A
ঞ্ + ঝ = ঞ্চ
B
ঞ্ + থ = ঞ্চ
C
ঞ্ + ব = ঞ্চ
D
ঞ্ + চ = ঞ্চ
উত্তরের বিবরণ
• যুক্তবর্ণের শুদ্ধ গঠন- ঞ + চ = ঞ্চ।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ক্ + ট = ক্ট,
- জ্ + জ = জ্জ,
- ঞ + চ = ঞ্চ,
- ষ + ণ = ষ্ণ,
- হ্ + ন = হ্ন
- হ্ + ণ = হ্ণ,
- ঞ + জ = ঞ্জ,
- জ্ + ঞ = জ্ঞ।

0
Updated: 4 weeks ago
'ক্স' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 3 weeks ago
A
ক্ + র
B
ক্ + স
C
ক্ + ম
D
ক্ + য
যুক্তবর্ণ
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যে সকল যুক্তবর্ণ দেখলে সহজে চেনা যায় তাদের কে স্বচ্ছ যুক্তবর্ণ বলে। যে সকল যুক্তবর্ণ দেখলে সহজে চেনা যায় না তাদের কে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ক্ + স = ক্স,
- ক্ + ষ = ক্ষ,
- হ্+ ম = হ্ম,
- হ্ + ন = হ্ন,
- ষ + ণ= ষ্ণ,
- ক্ + ষ + ম = ক্ষ্ম।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২১)

0
Updated: 3 weeks ago
'ম্ফ' যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
Created: 2 weeks ago
A
ন্ + ফ
B
ম্ + ফ
C
ঙ্ + ফ
D
কোনোটিই নয়
• 'ম্ফ' যুক্তবর্ণটি (ম্ + ফ) যোগে গঠিত।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ষ্ + প = ষ্প;
- ক্ + ষ = ক্ষ;
- ষ্ + ঠ = ষ্ঠ;
- স্+ থ = স্থ;
- প্ + স = প্স;
- স্ + প = স্প;
- ম্ + ফ = ম্ফ;
- ঞ্ + ছ = ঞ্ছ।

0
Updated: 2 weeks ago
যুক্তবর্ণের শুদ্ধ গঠন কোনটি?
Created: 1 week ago
A
ষ্ + ণ = ষ্ণ
B
ষ্ + ঞ = ষ্ণ
C
ষ্ + ঙ = ষ্ণ
D
ষ্ + ন = ষ্ণ
• যুক্তবর্ণের শুদ্ধ গঠন:
-
ষ্ + ণ = ষ্ণ
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
ঞ্ + ছ = ঞ্ছ
-
ঞ্ + চ = ঞ্চ
-
ঞ্ + জ = ঞ্জ
-
জ্ + ঞ = জ্ঞ

0
Updated: 1 week ago