ইসলামী সহেযাগিতা সংস্থা (ওআইসি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে:
A
৫
B
৩
C
৪
D
২
উত্তরের বিবরণ
ইসলামী সহযোগিতা সংস্থা (OIC – Organisation of Islamic Cooperation) হলো বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর পারস্পরিক ঐক্য, সংহতি ও উন্নয়নের প্রতীক। এটি জাতিসংঘের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকার সংস্থা, যার উদ্দেশ্য মুসলিম দেশগুলোর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধি করা। ১৯৬৯ সালে মরক্কোর রাজধানী রাবাতে (Rabat) এই সংস্থার প্রতিষ্ঠা হয়, মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা ও বৈশ্বিক পরিসরে ইসলামী ঐক্য জোরদারের লক্ষ্যে।
-
সদর দপ্তর: সংস্থার স্থায়ী সদর দপ্তর সৌদি আরবের জেদ্দা শহরে অবস্থিত, যদিও প্রাথমিকভাবে এটি রাবাতে প্রতিষ্ঠিত হয়েছিল।
-
দাপ্তরিক ভাষা: ওআইসি-এর তিনটি সরকারি ভাষা হলো আরবি, ইংরেজি ও ফরাসি, যাতে বিভিন্ন সদস্য রাষ্ট্রের মধ্যে যোগাযোগ সহজ হয়।
-
উদ্দেশ্য ও ভূমিকা: এই সংস্থা মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর হিসেবে কাজ করে; ফিলিস্তিন সমস্যা, কাশ্মীর ইস্যু, রোহিঙ্গা সংকটসহ মুসলিম জাতির সার্বিক অধিকার ও মর্যাদা রক্ষায় আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে।
-
বাংলাদেশের সদস্যপদ: বাংলাদেশ স্বাধীনতার পর ১৯৭৪ সালে ওআইসি-এর সদস্যপদ লাভ করে, যা বৈদেশিক নীতিতে মুসলিম বিশ্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
সদস্য সংখ্যা: বর্তমানে ওআইসি-তে প্রায় ৫৭টি সদস্য রাষ্ট্র রয়েছে, যেগুলোর অধিকাংশই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ।
সার্বিকভাবে, ওআইসি মুসলিম জাতির ঐক্য ও সহযোগিতার প্রতীক, যা শান্তি, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে বৈশ্বিক পরিসরে ইসলামী বিশ্বের অবস্থানকে সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।
0
Updated: 5 hours ago
Asia-Pacific Economic Cooperation (APEC) কত সালে প্রতিষ্ঠিত হয়?
Created: 1 month ago
A
১৯৮৮ সাল
B
১৯৮৯ সাল
C
১৯৮৭ সাল
D
১৯৮৩ সাল
APEC (Asia-Pacific Economic Cooperation)
APEC হলো এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা জোট, যা সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বৃদ্ধি এবং শুল্কমুক্ত বাণিজ্য এলাকা গড়ে তোলার উদ্দেশ্যে গঠিত।
মূল তথ্যসমূহ:
-
ধারণার প্রকাশ: ৩১ জানুয়ারি ১৯৮৯, কোরিয়ার সিউলে, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বব হক।
-
প্রতিষ্ঠাকাল: ৬ নভেম্বর ১৯৮৯।
-
প্রতিষ্ঠার স্থান: ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ সংখ্যা: ১২টি।
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ২১টি।
-
প্রতিষ্ঠাকালীন সম্মেলন: ১৯৮৯, ক্যানবেরা, অস্ট্রেলিয়া।
-
সদরদপ্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর।
0
Updated: 1 month ago
কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?
Created: 2 months ago
A
কোপেনহেগেন সম্মেলন
B
কানকুন সম্মেলন
C
ডারবান সম্মেলন
D
স্টকহোম সম্মেলন
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
আন্তর্জাতিক সংস্থা
গ্রিন হাউস
বেসরকারি চাকরির নিয়োগ পরীক্ষা
Green Climate Fund (GCF)
-
প্রতিষ্ঠা: ২০১০, কানকুন, মেক্সিকো (COP-16)
-
সংশ্লিষ্ট সংস্থা: UNFCCC
-
সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া
-
উদ্দেশ্য:
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদান
-
কার্বন নির্গমন কমানো
-
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিকে ১.৫°C মধ্যে সীমাবদ্ধ রাখা
-
উল্লেখযোগ্য তথ্য
-
২০০৯ সালে কোপেনহেগেন (COP-15) সম্মেলনে গঠনের অঙ্গীকার করা হয়।
-
উন্নত দেশগুলোর প্রদত্ত চাঁদার মাধ্যমে তহবিল পরিচালিত হয়।
-
তহবিলের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
উৎস: Green Climate Fund ওয়েবসাইট
0
Updated: 6 days ago
নিচের কোন সংস্থাটির সদর দপ্তর প্যারিসে?
Created: 5 months ago
A
OECD
B
ECO
C
G-7
D
Red Cross
OECD (Organisation for Economic Co-operation and Development)
OECD একটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা, যার লক্ষ্য হলো অর্থনৈতিক ও সামাজিক নীতিমালার উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে সদস্য দেশগুলোর জীবনমান উন্নয়ন করা।
মূল তথ্যসমূহ:
-
পূর্ণরূপ: Organisation for Economic Co-operation and Development
-
প্রতিষ্ঠাকাল: ১৯৬১
-
সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স
-
প্রতিষ্ঠাতা দেশ: ২০টি
-
বর্তমান সদস্য সংখ্যা: ৩৮টি (এপ্রিল ২০২৫ অনুযায়ী)
-
প্রকার: একটি অর্থনৈতিক জোট
ঐতিহাসিক প্রেক্ষাপট:
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের "মার্শাল প্ল্যান"-এর অধীনে ১৯৪৮ সালে গঠিত হয় The Organisation for European Economic Cooperation (OEEC)। এই সংস্থাটি ছিল বর্তমান OECD-এর পূর্বসূরী। পরবর্তীতে ১৯৬১ সালে এর রূপান্তর ঘটে OECD-তে।
✳ অন্যান্য সংস্থার সদরদপ্তর:
-
ECO (Economic Cooperation Organization): তেহরান
-
G-7 (Group of Seven): নির্দিষ্ট কোনো স্থায়ী সদরদপ্তর নেই
-
Red Cross (International Committee of the Red Cross): জেনেভা, সুইজারল্যান্ড
উৎস: OECD অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 5 months ago