উচ্চারণস্থান অনুসারে 'ল' হচ্ছে-
A
জিহ্বামূলীয় ধ্বনি
B
ওষ্ঠ্য ধ্বনি
C
তালব্য ধ্বনি
D
দন্তমূলীয় ধ্বনি
উত্তরের বিবরণ
দন্তমূলীয় ধ্বনি:
উপর পাটির দাঁতের গোড়ার সঙ্গে জিভের ডগা লাগিয়ে যেসব ধ্বনি উচ্চারিত হয় তাদের দন্তমূলীয় ধ্বনি বলে।
যেমন- ন, র, ল, স।

0
Updated: 2 months ago
’জ্ঞাপন’ শব্দের সঠিক উচ্চরণ কোনটি?
Created: 6 days ago
A
গ্যাঁপন
B
গ্যাঁপোন
C
গেপোঁন
D
গ্পোঁন
বাংলা ভাষায় আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ হলো [আ]। এটি সাধারণত শব্দের শুরু, মাঝখান বা শেষে স্পষ্টভাবে উচ্চারিত হয়। উদাহরণস্বরূপ— আকাশ [আকাশ্], রাত [রাত্], আলো [আলো] ইত্যাদি শব্দে [আ] ধ্বনিটি স্পষ্টভাবে শোনা যায়।
তবে জ্ঞ যুক্ত শব্দে [আ] ধ্বনিটি পরিবর্তিত হয়ে [অ্যা]-এর মতো উচ্চারিত হয়। উদাহরণস্বরূপ— জ্ঞান [গ্যান্], জ্ঞাত [গ্যাতো], জ্ঞাপন [গ্যাঁপোন্] প্রভৃতি শব্দে এই ধ্বনি-পরিবর্তন লক্ষ্য করা যায়।

0
Updated: 6 days ago
'ঞ' বর্ণের উচ্চারণ হয়-
Created: 1 month ago
A
[ঙ]-এর মতো
B
[এঁ]-এর মতো
C
[ওঁ]-এর মতো
D
[অঁ]-এর মতো
• 'ঞ' বর্ণের উচ্চারণ:
ঞ বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই। স্বতন্ত্র ব্যবহারে [অঁ]-এর মতো আর সংযুক্ত ব্যঞ্জনে [ন্]-এর মতো উচ্চারিত হয়।
যেমন:
- মিঞা [মিয়াঁ],
- চঞ্চল [চন্চল্],
- গঞ্জ [গন্জা]।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

0
Updated: 1 month ago
'পক্ষ' - শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
Created: 2 weeks ago
A
পক্খো
B
পোঁক্খ
C
পোক্খো
D
পোক্ক্ষ
বাংলা ভাষায় ‘অ’ বর্ণের উচ্চারণ দুইভাবে ঘটে: [অ] এবং [ও]।
-
সাধারণ উচ্চারণ [অ]: স্বাভাবিকভাবে অ বর্ণকে [অ] হিসেবে উচ্চারণ করা হয়।
-
উদাহরণ: অনেক [অনেক্], কথা [কথা্], অনাথ [অনাথ্]।
-
-
[ও] রূপে উচ্চারণ: পাশের ধ্বনির প্রভাবে কখনো কখনো অ বর্ণকে [ও]-এর মতো উচ্চারণ করা হয়।
-
উদাহরণ: অতি [ওতি], অণু [ওনু], পক্ষ [পোক্খো], অদ্য [ওদ্দো], মন [মোন্]।
-

0
Updated: 2 weeks ago