To do away with means---
A
To respect
B
To start
C
To get rid of
D
To drive of
উত্তরের বিবরণ
“To do away with” একটি ইংরেজি বাগধারা, যার অর্থ হলো কোনো কিছু থেকে মুক্ত হওয়া বা বিলোপ করা। সাধারণত এটি কোনো প্রথা, নিয়ম, বস্তু বা ব্যক্তিকে সরিয়ে ফেলা বা শেষ করে দেওয়ার অর্থে ব্যবহৃত হয়।
• এই বাক্যাংশে do away মানে সম্পূর্ণরূপে শেষ করা বা নষ্ট করা বোঝায়।
• with শব্দটি যুক্ত হয়ে এর অর্থকে সম্পূর্ণতা দেয়, অর্থাৎ “কিছু দূর করা” বা “চিরতরে সরিয়ে ফেলা”।
• উদাহরণস্বরূপ, They decided to do away with the old rules—মানে “তারা পুরনো নিয়মগুলো বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।”
• অন্য বিকল্পগুলো যেমন “to respect”, “to start”, “to drive off” অর্থের দিক থেকে মিল না থাকায় ভুল।
তাই সঠিক অর্থ হলো “to get rid of”, অর্থাৎ কোনো কিছু থেকে মুক্ত হওয়া বা অপসারণ করা।
0
Updated: 4 hours ago
What does the idiom "at loggerheads" mean?
Created: 2 months ago
A
In a state of strong disagreement
B
Working together peacefully
C
Ignoring each other
D
Being confused about a topic
Idiom: At Loggerheads
Meaning:
-
English: In strong disagreement; in conflict
-
Bangla: তীব্র মতবিরোধে লিপ্ত; দ্বন্দ্বে জড়িত
Example Sentence:
-
The manager and the employees are at loggerheads over the new policy.
Explanation:
-
“At loggerheads” ব্যবহার করা হয় যখন দুই বা ততোধিক পক্ষের মধ্যে তীব্র দ্বন্দ্ব বা মতবিরোধ থাকে।
Source:
-
Cambridge Dictionary
-
Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 2 months ago
What does the idiom "Cook the books" mean?
Created: 1 month ago
A
To alter records fraudulently
B
To prepare financial records accurately
C
To manage a business efficiently
D
To share financial information openly
Cook the books একটি idiom, যা বোঝায় হিসাবপত্রে জালিয়াতি বা কারচুপি করা, অর্থাৎ কোনো আর্থিক তথ্যকে অসৎ বা অবৈধভাবে পরিবর্তন করা।
-
Cook the books (idiom)
English Meaning: Alter facts or figures dishonestly or illegally
Bangla Meaning: হিসাবপত্রে কারচুপি করা; জালিয়াতি করা -
Correct Answer: ক) To alter records fraudulently (হিসাবপত্রে জালিয়াতি করা)
-
Other Options:
খ) To prepare financial records accurately → বিপরীত অর্থ (সত্যনিষ্ঠ হিসাব)
গ) To manage a business efficiently → সম্পর্কহীন (হিসাবরক্ষণে নয়)
ঘ) To share financial information openly → বিপরীত অর্থ (cook the books মানে তথ্য লুকানো) -
Example Sentence:
-
He was an accountant; he could have cooked the books and made himself a lot more money.
-
-
Source:
0
Updated: 1 month ago
What does the idiom “a far cry from” imply?
Created: 2 months ago
A
Very close to something
B
A repeated mistake
C
Very different from something
D
Very similar to something
Correct Answer: Very different from something
Be a far cry from / far cry (idiom)
English Meaning:
-
Something notably different.
-
A long distance.
Bangla Meaning:
(১) উল্লেখযোগ্য পার্থক্য।
(২) বিশাল ব্যবধান বা ভিন্নতা।
Other Options:
ক) Very close to something → বিপরীত অর্থ।
খ) A repeated mistake → এর সাথে কোনো সম্পর্ক নেই।
গ) Very similar to something → “A far cry from” মানে ভিন্ন, অনুরূপ নয়।
Example Sentence:
-
This flat is a far cry from the house they had before.
Bangla Meaning: এই ফ্ল্যাটটি তাদের আগের বাড়ির তুলনায় অনেক আলাদা।
Source: Live MCQ lecture
0
Updated: 2 months ago