[ঋ] বর্ণের উচ্চারণ-
A
[রি]-এর মতো
B
[রা]-এর মতো
C
[রে]-এর মতো
D
[রৃ]-এর মতো
উত্তরের বিবরণ
• [ঋ] বর্ণের উচ্চারণ:
ঋ বর্ণের উচ্চারণ [রি]-এর মতো।
যেমন:
- ঋতু [রিতু],
- ঋণ [রিন্],
- কৃষক [ক্রিশক্],
- দৃশ্য [দ্রিশৃশো]।

0
Updated: 2 months ago
'শ' বর্ণের [শ] উচ্চারণের উদাহরণ কোনটি?
Created: 1 month ago
A
সাধারণ
B
শত
C
শৃগাল
D
শ্রমিক
বাংলা ভাষায় শ, ষ, স তিনটি বর্ণ থাকলেও উচ্চারণে এদের মধ্যে অনেক সময় মিল লক্ষ্য করা যায়। ধ্বনিগত কারণে এগুলোর উচ্চারণ প্রসঙ্গভেদে পরিবর্তিত হয়।
-
শ বর্ণ কখনো [শ], আবার কখনো [স] উচ্চারণে প্রকাশ পায়।
-
স বর্ণ কখনো [শ], আবার কখনো [স] উচ্চারণে প্রকাশিত হয়।
-
ষ বর্ণ সর্বদা [শ] উচ্চারণে ব্যবহৃত হয়।
উদাহরণ:
-
শ বর্ণের [শ] উচ্চারণ: শত [শতো], শসা [শশা]
-
শ বর্ণের [স] উচ্চারণ: শ্রমিক [স্রোমিক্], শৃগাল [সৃগাল্]
-
ষ বর্ণের [শ] উচ্চারণ: ভাষা [ভাশা], ষােলাে [শােলাে]
-
স বর্ণের [শ] উচ্চারণ: সাধারণ [শাধারােন], সামান্য [শামান্নো]
-
স বর্ণের [স] উচ্চারণ: আস্তে [আসতে], সালাম [সালাম্]

0
Updated: 1 month ago
‘ঙ’ ধ্বনিটির সঠিক উচ্চারণ হলো –
Created: 2 months ago
A
উম্য
B
উমো
C
ইয়ো
D
উয়ো
ঙ অর্ধস্বরবর্ণ না তাই এর উচ্চারণ 'উয়/উঁয়ো/উমা না হয়ে হবে ব্যঞ্জনঘেষা উয়ো হবে।

0
Updated: 2 months ago
’জ্ঞাপন’ শব্দের সঠিক উচ্চরণ কোনটি?
Created: 6 days ago
A
গ্যাঁপন
B
গ্যাঁপোন
C
গেপোঁন
D
গ্পোঁন
বাংলা ভাষায় আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হলো [আ]। এটি সাধারণত শব্দের শুরু, মাঝখান বা শেষে স্পষ্টভাবে উচ্চারিত হয়। উদাহরণস্বরূপ— আকাশ [আকাশ্], রাত [রাত্], আলো [আলো] ইত্যাদি শব্দে [আ] ধ্বনিটি স্পষ্টভাবে শোনা যায়।
তবে জ্ঞ যুক্ত শব্দে [আ] ধ্বনিটি পরিবর্তিত হয়ে [অ্যা]-এর মতো উচ্চারিত হয়। উদাহরণস্বরূপ— জ্ঞান [গ্যান্], জ্ঞাত [গ্যাতো], জ্ঞাপন [গ্যাঁপোন্] প্রভৃতি শব্দে এই ধ্বনি-পরিবর্তন লক্ষ্য করা যায়।

0
Updated: 6 days ago