কম্পিউটারের মস্তিষ্ক হিসেবে পরিচিত CPU (Central Processing Unit) তথ্য প্রক্রিয়াকরণের মূল কাজ সম্পন্ন করে। এটি দুটি প্রধান অংশে বিভক্ত—ALU (Arithmetic Logic Unit) এবং CU (Control Unit)।
• ALU গাণিতিক (যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ) ও যৌক্তিক (যেমন তুলনা, সিদ্ধান্ত গ্রহণ) কাজ সম্পাদন করে।
• CU নির্দেশনা নিয়ন্ত্রণ করে এবং সঠিক ক্রমে বিভিন্ন অংশকে কাজ করতে নির্দেশ দেয়।
• CPU মূল মেমরি থেকে তথ্য নিয়ে প্রক্রিয়া সম্পন্ন করে পুনরায় সংরক্ষণ বা প্রদর্শনের ব্যবস্থা করে।
অতএব, সমস্ত logical ও mathematical calculation CPU-র মাধ্যমেই সম্পন্ন হয়।
All the logical and mathematical calculations are performed by the computer by its :
A
Mother board
B
Memory
C
Hard Disk
D
CPU
উত্তরের বিবরণ
0
Updated: 14 hours ago
Related MCQ