Shakespeare is known mostly for his ---
A
poetry
B
Drama
C
Novels
D
Films
উত্তরের বিবরণ
William Shakespeare English literature-এর একজন মহান রচয়িতা এবং তিনি মূলত drama-এর জন্য বিখ্যাত।
• তিনি বহু plays রচনা করেছেন, যেমন tragedies, comedies, এবং histories, যা আজও বিশ্বজুড়ে মঞ্চস্থ হয়।
• বিখ্যাত tragedies যেমন Hamlet, Macbeth, Othello মানুষের আবেগ, নৈতিক দ্বন্দ্ব এবং সামাজিক সমস্যা ফুটিয়ে তোলে।
• তার comedies, যেমন A Midsummer Night’s Dream এবং Twelfth Night, হাস্যরসের সঙ্গে মানুষের চরিত্র ও সমাজের বাস্তবতা উপস্থাপন করে।
• Shakespeare-এর dialogue, character development, এবং plot structure দক্ষতা তাকে drama-র প্রধান রচয়িতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অতএব, নানা সাহিত্যিক শাখার মধ্যে, Shakespeare সবচেয়ে বেশি dramatic works-এর জন্য পরিচিত।
0
Updated: 4 hours ago
Shakespeare is known mostly for his ---
Created: 4 hours ago
A
poetry
B
Drama
C
Novels
D
Films
William Shakespeare English literature-এর একজন মহান রচয়িতা এবং তিনি মূলত drama-এর জন্য বিখ্যাত।
• তিনি বহু plays রচনা করেছেন, যেমন tragedies, comedies, এবং histories, যা আজও বিশ্বজুড়ে মঞ্চস্থ হয়।
• বিখ্যাত tragedies যেমন Hamlet, Macbeth, Othello মানুষের আবেগ, নৈতিক দ্বন্দ্ব এবং সামাজিক সমস্যা ফুটিয়ে তোলে।
• তার comedies, যেমন A Midsummer Night’s Dream এবং Twelfth Night, হাস্যরসের সঙ্গে মানুষের চরিত্র ও সমাজের বাস্তবতা উপস্থাপন করে।
• Shakespeare-এর dialogue, character development, এবং plot structure দক্ষতা তাকে drama-র প্রধান রচয়িতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
অতএব, নানা সাহিত্যিক শাখার মধ্যে, Shakespeare সবচেয়ে বেশি dramatic works-এর জন্য পরিচিত।
0
Updated: 4 hours ago
Identify the word that serve as both a noun and an adjective.
Created: 2 months ago
A
Content
B
Triumph
C
Victory
D
Conquer
Content (noun)
-
English Meaning:
-
The things that are held or included in something.
-
A list of the chapters or sections given at the front of a book or periodical.
-
The material dealt with in a speech, literary work, etc., as distinct from its form or style.
-
A happy and satisfied feeling.
-
-
Bangla Meaning:
-
অভ্যন্তরস্থ বস্তু; আধেয়; বই কিংবা সাময়িকপত্রের সূচিপত্র; ধারণক্ষমতা; কোনো পাত্রে যে পরিমাণ জিনিস ধরে: সারমর্ম; কোনো বই, বক্তৃতা ইত্যাদির মূলকথা; কোনো কিছুর অংশ; উপাদান।
-
তুষ্টি; পরিতৃপ্তি; সন্তোষ।
-
-
Example Sentences:
-
I showed him the contents of my pocket.
-
The content of a barrel / the silver content of a coin.
-
Content (adjective)
-
English Meaning: Pleased with your situation and not hoping for change or improvement.
-
Bangla Meaning: তৃপ্ত; পরিতৃপ্ত; যা আছে তাই নিয়ে খুশি।
-
Example Sentence: I am content with my present job.
Other options discussion:
-
Conquer (verb-transitive)
-
English Meaning: To take control or possession of foreign land, or a group of people, by force; or to defeat someone in a game or competition.
-
Bangla Meaning: জয় করা; শক্তিবলে দখল করা; পরাজিত করা; কারো ভালোবাসা, প্রশংসা ইত্যাদি অর্জন করা।
-
Adjective form: Conquerable
-
Example: Akbar conquered the whole of India. / She has conquered the hearts of many men.
-
-
Victory (noun)
-
English Meaning: An act of defeating an enemy or opponent in a battle, game, or other competition.
-
Bangla Meaning: জয়; বিজয়।
-
Adjective form: Victorious
-
Example: The general led the troops to victory.
-
-
Triumph (noun)
-
English Meaning: A great victory or achievement.
-
Bangla Meaning: বিজয়; সাফল্য; বিজয়োল্লাসে।
-
Adjective forms:
-
Triumphal (বিজয়ঘটিত)
-
Triumphant (বিজয়দৃপ্ত; বিজয়োন্মত্ত)
-
-
Example: A garden built to celebrate Napoleon's many triumphs.
-
-
Triumph (verb)
-
English Meaning: Achieve a victory; be successful.
-
Bangla Meaning: (কারো উপর) বিজয় অর্জন করা; (কাউকে) পরাভূত করা।
-
Example: Spectacle has once again triumphed over content.
-
Source:
-
Oxford Learner's Dictionary
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 2 months ago
Which word is plural?
Created: 1 month ago
A
Analysis
B
Spectra
C
Index
D
Child
একটি শব্দের বহুবচন রূপ বোঝার জন্য নিম্নলিখিত উদাহরণগুলো দেওয়া হলো, যেখানে ইংরেজি ও বাংলার অর্থসহ উল্লেখ করা হয়েছে এবং বহুবচনের নিয়মও দেখানো হয়েছে।
-
Spectrum (Singular)
-
English meaning: A band of colours, as seen in a rainbow, produced by separation of the components of light by their different degrees of refraction according to wavelength.
-
Bangla meaning: বর্ণচ্ছটা; বর্ণালি; (লাক্ষণিক) বিস্তৃতি, বিস্তৃত পরিসর বা ধারা।
-
Plural form: Spectra, Spectrums
-
Spectrum শব্দটি সাধারণত বৈজ্ঞানিক আলো বা রঙের বিচ্ছিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়।
-
-
Analysis (Singular)
-
English meaning: A detailed examination of anything complex in order to understand its nature or to determine its essential features; a thorough study.
-
Bangla meaning: মন্তব্যসহকারে (পুস্তক, কোনো চরিত্র বা পরিস্থিতির) বিশ্লেষণ।
-
Plural form: Analyses
-
Analysis শব্দটি গবেষণা, পরীক্ষণ বা বিশ্লেষণাত্মক কাজের ক্ষেত্রে বহুল ব্যবহৃত।
-
-
Index (Singular)
-
English meaning: An alphabetical list, such as one printed at the back of a book showing which page a subject, name, etc. is on.
-
Bangla meaning: সূচক; দেশক; নির্দেশক।
-
Plural form: Indices, Indexes
-
Index শব্দটি সাধারণত বই বা তথ্যবহুল নথিতে পৃষ্ঠা বা বিষয় অনুসন্ধানের জন্য ব্যবহৃত হয়।
-
-
Child (Singular)
-
English meaning: A young person especially between infancy and puberty.
-
Bangla meaning: অজাত বা নবজাত মানবশিশু; বালক বা বালিকা; (যেকোনো বয়সের) পুত্র বা কন্যা।
-
Plural form: Children
-
Child শব্দটির বহুবচন Children ইংরেজিতে অনিয়মিত বহুবচন, যা স্বাভাবিক নিয়ম (childs) অনুসরণ করে না।
-
0
Updated: 1 month ago