What is the central metaphor in Dover Beach?
A
The sea of faith
B
The sky
C
The forest
D
The river
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What role does nature play in The Scholar Gypsy?
Created: 2 weeks ago
A
It serves as a distracting and irrelevant element in the poet’s life
B
It is an obstacle that prevents the scholar from achieving his goals
C
It reflects the harshness of life and society
D
It represents the spiritual wisdom and peace the scholar seeks
The Scholar Gypsy কবিতায়, প্রকৃতি পণ্ডিত গিপ্সির আধ্যাত্মিক শান্তি এবং জ্ঞানের সন্ধান প্রকাশ করে। কবি প্রকৃতিকে এমন এক শক্তি হিসেবে চিত্রিত করেছেন যা মানব আত্মাকে শান্তি প্রদান করে এবং গভীর সত্যের প্রতি মানুষের উপলব্ধি তৈরি করতে সাহায্য করে।
গিপ্সির জীবন এবং তার বিচ্ছিন্নতা প্রকৃতির মধ্যে একটি সংযোগ স্থাপন করে, যা তাকে শুধুমাত্র বাহ্যিক নয়, বরং আধ্যাত্মিকভাবে প্রভাবিত করে। প্রকৃতি তার জন্য একটি মাধ্যম, যা তাকে চিরস্থায়ী সত্যের দিকে নিয়ে যায়।

0
Updated: 2 weeks ago
Who wrote The Scholar-Gipsy?
Created: 2 months ago
A
Alfred Tennyson
B
Mathew Arnold
C
Robert Browning
D
William Wordsworth

0
Updated: 2 months ago
How does Arnold suggest human beings should respond to the uncertain world?
Created: 1 week ago
A
By seeking wealth
B
By pursuing knowledge
C
By abandoning society
D
By clinging to love and human connection
আর্নল্ড তাঁর কবিতা “Dover Beach”-এ দেখিয়েছেন যে পৃথিবী অনিশ্চয়তা, বিভ্রান্তি এবং বিশ্বাসের অবক্ষয়ে পরিপূর্ণ। ধর্মীয় বিশ্বাস, নৈতিকতা ও স্থিরতার যে শক্তি একসময় মানবজীবনে দৃঢ় ছিল, তা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এই অবস্থায় মানুষ একপ্রকার শূন্যতায় ভুগছে — কোথাও যেন কোনো নিশ্চয়তা বা ভিত্তি নেই।
১. এই অনিশ্চিত পৃথিবীতে আর্নল্ড মনে করেন, ভালোবাসা (love) ও মানবিক সংযোগ (human connection)-ই একমাত্র আশ্রয়। তিনি বলেন, যখন বাইরের জগতে কোনো স্থায়িত্ব বা বিশ্বাস পাওয়া যায় না, তখন আমাদের একে অপরের প্রতি সত্যনিষ্ঠ থাকা জরুরি।
২. কবিতার শেষাংশে তাঁর বিখ্যাত আহ্বান — “we must be true to one another” — বোঝায় যে মানবিক সম্পর্ক ও পারস্পরিক ভালোবাসাই জীবনের প্রকৃত শক্তি। অর্থ, ক্ষমতা বা জ্ঞানের চেয়ে মানুষের পাশে থাকা ও একে অপরকে বোঝার ক্ষমতাই এই অনিশ্চিত পৃথিবীতে টিকে থাকার মূল উপায়।
৩. সুতরাং, আর্নল্ডের মতে, যখন পৃথিবী সন্দেহ ও বিভ্রান্তিতে আচ্ছন্ন, তখন মানুষকে উচিত ভালোবাসা ও মানবিক বন্ধনে দৃঢ় থাকা, কারণ এই সম্পর্কই একমাত্র সত্য ও নিরাপদ আশ্রয়।

0
Updated: 1 week ago