Choose the correct sentence?
A
One of my friends are a lawyer.
B
One of my friends are a lawyer.
C
One of my friend is a lawyer.
D
One of my friends is a lawyer.
উত্তরের বিবরণ
“One of my friends is a lawyer.”
• এখানে “One of my friends” অর্থ “আমার বন্ধুদের মধ্যে একজন”।
• যেহেতু বিষয়বস্তুর সংখ্যা এক, তাই ক্রিয়া “is” ব্যবহার করা হয়।
• যদি বলা হতো “All of my friends”, তখন ক্রিয়া “are” হতো, কারণ বিষয়বস্তু বহুবচন।
• “One of my friend is a lawyer” ভুল কারণ “friend” একবচন হলেও এখানে “one of my friends” হল বহুবচনের অংশ থেকে একজনকে বোঝায়, তাই friends-কে বহুবচন লিখতে হবে।
• বাক্যটি ব্যাকরণগত ও ধ্বনিগতভাবে সঠিক এবং সহজবোধ্য।
সুতরাং, “One of my friends is a lawyer.” একমাত্র সঠিক বাক্য।
0
Updated: 4 hours ago
Choose the correct sentence.
Created: 3 months ago
A
The train is running in time.
B
The train is running on time.
C
The train is running with time.
D
The train is running to time.
সুনির্দিষ্ট সময় বোঝাতে "on time" ব্যবহার করা হয়।
যেমন, ট্রেন ঠিক সময়ে ছেড়ে চলে, তাই বলবো "The train is running on time."
অন্য অপশনগুলো ভুল, কারণ:
-
কোনো কাজ নির্দিষ্ট সময়ের আগে বা সময়মতো হওয়া বুঝাতে "in time" ব্যবহার হয়।
-
উদাহরণস্বরূপ: "The train came on time but we arrived in time to get good seats."
এখানে ট্রেন নির্দিষ্ট সময়ে এসেছে (on time), আর আমরা সময়ের আগে পৌঁছে ভালো সিট পেয়েছি (in time)।
যেকোনো জিনিস নির্দিষ্ট সময়ে ঠিক ঠিক হলে "on time" এবং সময়ের আগে বা দেরি না করে হলে "in time" ব্যবহার করা হয়।
0
Updated: 3 months ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
He is the man with whom I entrusted the money.
B
He is the man to whom I entrusted the money.
C
He is the man to who I entrusted the money.
D
He is the man I entrusted whom the money to.
The correct sentence is He is the man to whom I entrusted the money।
-
Sentence-এ verb/preposition এর object হিসেবে pronoun-এর objective form ব্যবহার করা হয়।
-
বাক্যে entrust verb-এর সাথে preposition to আছে, তাই preposition-এর পরে whom ব্যবহার হবে।
-
Entrust something to someone অর্থ: কাউকে কোনো কিছুর দায়িত্ব বা দায়িত্বভার দেওয়া।
-
Structure: entrust + object (thing) + to + person।
-
অপশন বিশ্লেষণ:
-
ক) He is the man with whom I entrusted the money - ভুল, কারণ preposition with নয়, to হবে।
-
খ) He is the man to whom I entrusted the money - সঠিক, to ও whom দুটোই সঠিকভাবে ব্যবহার হয়েছে।
-
গ) He is the man to who I entrusted the money - ভুল, কারণ to who নয়, to whom হবে।
-
ঘ) He is the man I entrusted whom the money to - ভুল, কারণ word order ঠিক নয়।
-
0
Updated: 1 month ago
Choose the correct answer. How long did you wait?
Created: 7 months ago
A
Till lunch time.
B
Till he came.
C
Until six o’clock.
D
Since this morning.
প্রশ্নটি ছিল "How long did you wait?"। সঠিক উত্তর "Till he came" (খ)। এখানে "Till" (যতক্ষণ না) ব্যবহার করা হয়েছে, যা একটি সময়কাল নির্দেশ করে, অর্থাৎ আপনি তার আসার পূর্ব পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এটি past tense বাক্যে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
বাকি উত্তরগুলো:
ক) "Till lunch time": নির্দিষ্ট সময়, সময়কাল নয়।
গ) "Until six o’clock": নির্দিষ্ট সময় (৬টা) নির্দেশ করে।
ঘ) "Since this morning": সময়ের শুরু নির্দেশ করে, যা প্রশ্নের সাথে মেলে না।
তাহলে সঠিক উত্তর "Till he came"।
0
Updated: 7 months ago