What is the synonym of 'competent'?
A
Expert
B
Capable
C
Prudent
D
Hard working
উত্তরের বিবরণ
শব্দ “competent” সাধারণত এমন কাউকে বোঝায় যার কাছে কোনো কাজ সম্পন্ন করার যথেষ্ট দক্ষতা বা সক্ষমতা রয়েছে। এর জন্য সবচেয়ে উপযুক্ত সমার্থক শব্দ হলো “capable”, কারণ উভয় শব্দেই দক্ষতা এবং কার্যক্ষমতার ধারণা প্রতিফলিত হয়।
• Competent বলতে বোঝায় একজন ব্যক্তি যিনি কোনো কাজের জন্য পর্যাপ্ত যোগ্য ও দক্ষ।
• Capable শব্দটি একইভাবে বোঝায় যে কেউ নির্দিষ্ট কাজ করতে সক্ষম।
• দুটি শব্দই ব্যক্তি বা বস্তুর ক্ষমতা বা দক্ষতার উপর জোর দেয়।
• তবে, “competent” সাধারণত প্রয়োজনীয় মানদণ্ড পূরণের ক্ষমতা বোঝায়, আর “capable” একটু বিস্তৃতভাবে যেকোনো কাজ করতে সক্ষম অর্থে ব্যবহৃত হতে পারে।
তাই “capable” হলো competent এর সঠিক সমার্থক।
0
Updated: 4 hours ago
The synonym of “Yield” is –
Created: 2 months ago
A
Enervate
B
Produce
C
Destroy
D
Desire
Yield – Produce
Yield (verb):
English Meaning: To supply or produce something positive such as a profit, an amount of food, or information.
Bangla Meaning: প্রাকৃতিক রীতিতে উৎপাদন করা বা উৎপন্ন হওয়া।
Options:
ক) Enervate: শারীরিক ও মানসিকভাবে দুর্বল করা; স্নায়ুহীন করা।
খ) Produce: উৎপাদন/উৎপন্ন করা; সৃষ্টি করা; জন্ম দেওয়া।
গ) Destroy: ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ/পয়মাল করা।
ঘ) Desire: কামনা/আকাঙ্ক্ষা করা।
Correct Answer: খ) Produce
Source: Accessible Dictionary & Cambridge Dictionary.
0
Updated: 2 months ago
"Revive" is synonymous with:
Created: 1 month ago
A
Restore
B
Separate
C
Skillful
D
Deteriorate
সঠিক উত্তর হলো Restore।
Revive একটি Verb। এটি বোঝায় কোনো কিছুকে আবার জীবন, চেতনা বা উন্নত অবস্থায় ফিরিয়ে আনা; স্বাস্থ্য বা শক্তি পুনরুদ্ধার করা।
-
বাংলা অর্থ: জ্ঞান ফিরিয়ে আনা; স্বাস্থ্যশক্তি পুনরুদ্ধার করা; পুনরুজ্জীবিত করা।
-
সমার্থক শব্দ:
-
Resuscitate (জ্ঞান/চেতনা ফিরিয়ে আনা)
-
Rejuvenate (নবযৌবন/পুনর্যৌবন দান বা লাভ করা; নবতেজোদ্দীপ্ত হওয়া বা করা)
-
Restore (ফিরিয়ে দেওয়া; পূর্বপদে ফিরিয়ে আনা)
-
-
বিপরীতার্থক শব্দ:
-
Decline (প্রত্যাখ্যান/অস্বীকার করা; ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া)
-
Deteriorate (অবনতি ঘটানো বা ঘটানো)
-
Expire (অবসান হওয়া; নিশ্বাস ফেলা; মরে যাওয়া; মৃত্যুবরণ করা)
-
0
Updated: 1 month ago
Choose the correct synonym of the word 'survive.'
Created: 1 month ago
A
Suspicion
B
Tentative
C
Dwindle
D
Persist
Correct answer: Persist। "Survive" শব্দের অর্থ হলো কোনো কঠিন পরিস্থিতি বা বিপজ্জনক পরিস্থিতির পরেও বেঁচে থাকা বা বিদ্যমান থাকা।
-
Survive (verb)
-
English Meaning: To continue to live or exist, especially in spite of difficult conditions or after a dangerous situation
-
Bangla Meaning: বেঁচে/টিকে থাকা; (কারো মৃত্যুর পরেও) বেঁচে থাকা; উত্তরজীবী হওয়া; (কোনোকিছুর পরে) জীবিত থাকা
-
Synonyms:
-
Persist - একই অবস্থা বজায় থাকা; নাছোড়বান্দার মতো অটল থাকা
-
Endure - দুঃখকষ্ট ভোগ করা; সহ্য করা
-
Outlive - কোনোকিছু বিস্মৃত না হওয়া পর্যন্ত বেঁচে থাকা
-
-
Antonyms:
-
Perish - লোপ পাওয়া; ধ্বংস হওয়া; ক্ষয়প্রাপ্ত হওয়া; মারা যাওয়া
-
Fail - অকৃতকার্য হওয়া; ব্যর্থ হওয়া
-
Dwindle - হ্রাস পাওয়া; ক্ষয়প্রাপ্ত হওয়া; ক্ষীণ হওয়া; ক্রমশ কমে যাওয়া
-
-
-
Other options for comparison:
-
Suspicion (noun & verb)
-
English Meaning: A feeling or belief that someone has committed a crime or done something wrong, even though there is no definite proof
-
Bangla Meaning: সন্দেহ; সংশয়; অবিশ্বাস; বিশ্বাসহীনতা
-
-
Tentative (adjective & noun)
-
English Meaning: Not certain or fixed; provisional; can describe something done without confidence or as a trial
-
Bangla Meaning: পরীক্ষামূলক; আপাতত স্থিরীকৃত
-
-
0
Updated: 1 month ago