ইসলামের রুকন কয়টি?
A
৩টি
B
৪টি
C
৫টি
D
৬টি
উত্তরের বিবরণ
ইসলাম ধর্মের মৌলিক ভিত্তি পাঁচটি রুকনের ওপর প্রতিষ্ঠিত। এগুলো মুসলমানদের ঈমান ও আমলের মূলভিত্তি, যার মাধ্যমে একজন মুসলমান আল্লাহর আনুগত্য প্রকাশ করে এবং ধর্মীয় জীবনের পূর্ণতা লাভ করে।
-
কালিমা (ঈমান): প্রথম রুকন হলো আল্লাহ ও রাসুল (সা.)-এর প্রতি বিশ্বাস ঘোষণা করা—“লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।”
-
সালাত (নামাজ): দিনে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, যা মুসলমানের আত্মশুদ্ধি ও আল্লাহর স্মরণ।
-
রোজা (সাওম): রমজান মাসে ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখা, যা আত্মসংযম শেখায়।
-
যাকাত: নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে তার অংশ গরিবদের মাঝে বিতরণ করা। এটি সামাজিক সমতা রক্ষা করে।
-
হজ্জ: সামর্থ্যবান মুসলমানের জীবনে একবার পবিত্র কাবা শরিফে গিয়ে হজ্জ আদায় করা ফরজ।
এই পাঁচটি রুকন ইসলামের মূল কাঠামো গঠন করে এবং প্রতিটি মুসলমানের জন্য পালন করা আবশ্যক।
0
Updated: 19 hours ago