সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদে কত শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনীর সদস্যদের জন্য সংরক্ষিত থাকব?

A

২৫%

B

৩৫%

C

৪৫%

D

৫৫%

উত্তরের বিবরণ

img

মিয়ানমারের পার্লামেন্ট একটি দ্বিকক্ষবিশিষ্ট (Bicameral) আইনসভা, যা দেশের রাজনৈতিক কাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই সংসদের দুটি কক্ষ হলো— উচ্চ কক্ষ: হাউজ অব ন্যাশনালিটিস (House of Nationalities) এবং নিম্ন কক্ষ: হাউজ অব রিপ্রেজেনটেটিভস (House of Representatives)।

সংবিধান অনুযায়ী, নিম্ন কক্ষ বা হাউজ অব রিপ্রেজেনটেটিভসের মোট ৪৪০টি আসনের মধ্যে ২৫% (অর্থাৎ ১১০টি আসন) সরাসরি সেনাবাহিনীর জন্য সংরক্ষিত, যা মিয়ানমারের রাজনৈতিক ব্যবস্থায় সামরিক প্রভাব বজায় রাখার অন্যতম উপায় হিসেবে বিবেচিত। বাকি আসনগুলো নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণের প্রতিনিধিরা পূরণ করেন।

অতিরিক্তভাবে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী (Tatmadaw) একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং জরুরি অবস্থা জারি করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নেয়। এর পর থেকে দেশটিতে সামরিক শাসন চালু রয়েছে, যার ফলে সংসদের কার্যক্রম সীমিত হয়ে পড়ে এবং রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করে।

অতএব, মিয়ানমারের সংসদীয় কাঠামো গণতান্ত্রিক রূপে গঠিত হলেও বাস্তবে সামরিক প্রভাব দেশটির রাজনৈতিক ব্যবস্থায় গভীরভাবে প্রোথিত।

Unfavorite

0

Updated: 14 hours ago

Related MCQ

জাতীয় সংসদের মূল নকশা কে তৈরি করেন?

Created: 1 week ago

A

লই আই কান

B

জন স্টুয়ার্ট

C

মাজহারুল ইসলাম

D

জয়নুল আবেদিন

Unfavorite

0

Updated: 1 week ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD