A
ডাকটিকিট
B
পোস্টাল কোড
C
প্রেরকের ঠিকানা
D
প্রাপকের ঠিকানা
উত্তরের বিবরণ
শিরোনামের প্রধান অংশ হচ্ছে প্রাপকের নাম ঠিকানা। সাধারণত একটি ব্যক্তিগত চিঠিতে ছয়টি অংশ বিদ্যমান থাকে। যথা: ১. মঙ্গল সূচক শব্দ। ২. স্থান ও তারিখ। ৩. সম্বোধন ও সম্ভাষণ। ৪. চিঠির বক্তব্য। ৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ। ৬. শিরোনাম- প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

0
Updated: 4 weeks ago
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
Created: 4 days ago
A
ছোটগল্প
B
নাটক
C
কাব্য
D
উপন্যাস
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। ‘চর্যাপদ’ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন। যা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা।

0
Updated: 4 days ago
'রি রি করা' বলতে বোঝায়?
Created: 2 days ago
A
তীব্র ব্যথা
B
ঘৃণা করা
C
তীব্র ক্রোধ
D
মাথা ব্যাথা
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ ভাষারঙ্গ
১. অব্যয় – রি রি
-
অর্থ: তীব্র ক্রোধ বা অন্য কোনো তীব্র অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত শব্দ
-
বাক্য উদাহরণ: রাগে গা রি রি করছে।
২. বাগধারা
বাগধারা | অর্থ |
---|---|
অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
কেউকেটা | সামান্য |
অকূল পাথার | ভীষণ বিপদ |
আদায় কাঁচকলায় | শত্রুতা |
উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 days ago
‘নির্মোক’ কোন শব্দগুচ্ছের সংকুচিত রূপ?
Created: 1 month ago
A
পশুর খোলস
B
নির্মোহ লোক
C
নিমোক রাখার পাত্র
D
সাপের খোলস
“নির্মোক” শব্দের অর্থ হলো এমন একটি খোলস বা আবরণ যা সরীসৃপ (বিশেষ করে সাপ) শরীর থেকে ঝরে পড়ে। এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ।

0
Updated: 1 month ago