ব্যঞ্জনবর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয় কোন বর্ণ?
A
অণুবর্ণ
B
ফলাবর্ণ
C
কারবর্ণ
D
রেফ
উত্তরের বিবরণ
• কারবর্ণ:
স্বরবর্ণের মোট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম কারবর্ণ: া,ি, ী, ু, ূ , ৃ, ে, ৈ, ো, ৌ ।
কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই। এগুলো ব্যঞ্জনবর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়।
কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হসন্তচিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি [অ] আছে বলে ধরে নেওয়া হয়।

0
Updated: 2 months ago
কোনটি দন্ত্য ব্যঞ্জন?
Created: 1 month ago
A
ত
B
ন
C
ল
D
র
দন্ত্য ব্যঞ্জন
-
সংজ্ঞা: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্য ব্যঞ্জন বলে।
-
উদাহরণ:
-
ত, থ, দ, ধ (তাল, থালা, দাদা, ধান)
-
দন্ত্যমূলীয় ব্যঞ্জন
-
সংজ্ঞা: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্ত্যমূলীয় ব্যঞ্জন বলে।
-
উদাহরণ:
-
ন, র, ল, স (নানা, রাত, লাল, সালাম)
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ–২০২১)

0
Updated: 1 month ago
বাংলা ভাষায় কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি কোনটি?
Created: 1 month ago
A
ক
B
য়
C
হ
D
প
কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি
-
কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনি: হ
-
সংজ্ঞা:
কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি বের হয়। -
উদাহরণ:
-
হাতি শব্দের ‘হ’ হলো কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 month ago
ওষ্ঠ্য ব্যঞ্জনগুচ্ছ কোনটি?
Created: 3 weeks ago
A
চ, ছ, জ, ঝ, শ
B
প, ফ, ব, ভ, ম
C
ন, র, ল, স
D
ত, থ, দ, ধ
বাংলা ভাষায় ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় কোন অঙ্গ কোথায় বাধা সৃষ্টি করে তার ভিত্তিতে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়। এর মধ্যে একটি হলো ওষ্ঠ্য ব্যঞ্জন, যা ঠোঁটের সাহায্যে উচ্চারিত হয়।
-
ওষ্ঠ্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময় দুই ঠোঁট কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে। এগুলোকে দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও ডাকা হয়।
উদাহরণ: পাকা, ফল, বাবা, ভাই, মা — এখানে প, ফ, ব, ভ, ম হলো ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি।
এ ছাড়া ব্যঞ্জনধ্বনির অন্যান্য শ্রেণি হলো—
-
তালব্য ব্যঞ্জন: চ, ছ, জ, ঝ, শ
-
দন্তমূলীয় ব্যঞ্জন: ন, র, ল, স
-
দন্ত্য ব্যঞ্জন: ত, থ, দ, ধ
উৎস:

0
Updated: 3 weeks ago