বাংলা বর্ণমালায় কটি ‘ব’ আছে?
A
২
B
৩
C
৪
D
১
উত্তরের বিবরণ
বাংলা বর্ণমালায় ‘ব’ একটি মাত্র আছে।
-
বর্ণমালায় ৫০টি ধ্বনি রয়েছে, যার মধ্যে একটিমাত্র ‘ব’ ধ্বনি স্বতন্ত্রভাবে উপস্থিত।
-
এটি ব্যঞ্জনবর্ণের অংশ এবং স্বরচিহ্ন ছাড়া উচ্চারিত হয়।
-
অন্য বিকল্পগুলো—
-
২, ৩, ৪—সঠিক নয়, কারণ ‘ব’ একাধিক নয়।
-
-
ব্যবহার: ‘বই’, ‘বাগান’, ‘বাংলা’—এই শব্দগুলোতে ‘ব’ ধ্বনি স্বতন্ত্রভাবে ব্যবহৃত।
-
বর্ণমালার অন্যান্য ব্যঞ্জনবর্ণের সঙ্গে মিশিয়ে উচ্চারণে ভিন্ন শব্দ সৃষ্টি হয়।
0
Updated: 4 hours ago
বাংলা বর্ণমালার উৎস কী?
Created: 2 months ago
A
তিব্বতি লিপি
B
ব্রাহ্মী লিপি
C
খরোষ্ঠী লিপি
D
দেবনাগরি লিপি
বাংলা লিপির উৎস ব্রাহ্মীলিপি। বাংলা সহ ১৯৮ টি লিপির উৎপত্তি ব্রাহ্মী লিপি হতে। ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক - সম্রাট অশোক।
0
Updated: 2 months ago
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কয়টি?
Created: 1 month ago
A
৭টি
B
৮টি
C
১০টি
D
১১টি
ধ্বনির প্রতীককে বর্ণ বলা হয়। এটি কানে শোনার বিষয়কে চোখে দেখার রূপে প্রকাশ করে। ভাষার সবগুলো বর্ণ একত্রিত হয়ে গঠন করে বর্ণমালা। বাংলা বর্ণমালায় মোট ৫০টি বর্ণ রয়েছে, যার মধ্যে স্বরবর্ণ ১১টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
বাংলা বর্ণমালার মাত্রাভেদে শ্রেণিবিন্যাস করা যায় এভাবে:
-
পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা ৩২টি।
-
মাত্রাহীন বর্ণের সংখ্যা ১০টি।
-
অর্ধমাত্রার বর্ণের সংখ্যা ৮টি।
ব্যঞ্জনবর্ণের ক্ষেত্রে মাত্রাভেদ নিম্নরূপ:
-
পূর্ণমাত্রার ব্যঞ্জনবর্ণ সংখ্যা ২৬টি।
-
অর্ধমাত্রার ব্যঞ্জনবর্ণ সংখ্যা ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।
-
মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ সংখ্যা ৬টি (ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
স্বরবর্ণের ক্ষেত্রে মাত্রাভেদ হলো:
-
পূর্ণমাত্রার স্বরবর্ণ সংখ্যা ৬টি।
-
অর্ধমাত্রার স্বরবর্ণ সংখ্যা ১টি (ঋ)।
-
মাত্রাহীন স্বরবর্ণ সংখ্যা ৪টি (এ, ঐ, ও, ঔ)।
0
Updated: 1 month ago
বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি?
Created: 3 months ago
A
১৩ টি
B
১০ টি
C
১২ টি
D
১১ টি
বর্ণ প্রকরণ (বর্ণের শ্রেণিবিন্যাস)
ধ্বনির প্রতীককে "বর্ণ" বলা হয়।
আমরা যেটা কানে শুনি, সেটিকে লিখে বা চোখে দেখা যায় — এই রূপটিকেই বর্ণ বলে।
একটি ভাষায় যত রকম বর্ণ থাকে, সবগুলো মিলে গঠিত হয় বর্ণমালা।
▸ বাংলা বর্ণমালা
-
বাংলা ভাষায় মোট ৫০টি বর্ণ আছে।
এর মধ্যে:-
১১টি হলো স্বরবর্ণ
-
৩৯টি হলো ব্যঞ্জনবর্ণ
-
▸ মাত্রাহীন বর্ণ
যে বর্ণগুলো লেখার সময় নিচে কোন মাত্রা ব্যবহার হয় না, সেগুলোকে মাত্রাহীন বর্ণ বলে।
বাংলায় মোট ১০টি মাত্রাহীন বর্ণ আছে।
-
এর মধ্যে:
-
স্বরবর্ণ: ৪টি → এ, ঐ, ও, ঔ
-
ব্যঞ্জনবর্ণ: ৬টি → ঙ, ঞ, ৎ, ং, ঃ, ঁ
-
▸ পূর্ণমাত্রা বর্ণ
যে বর্ণগুলোর নিচে পূর্ণ মাত্রা (যেমন: -া) ব্যবহার হয়, সেগুলো পূর্ণমাত্রা বর্ণ।
মোট ৩২টি পূর্ণমাত্রা বর্ণ আছে।
-
এর মধ্যে:
-
স্বরবর্ণ: ৬টি
-
ব্যঞ্জনবর্ণ: ২৬টি
-
▸ অর্ধমাত্রা বর্ণ
কিছু বর্ণ আছে যেগুলোর মাত্রা অনেকটাই ছোট বা অর্ধেক হয়, সেগুলো অর্ধমাত্রা বর্ণ।
মোট ৮টি অর্ধমাত্রা বর্ণ আছে।
-
এর মধ্যে:
-
স্বরবর্ণ: ১টি → ঋ
-
ব্যঞ্জনবর্ণ: ৭টি → খ, গ, ণ, থ, ধ, প, শ
-
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago