বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়-
A
২৬ মার্চ
B
১৬ ডিসেম্বর
C
২১ ফেব্রুয়ারি
D
১৪ ডিসেম্বর
উত্তরের বিবরণ
শহীদ বুদ্ধিজীবী দিবস:
- শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর পালন করা হয়।
- বুদ্ধিজীবী হত্যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে বাঙালি বুদ্ধিজীবী নিধন ইতিহাসের নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ।
- ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় বুদ্ধিজীবীদেরকে তাঁদের বাড়ি থেকে তুলে নেয়া হয়।
- শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে বাংলাদেশে শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।
- পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস বাহিনী জাতির শ্রেষ্ঠ সন্তান বরেণ্য হাজার হাজার শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের চোখ বেঁধে বাড়ি থেকে ধরে নিয়ে তাদের ওপর চালায় নির্মম-নিষ্ঠুর নির্যাতন তারপর নারকীয় হত্যাযজ্ঞ।
- শহীদ বুদ্ধিজীবীদের মধ্যে রয়েছেন,
অধ্যাপক মুনির চৌধুরী, ডা.আলিম চৌধুরী, অধ্যাপক মুনিরুজ্জামান, ড. ফজলে রাব্বী, সিরাজ উদ্দিন হোসেন, শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক জিসি দেব, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা, অধ্যাপক সন্তোষ ভট্টাচার্য, মোফাজ্জল হায়দার চৌধুরী, অধ্যাপক গিয়াস উদ্দিন, অধ্যাপক আনোয়ার পাশা, অধ্যাপক রশীদুল হাসান, ড. আবুল খায়ের, ড.মুর্তজা, সাংবাদিক খন্দকার আবু তাহের, নিজামউদ্দিন আহমেদ, এসএ মান্নান (লাডু ভাই), এ এন এম গোলাম মোস্তফা, সৈয়দ নাজমুল হক, সেলিনা পারভিনসহ আরও অনেকে।
বিভিন্ন দিবস:
- স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস - ২৬ মার্চ,
- জাতীয় শোক দিবস - ১৫ আগষ্ট,
- সশস্ত্রবাহিনী দিবস - ২১ নভেম্বর,
- মুক্তিযোদ্ধা দিবস - ০১ ডিসেম্বর,
- বিজয় দিবস - ১৬ ডিসেম্বর।
উৎস: বাংলাপিডিয়া, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী, জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 4 months ago
আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়?
Created: 4 months ago
A
ইরাক
B
আলজেরিয়া
C
সৌদি আরব
D
জর্ডান
• আরব রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় — ইরাক।
----------------
• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরব দেশ::
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় — ৮ জুলাই ১৯৭২ সালে।
- এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতি দানকারী প্রথম দেশ।
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় — ২৮ মার্চ, ১৯৭৩ সালে।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় — ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪ সালে।
- সৌদি আরব — ১৯৭৫ সালের ১৬ আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
• বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আরো কিছু উল্লেখযোগ্য রাষ্ট্র:
- বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ আফ্রিকার — সেনেগাল।
- এশিয়ার মুসলিম দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
- এশিয়ার বাইরে প্রথম দেশ হিসেবে — ১৯৭২ সালের ১১ জানুয়ারি স্বীকৃতি দেয় পূর্ব-জার্মানি।
- প্রথম পশ্চিমা দেশ হিসেবে গ্রেট ব্রিটেন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি।
- বাংলাদেশকে ৪ এপ্রিল, ১৯৭২ তারিখে স্বীকৃতি দেয় — মার্কিন যুক্তরাষ্ট্র।
- দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্ব প্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে — ভেনিজুয়েলা (২ মে ১৯৭২)।
- ফ্রান্স বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে — ১৪ ফেব্রুয়ারি, ১৯৭২।
- ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে — ১৫ মে, ১৯৭২।
- আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে — ২৫ মে ১৯৭২।
উৎস: পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট, বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান)।

0
Updated: 4 months ago
[প্রশ্নে ‘নিরক্ষরতা’র স্থলে ‘সাক্ষরতা’ হবে] '______ সেপ্টেম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস।' শূন্যস্থান পূরন করুন।
Created: 4 months ago
A
৮
B
৬
C
১০
D
৫
• [প্রশ্নে ‘নিরক্ষরতা’র স্থলে ‘সাক্ষরতা’ হবে]
বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় -৮ সেপ্টেম্বর।
- ১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে।
- ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়।
বিভিন্ন আন্তর্জাতিক দিবস:
- ২১ মার্চ: বিশ্ব বন দিবস।
- ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
- ২৫ মে: বিশ্ব থাইরয়েড দিবস।
- ২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।
- ৩১ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস।
- ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস।
- ১৫ জুন: বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস।
- ২৯ জুলাই: বিশ্ব বাঘ দিবস।
- ৯ আগস্ট: আন্তর্জাতিক আদিবাসী দিবস।
- ১২ আগস্ট: আন্তর্জাতিক যুব দিবস।
- ২৭ সেপ্টেম্বর: বিশ্ব পর্যটন দিবস।
- ৪ অক্টোবর: বিশ্ব প্রাণী দিবস।
- ৫ অক্টোবর: বিশ্ব শিক্ষক দিবস।
- ১৪ অক্টোবর: বিশ্ব মান দিবস।
- ১৮ই ডিসেম্বর: আন্তর্জাতিক অভিবাসী দিবস।
উৎস: Britannica, UNSECO ওয়েবসাইট।

0
Updated: 4 months ago
আইএমএফ-এর সদর দপ্তর কোথায়?
Created: 4 months ago
A
ওয়াশিংটন
B
মস্কো
C
লন্ডন
D
নিউইয়র্ক
• IMF:
- ‘আইএমএফ’ — এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF-এর পূর্ণরূপ — International Monetary Fund.
- IMF কাজ শুরু করে — ১৯৪৭ সালে।
- IMF এর মূল দায়িত্ব হল আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল নিশ্চিত করা।
- IMF-এর অন্যান্য দায়িত্বের মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য সহজতর করা এবং সংস্থার নাগরিকদের তাদের পছন্দের বিভিন্ন দেশে কাজ করার অনুমতি দিয়ে উচ্চ কর্মসংস্থানের প্রচার করা।
- সংস্থাটি বিশ্বব্যাপী আর্থিক সহযোগিতা বৃদ্ধি এবং এর সদস্য দেশগুলির জন্য আর্থিক স্থিতিশীলতা সুরক্ষিত করার জন্যও কাজ করে।
- IMF দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের পর থেকে বিশ্বের অর্থনীতি গঠনে সাহায্য করেছে।
তথ্যসূত্র - Worldatlas.com

0
Updated: 4 months ago