একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ১৩ সে.মি, ১টি কর্ণের দৈর্ঘ্য ২৪ সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
A
৮ সেমি
B
১০ সেমি
C
১৫ সেমি
D
২২ সেমি
উত্তরের বিবরণ
সমাধান:
রম্বসের বাহু ও কর্ণের মধ্যে সম্পর্ক পাইথাগোরাস সূত্র দ্বারা নির্ণয় করা যায়, কারণ রম্বসের কর্ণগুলো পরস্পর লম্ব এবং কর্ণগুলো বাহুকে দুটি সমদ্বিবাহু ত্রিভুজে বিভক্ত করে।
• প্রতিটি বাহু = ১৩ সেমি
• একটি কর্ণ = ২৪ সেমি, যা ত্রিভুজে ভিত্তি হিসেবে ধরা যায়
• সমদ্বিবাহু ত্রিভুজের বাহু = ১৩ সেমি, আধা কর্ণ = ২৪ ÷ 2 = 12 সেমি
• অপর কর্ণের অর্ধেক = √(১৩² − ১২²) = √(১৬৯ − ১৪৪) = √25 = ৫ সেমি
• সুতরাং, অপর কর্ণ = ৫ × ২ = ১০ সেমি
উত্তর: ১০ সেমি
0
Updated: 3 hours ago
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
৩০ বর্গ সে.মি.
B
৬০ বর্গ সে.মি.
C
১২০ বর্গ সে.মি.
D
৭০ বর্গ সে.মি.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৫ সেমি এবং ১২ সেমি হলে, রম্বসটির ক্ষেত্রফল নির্ণয় করা যায়।
-
রম্বসের ক্ষেত্রফল সূত্র: (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
-
ক্ষেত্রফল = (১/২) × ৫ × ১২
-
ক্ষেত্রফল = (১/২) × ৬০
-
ক্ষেত্রফল = ৩০ বর্গ সেমি
সুতরাং, রম্বসটির ক্ষেত্রফল ৩০ বর্গ সেমি।
0
Updated: 1 month ago
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
২৪ বর্গ সে.মি.
B
৪৮ বর্গ সে.মি.
C
৯৬ বর্গ সে.মি.
D
১২ বর্গ সে.মি.
সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৮ সে.মি. এবং ১২ সে.মি.
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ১২ বর্গ সে.মি.
= ৪৮ বর্গ সে.মি.।
0
Updated: 1 month ago