নিচের কোনটি অর্ধ-তৎসম শব্দ?
A
গিন্নী
B
হস্ত
C
গঞ্জ
D
তসবি
উত্তরের বিবরণ
গিন্নি-অর্ধ-তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত। আর অর্ধ-তৎসম মানে আধাসংস্কৃত। তৎসম শব্দ থেকে বিকৃত উচ্চারণের ফলে অর্ধ-তৎসম শব্দ উৎপন্ন হয়ে থাকে।
আরো কিছু অর্ধ-তৎসম শব্দ দেওয়া হলো: জোছনা, ছেরাদ্দ, কেষ্ট। অন্যদিকে, সংস্কৃত শব্দ: জ্যোৎস্না, শ্রাদ্ধ, কৃষ্ণ, গৃহিণী, চন্দ্র, সূর্য, আকাশ, হস্ত, মস্তক, চক্ষু, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

0
Updated: 2 months ago
নিচের কোনটি তৎসম শব্দ?
Created: 1 month ago
A
চাঁদ
B
খোকা
C
কাঠ
D
সন্ধ্যা
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার)+ সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত। তৎসম শব্দ খুব গুরুগম্ভীর হয়ে থাকে। তৎসম শব্দের উদাহরণ: চন্দ্র, সূর্য, নক্ষত্র, সন্ধ্যা, হস্ত, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।

0
Updated: 1 month ago
নিচের কোনটি তৎসম শব্দ?
Created: 1 month ago
A
পছন্দ
B
হিসাব
C
ধূলি
D
শৌখিন
বাংলা ভাষায় বহুল ব্যবহৃত অনেক শব্দ ভিন্ন ভাষা থেকে এসেছে। প্রতিটি শব্দের নিজস্ব উৎস ও অর্থ রয়েছে। নিচে কয়েকটি শব্দের উৎস ও অর্থ তুলে ধরা হলো।
পছন্দ (বিশেষণ)
-
উৎস: ফারসি ভাষা
-
অর্থ: মনের মতো, মনঃপূত, ইচ্ছানুযায়ী মনোনীত, নির্বাচিত
পছন্দ (বিশেষ্য)
-
অর্থ: নির্বাচন, মনোনয়ন, রুচি
হিসাব (বিশেষ্য)
-
উৎস: আরবি ভাষা
-
অর্থ: গণনা বা সংখ্যাকরণ, জমাখরচের বিবরণ, দর, কৈফিয়ত, বিচারবিবেচনা
ধূলি (বিশেষ্য)
-
উৎস: সংস্কৃত ভাষা
-
অর্থ: শুকনো মাটির সূক্ষ্ম কণা বা রেণু
শৌখিন (বিশেষণ)
-
উৎস: আরবি ‘শৌকিন’
-
অর্থ: বিলাসী, শখ মেটায় এমন
এখানে দেখা যায়, ধূলি শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত অর্থাৎ এটি একটি তৎসম শব্দ।

0
Updated: 1 month ago
'আইনজীবী' শব্দটি কোন কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে?
Created: 3 weeks ago
A
ফারসি + আরবি
B
ফারসি + তৎসম
C
আরবি + ফারসি
D
আরবি + তৎসম
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• আইন - ফারসি শব্দ এবং জীবী- তৎসম শব্দ।
সুতরাং 'আইনজীবী' শব্দটি ফারসি + তৎসম শব্দযোগে গঠিত।
উৎস:

0
Updated: 3 weeks ago