সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
A
আরবি
B
ফারসি
C
সংস্কৃত
D
ইংরেজি
উত্তরের বিবরণ
সমাস হল দুটি বা তার অধিক শব্দকে একত্র করে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। এই রীতি প্রাচীন সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং বাংলা ভাষাতেও তা অনুসরণ করা হয়।

0
Updated: 2 months ago
'কদর্থ' কোন সমাসের উদাহরণ?
Created: 2 weeks ago
A
দ্বন্দ্ব সমাস
B
কর্মধারয় সমাস
C
তৎপুরুষ সমাস
D
বহুব্রীহি সমাস
কর্মধারয় সমাস কয়েক প্রকারে সাধিত হয়।
১. দুটি বিশেষণ পদে একটি বিশেষ্য বোঝালে।
উদাহরণ: যে চালাক সেই চতুর → চালাক-চতুর
২. দুটি বিশেষ্য পদে একই ব্যক্তি বা বস্তুকে বোঝালে।
উদাহরণ: যিনি জজ তিনিই সাহেব → জজ সাহেব
৩. কার্যের পরম্পরা বোঝাতে দুটি কৃতান্ত বিশেষণ পদেও কর্মধারয় সমাস হয়।
উদাহরণ: আগে ধোয়া পরে মোছা → ধোয়ামোছা
৪. পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়।
উদাহরণ: সুন্দরী যে লতা → সুন্দরলতা, মহতী যে কীর্তি → মহাকীর্তি
৫. পূর্বপদে বিশেষণবাচক মহান বা মহৎ শব্দ থাকলে 'মহৎ' বা 'মহান' স্থানে ‘মহা’ হয়।
উদাহরণ: মহৎ যে জ্ঞান → মহাজ্ঞান, মহান যে নবি → মহানবি
৬. পূর্বপদে ‘কু’ বিশেষণ থাকলে এবং পরপদের প্রথমে স্বরধ্বনি থাকলে 'কু' স্থানে ‘কৎ’ হয়।
উদাহরণ: কু যে অর্থ → কদর্থ, কু যে আচার → কদাচার
৭. পরপদে ‘রাজা’ শব্দ থাকলে কর্মধারয় সমাসে এটি ‘রাজ’ হয়।
উদাহরণ: মহান যে রাজা → মহারাজ

0
Updated: 2 weeks ago
কানে কানে যে কথা = কানাকানি- এখানে ‘কানাকানি’ কোন ধরনের বহুব্রীহি সমাস?
Created: 2 weeks ago
A
সমানাধিকরণ বহুব্রীহি
B
ব্যতিহার বহুব্রীহি
C
ব্যধিকরণ বহুব্রীহি
D
মধ্যপদলোপী বহুব্রীহি
এ সমাসে পূর্বপদে 'আ' এবং উত্তরপদে 'ই' যুক্ত হয়। যথা: হাতে হাতে যে যুদ্ধ= হাতাহাতি, কানে কানে যে কথা= কানাকানি।

0
Updated: 2 weeks ago
'হাতঘড়ি' কোন ধরনের কর্মধারয় সমাস?
Created: 4 weeks ago
A
রূপক কর্মধারয় সমাস
B
মধ্যপদলোপী কর্মধারয় সমাস
C
উপমান কর্মধারয় সমাস
D
উপমিত কর্মধারয় সমাস
মধ্যপদলোপী কর্মধারয় সমাস হলো সেই ধরনের সমাস যেখানে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লোপ পায়। অর্থাৎ দুটি বা তার অধিক শব্দকে সংযুক্ত করার সময় মধ্যবর্তী পদগুলো বাদ দেওয়া হয়।
উদাহরণস্বরূপ:
-
ঘি মাখানো ভাত → ঘিভাত
-
হাতে পরা হয় যে ঘড়ি → হাতঘড়ি
-
ঘরে আশ্রিত জামাই → ঘরজামাই
-
বিজয় নির্দেশক পতাকা → বিজয়-পতাকা

0
Updated: 4 weeks ago