A
কথা
B
অনাথ
C
অতি
D
অনেক
উত্তরের বিবরণ
• 'অ' বর্ণের উচ্চারণ:
অ বর্ণের উচ্চারণ দুই রকম: [অ] এবং [ও]। সাধারণ উচ্চারণ [অ], কিন্তু পাশের ধ্বনির প্রভাবে [অ] কখনো কখনো [ও]-এর মতো উচ্চারিত হয়।
যেমন:
• অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ: অনেক [অনেক্], কথা [কথা], অনাথ [অনাথ্]।
• অ বর্ণের [ও] উচ্চারণ: অতি [ওতি], অণু [ওনু], পক্ষ [পোক্কো], অদ্য [ওদো]।

0
Updated: 4 weeks ago
শ বর্ণের [শ] উচ্চারণ হয়েছে কোন শব্দে?
Created: 1 week ago
A
শ্রমিক
B
শত
C
শৃগাল
D
A ও C
• শ, ষ, স বর্ণের উচ্চারণ:
-
শ: কখনো [শ], কখনো [স]
-
স: কখনো [শ], কখনো [স]
-
ষ: সবসময় [শ]
উদাহরণ:
-
শ → [শ]: শত [শতো], শসা [শশা]
-
শ → [স]: শ্রমিক [স্রোমিক্], শৃগাল [সৃগাল্]
-
ষ → [শ]: ভাষা [ভাশা], ষোলো [শোলো]

0
Updated: 1 week ago
উচ্চারণস্থান অনুযায়ী 'চাচা' শব্দে কোন ধরনের ব্যঞ্জনধ্বনি রয়েছে?
Created: 2 weeks ago
A
ওষ্ঠ্য ব্যঞ্জন
B
তালব্য ব্যঞ্জন
C
কণ্ঠনালীয় ব্যঞ্জন
D
মূর্ধন্য ব্যঞ্জন
তালব্য ব্যঞ্জন
সংজ্ঞা:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপ্রবাহে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
উদাহরণ:
চাচা, ছাগল, জাল, ঝড়, শসা — এখানে চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনি।

0
Updated: 2 weeks ago
অ বর্ণের [ও] উচ্চারণ হয়েছে নিচের কোন শব্দে?
Created: 1 week ago
A
অদ্য
B
অনেক
C
কথা
D
কথা
‘অ’ বর্ণের উচ্চারণ
১. সাধারণ উচ্চারণ: [অ]
-
স্বাভাবিকভাবে উচ্চারিত হয়।
-
উদাহরণ: অনেক [অনেক্], কথা [কথা], অনাথ [অনাথ্]
২. প্রভাবিত উচ্চারণ: [ও]
-
পাশের ধ্বনির প্রভাবে ‘অ’ কখনো [ও]-এর মতো উচ্চারিত হয়।
-
উদাহরণ:
-
অতি → [ওতি]
-
অণু → [ওনু]
-
পক্ষ → [পোক্কো]
-
অদ্য → [ওদো]
-
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 week ago