Choose the correct sentence?
A
One of my friends are a lawyer.
B
One of my friends are a lawyer.
C
One of my friend is a lawyer.
D
One of my friends is a lawyer.
উত্তরের বিবরণ
“One of my friends is a lawyer.”
• এখানে “One of my friends” অর্থ “আমার বন্ধুদের মধ্যে একজন”।
• যেহেতু বিষয়বস্তুর সংখ্যা এক, তাই ক্রিয়া “is” ব্যবহার করা হয়।
• যদি বলা হতো “All of my friends”, তখন ক্রিয়া “are” হতো, কারণ বিষয়বস্তু বহুবচন।
• “One of my friend is a lawyer” ভুল কারণ “friend” একবচন হলেও এখানে “one of my friends” হল বহুবচনের অংশ থেকে একজনকে বোঝায়, তাই friends-কে বহুবচন লিখতে হবে।
• বাক্যটি ব্যাকরণগত ও ধ্বনিগতভাবে সঠিক এবং সহজবোধ্য।
সুতরাং, “One of my friends is a lawyer.” একমাত্র সঠিক বাক্য।
0
Updated: 4 hours ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
If I was you, I would not do this.
B
If I were you, I would not do this.
C
If I would be you, I will not do this.
D
If I was you, I will not do this.
সঠিক উত্তর হলো খ) If I were you, I would not do this। এটি একটি Second Conditional বাক্য, যা বর্তমানের কাল্পনিক বা অবাস্তব পরিস্থিতি বোঝাতে ব্যবহৃত হয়। "If I..." এর পরে যখন অবাস্তব কিছু বোঝানো হয়, তখন "was" নয়, "were" ব্যবহার করতে হয়; এটিকে subjunctive mood বলা হয়। এই ধরনের বাক্যে মূল clause-এ "would" ব্যবহার করা হয়, will নয়। "If I were you" বাক্যাংশটি পরামর্শ বা কল্পনাপ্রসূত বক্তব্য প্রকাশে প্রচলিত এবং সঠিক।
-
ক) If I was you, I would not do this
-
ভুল, কারণ "I" এর সঙ্গে অবাস্তব অবস্থা বোঝাতে were ব্যবহার করতে হয়।
-
-
গ) If I would be you, I will not do this
-
ভুল, কারণ "if"-clause এ কখনও would ব্যবহার হয় না এবং will এখানে অনুপযুক্ত।
-
-
ঘ) If I was you, I will not do this
-
ভুল, কারণ এখানে was ও will—উভয়ই Second Conditional-এর নিয়ম ভঙ্গ করছে।
-
0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 2 months ago
A
Two-thirds of the students is present today.
B
Two-thirds of the student are present today.
C
Two-third of the students are present today.
D
Two-thirds of the students are present today.
সঠিক বাক্য:
Two-thirds of the students are present today.
বিস্তারিত ব্যাখ্যা:
Fraction + Noun/Verb নিয়ম:
ভগ্নাংশের ক্ষেত্রে প্রথম সংখ্যা One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে ‘s’ আসে: Two-thirds, Three-fourths।
প্রথম সংখ্যা One হলে দ্বিতীয়টির সঙ্গে ‘s’ আসে না: One-third, One-fourth।
Verb-এর সংখ্যা:
ভগ্নাংশের পরে noun plural হলে verb plural:
Two-thirds of the students are present.
noun singular হলে verb singular:
Two-thirds of the mango is rotten.
ভুল উদাহরণগুলো:
ক) “is present” → singular verb, ভুল।
খ) “student” → singular noun, fraction-এর ক্ষেত্রে plural noun হওয়া উচিত।
গ) “Two-third” → fraction ভুল লেখা, সঠিক হলো two-thirds.
0
Updated: 2 months ago
Let ______ solve the problem together.
Created: 2 months ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।
0
Updated: 2 months ago