Which one is correct?
A
I,you and he are present.
B
You, he and I are present.
C
You, he and I am present.
D
- He, you and I am present.
উত্তরের বিবরণ
ই বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক কারণ এখানে সর্বনামগুলোর ক্রম ও ক্রিয়াপদ উভয়ই সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
• ইংরেজি ব্যাকরণে সর্বনাম সাজানোর নিয়ম হলো— Second person (you), third person (he/she), এবং শেষে first person (I)। তাই “You, he and I” ক্রমটি শুদ্ধ।
• বাক্যে ব্যবহৃত ক্রিয়াপদ “are” বহুবচন রূপ, যা একাধিক কর্তার উপস্থিতি বোঝাতে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
• “is” বা “am” ব্যবহার করলে তা একবচন হতো, ফলে ব্যাকরণগত ভুল ঘটত।
• বাক্যটি বর্তমান কালের এবং তা উপস্থিতির অবস্থা প্রকাশ করছে।
তাই “You, he and I are present”-ই একমাত্র সঠিক রূপ।
0
Updated: 4 hours ago
Which of the following sentences is correct?
Created: 5 months ago
A
I forbade him from going
B
I forbade him to go
C
I forbade him going
D
I forbade him not to go
অপশনে দ্বৈত উত্তর রয়েছে।
সঠিক উত্তর: ক) I forbade him from going. ও খ) I forbade him to go.
• Forbid (verb):
Meaning - নিষেধ/মানা/বারণ করা; নিষিদ্ধ করা।
• 'Forbid' negative অর্থ প্রদান করে।
- তাই এরপর 'not' ব্যবহৃত হয় না।
- এজন্য ঘ) I forbade him not to go.- বাক্যটি সঠিক নয়।
• Forbid somebody (from doing something):
Structure - Forbid + from + verb+ing.
Example - I forbade him from going.
• Forbid somebody to do something:
Structure: Forbid + to-infinitive.
Example - I forbade him to go.
Source:
1. Cambridge Dictionary.
2. Oxford Learner's Dictionaries.
0
Updated: 5 months ago
A good title for the passage will be_____.
Created: 3 months ago
A
Telescope and exploration of the universe.
B
Digital telescope and exploration of the universe.
C
Astronomers and exploration of the universe.
D
Space exploration in the new millennium.
The correct answer is - option খ) Digital telescope and exploration of the universe.
• The passage tells us about how modern digital telescopes have become and how they help astronomers to explore the world easily and efficiently.
- so "Digital telescope and exploration of the universe." is a suitable title for the passage.
• Option Explanation:
- সাধারণত, passage -এর title নির্ধারণের ক্ষেত্রে লক্ষ রাখতে হয় যে, - passage -এর মূল theme টি যেন focus করা হয়।
- অর্থাৎ, passage -এর প্রতিটি para ভালো করে পড়ে দেখতে হবে যে, passage টিতে কোন বিষয়ে জোর দেওয়া হয়েছে।
- এখানে প্রথম প্যারায় telescope এবং data base - এর সম্পর্ক এবং exploration - এর উপস্থিতি ছাড়াই digital sensor যুক্ত করার মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা যায় বলা হয়েছে।
- অর্থাৎ, আবিষ্কারের ক্ষেত্রে digital telescope -এর বিষয়টিকেই জোর দিয়ে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
• সুতরাং, passage -এর বিষয়ের প্রাসঙ্গিকতার বিবেচনায় option (খ) ই সঠিক উত্তর।
0
Updated: 3 months ago
Antonym of ample is-
Created: 6 months ago
A
Extensive
B
Limited
C
Sufferness
D
Abundant
0
Updated: 6 months ago