যা স্থায়ী নয়-
A
অস্থায়ী
B
ক্ষণস্থায়ী
C
ক্ষণিক
D
নশ্বর
উত্তরের বিবরণ
স্থায়িত্ব বা অস্থায়িত্ব শব্দের মাধ্যমে কোনো বস্তু, অবস্থা বা পরিস্থিতির সময়কাল বোঝানো হয়। • স্থায়ী বোঝায় যা দীর্ঘকাল ধরে অবিকল বা অপরিবর্তিত থাকে। • অস্থায়ী বোঝায় যা সীমিত সময়ের জন্য থাকে বা দ্রুত পরিবর্তিত হয়। • দৈনন্দিন জীবনে অনেক ঘটনা, অনুভূতি বা বস্তু অস্থায়ী; যেমন ঋতু, আবহাওয়া, ক্ষণস্থায়ী খুশি বা দুঃখ। • ভাষাগত দিক থেকে “অস্থায়ী” শব্দটি স্থায়ী শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে। তাই, যে কিছু দীর্ঘস্থায়ী নয় বা শীঘ্রই পরিবর্তিত হয়, সেটিকে অস্থায়ী বলা হয়।
0
Updated: 4 hours ago
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
Created: 2 months ago
A
ফলা
B
কার
C
ধ্বনি
D
অক্ষর
স্বরবর্ণের এবং কতগুলো ব্যঞ্জনবর্ণের দুটি রুপ রয়েছে। স্বরবর্ণ যখন নিরপেক্ষ বা স্বাধীনভাবে ব্যবহৃত হয়,অর্থাৎ কোন বর্ণের সঙ্গে যুক্ত হয় না, তখন এর পূর্ণরূপ লেখা হয়। একে বলা হয় প্রাথমিক বা পূর্নরূপ। আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। এর অপর নাম সংক্ষিপ্ত স্বর। কার ১০ টি।
0
Updated: 2 months ago
"উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।" বাক্যটি কোন ধরনের?
Created: 1 month ago
A
সরল
B
যৌগিক
C
জটিল
D
কোনোটিই নয়
যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বস্ত্র মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।
0
Updated: 1 month ago
উচ্চ -মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?
Created: 1 month ago
A
ই
B
ও
C
এ
D
অ
উচ্চারণের সময় জিভের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যায়।
-
জিভ কতটা নিচে নামে তার ভিত্তিতে স্বরধ্বনি বিভাজন:
১. উচ্চ স্বরধ্বনি: ই, উ
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি: এ, ও
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি: অ্যা, অ
৪. নিম্ন স্বরধ্বনি: আ -
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি বিভাজন:
১. সম্মুখ স্বরধ্বনি: ই, এ, অ্যা
২. মধ্য স্বরধ্বনি: আ
৩. পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ
0
Updated: 1 month ago