'হৃ' এর শুদ্ধ গঠন কোনটি?
A
হ্ + ঋ
B
হ্ + উ
C
হ্ + ঊ
D
হ্ + র
উত্তরের বিবরণ
'হৃ' এর শুদ্ধ গঠন হলো:
হ্ + ঋ = হৃ।
• গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ হলো:
- হ্ + ম = হ্ম,
- হ্ + উ = হু,
- হ্ + র = হ্র,
- হ্ + ন = হ্ন।

0
Updated: 2 months ago
'হৃ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 3 weeks ago
A
হ্ + ন
B
হ্ + ণ
C
হ্ + র
D
হ্ + ঋ
বাংলা বর্ণমালায় যুক্তবর্ণ হলো দুটি বা ততোধিক বর্ণের সংযোগ থেকে গঠিত একক ধ্বনি। যেমন, হ্ + ঋ = হৃ।
-
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
ঞ্চ = ঞ্ + চ
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ন = হ্ন
-
উৎস:

0
Updated: 3 weeks ago
'ঞ্চ' যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে?
Created: 1 month ago
A
ঞ্ + ছ
B
ঞ্ + চ
C
চ্ + ঞ
D
ছ্ + ঞ
‘ঞ্চ’ যুক্তবর্ণের সঠিক গঠন হলো ঞ্ + চ।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ঋ = হৃ
-
হ্ + ন = হ্ন

0
Updated: 1 month ago
অস্বচ্ছ যুক্তবর্ণ -
Created: 1 month ago
A
ল্ক
B
ন্ধ
C
ল্প
D
শ্চ
ধ্য/দ্ধ/ন্ধ – অস্বচ্ছ যুক্তবর্ণ
যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যে বর্ণ তৈরি হয়, তাকে যুক্তবর্ণ বলা হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এই দিক থেকে যুক্তবর্ণ দুই ধরনের: স্বচ্ছ ও অস্বচ্ছ।
স্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ:
জ, ব্দ, ম্ফ, ল্ক, ল্গ, ল্ট, ল্ড, ল্প, ল্ফ, শ্চ, ষ্ট ইত্যাদি
অস্বচ্ছ যুক্তবর্ণের উদাহরণ:
-
দ্ধ (দ+ধ)
-
ন্ধ (ন্+ধ)
-
ব্ধ (ব্+ধ)
-
ভ্র (ভ্+র)
-
ষ্ণ (ষ্ + ণ)
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)

0
Updated: 1 month ago