লাইন:
-
Address line হলো একটি বাইনারি লাইন, যার মাধ্যমে কম্পিউটার বা প্রসেসর মেমোরির প্রতিটি বাইট লোকেশন নির্ধারণ করে।
-
যদি অ্যাড্রেস বাসে n সংখ্যক লাইন থাকে, তাহলে ২ⁿ টি অ্যাড্রেস থেকে ডেটা পড়া ও লেখা সম্ভব।
হিসাব:
-
১ কিলোবাইট (KB) = ১০২৪ বাইট = ২¹⁰ বাইট
-
৪ কিলোবাইট = ৪ × ২¹⁰ = ২¹² বাইট
-
অতএব, ৪ কিলোবাইট মেমোরি address করার জন্য 12টি address line প্রয়োজন।
উৎস:
0
Updated: 1 month ago
Virtual Memory কোন সমস্যার সমাধান করে?
Created: 1 month ago
A
RAM এর সীমিত আকার
B
CPU এর ধীর গতি
C
Hard Disk এর কম স্পেস
D
Network এর Speed
ভার্চুয়াল মেমরি (Virtual Memory)
-
ভার্চুয়াল মেমরি হলো এমন একটি প্রযুক্তি যা RAM-এর সীমাবদ্ধতা অতিক্রম করতে হার্ড ডিস্কের একটি অংশকে অস্থায়ীভাবে ব্যবহার করে।
-
যখন RAM পূর্ণ হয়ে যায়, অপারেটিং সিস্টেম (যেমন Windows, Linux) paging বা swapping প্রক্রিয়ার মাধ্যমে কম ব্যবহৃত ডেটাকে হার্ড ডিস্কে সরিয়ে রাখে।
-
প্রয়োজনে সেই ডেটা আবার RAM-এ পুনঃস্থাপন করা হয়, যা সম্পূর্ণভাবে ব্যবহারকারীর অজান্তে ঘটে।
-
এর ফলে একসাথে বেশি প্রোগ্রাম চালানো সম্ভব হয় এবং সিস্টেমের কার্যক্ষমতা বৃদ্ধি পায়।
-
ভার্চুয়াল মেমরির জন্য সাধারণত হার্ড ড্রাইভে একটি নির্দিষ্ট অংশ রাখা হয়, যা page file বা swap space নামে পরিচিত।
0
Updated: 1 month ago
নিম্নোক্ত কোন ধরনের স্টোরেজ ডিভাইসটি অস্থায়ী মেমোরি হিসেবে পরিচিত?
Created: 1 month ago
A
SSD
B
DVD-ROM
C
DRAM
D
Magnetic Tape
DRAM (Dynamic Random Access Memory) হলো এক ধরনের ভোলাটাইল মেমোরি, যা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তার ডেটা হারিয়ে ফেলে।
-
ভোলাটাইল মেমোরি:
-
এটি অস্থায়ী বা ভোলাটাইল ধরনের মেমোরি, যা ডেটা ধরে রাখতে বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল।
-
কম্পিউটার চালু থাকা অবস্থায় তথ্য সংরক্ষণে ব্যবহৃত হয়।
-
বিদ্যুৎ চলে গেলে এই মেমোরিতে থাকা সকল তথ্য মুছে যায়।
-
এর মধ্যে DRAM সবচেয়ে প্রচলিত, যা প্রধান মেমোরি (Main Memory) বা RAM হিসাবে কম্পিউটারে ব্যবহৃত হয়।
-
কম্পিউটার বন্ধ করলে DRAM-এ থাকা সব তথ্য মুছে যায়।
-
উল্লেখযোগ্য নন-ভোলাটাইল স্টোরেজ ডিভাইস:
-
SSD (Solid State Drive): বিদ্যুৎ ছাড়াই ডেটা সংরক্ষণ করতে সক্ষম।
-
DVD-ROM: অপটিক্যাল স্টোরেজ মাধ্যম, যা ডেটা স্থায়ীভাবে সংরক্ষণ করে।
-
Magnetic Tape: দীর্ঘমেয়াদী ডেটা ব্যাকআপের জন্য ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago