বিশ্বের সর্বশেষ জলবায়ু সম্মেলন (ডিসেম্বর, ২০১৮) কোথায় অনুষ্ঠিত হয়?
A
কাটোউইস, পোল্যান্ড
B
প্যারিস, ফ্রান্স
C
রোম, ইতালি
D
বেইজিং, চীন
উত্তরের বিবরণ
২০১৮ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয় ২৪তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP24), যা অনুষ্ঠিত হয়েছিল পোল্যান্ডের কাটোউইসে (Katowice)।
সাম্প্রতিক (অক্টোবর, ২০২৫) তথ্য অনুযায়ী COP সম্মেলনগুলোর সারসংক্ষেপ নিচে দেওয়া হলো—
| সম্মেলন | কততম | স্থান | সময়কাল |
|---|---|---|---|
| প্রথম সম্মেলন | COP-1 | বার্লিন, জার্মানি | ১৯৯৫ (২৮ মার্চ – ৭ এপ্রিল) |
| সর্বশেষ সম্মেলন | COP-29 | বাকু, আজারবাইজান | ১১–২২ নভেম্বর, ২০২৪ |
| পরবর্তী সম্মেলন | COP-30 | বেলেম, পারা, ব্রাজিল | ১০–২১ নভেম্বর, ২০২৫ |
0
Updated: 5 hours ago
সনদ সম্মেলনে উপস্থিত না থেকেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচিত হয় কোন দেশ?
Created: 1 month ago
A
এস্তোনিয়া
B
বেলারুশ
C
পোল্যান্ড
D
পর্তুগাল
জাতিসংঘ (United Nations Organization) হলো বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রতিষ্ঠিত হয়। এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী হিসেবে গড়ে উঠেছে।
-
জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫
-
জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫
-
স্বাক্ষরের স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ: ৫১টি
-
বর্তমান সদস্য দেশ সংখ্যা: ১৯৩টি
সানফ্রান্সিসকো সম্মেলন সংক্রান্ত তথ্য:
-
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করে এবং জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য পোল্যান্ড এই সম্মেলনে উপস্থিত ছিল না।
-
পোল্যান্ড ৫১তম দেশ হিসেবে ১৫ অক্টোবর, ১৯৪৫ তারিখে সনদে স্বাক্ষর করে।
-
সনদে স্বাক্ষর করার মাধ্যমে পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য করা হয়।
0
Updated: 1 month ago
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
Created: 1 day ago
A
১ বছর
B
২ বছর
C
৪ বছর
D
৫ বছর
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোট ১৫ জন সদস্য রাষ্ট্র রয়েছে—এর মধ্যে ৫ জন স্থায়ী এবং ১০ জন অস্থায়ী সদস্য। স্থায়ী সদস্যরা হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন। অস্থায়ী সদস্যদের মেয়াদ ২ বছর, এবং তাদের নির্বাচন করে জাতিসংঘের সাধারণ পরিষদ। মেয়াদ শেষে তারা সঙ্গে সঙ্গে পুনঃনির্বাচিত হতে পারে না। অস্থায়ী সদস্যদের নির্বাচন অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বের ভিত্তিতে করা হয়—যেমন আফ্রিকা, এশিয়া-প্যাসিফিক, পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ এবং ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে নির্দিষ্ট কোটায় নির্বাচিত হয়।
0
Updated: 13 hours ago
জাতিসংঘ দিবস (UN Day) প্রতি বছর কোন তারিখে পালিত হয়?
Created: 1 month ago
A
২৬ জুন
B
১০ ডিসেম্বর
C
২৪ অক্টোবর
D
১ জানুয়ারি
জাতিসংঘ (United Nations)
• প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর, ৫১টি রাষ্ট্রের মাধ্যমে
• প্রতি বছর ২৪ অক্টোবর পালিত হয় জাতিসংঘ দিবস
• জাতিসংঘ হলো একটি রাজনৈতিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা
• সদস্যপদ: ১৯৪৫ সালে ৫১টি রাষ্ট্র থেকে বর্তমান ১৯৩টি রাষ্ট্র
• সদস্যপদ প্রাপ্তি: নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে সাধারণ পরিষদের সিদ্ধান্তের মাধ্যমে
• বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস (পর্তুগালের নাগরিক), দায়িত্বভার গ্রহণ ১ জানুয়ারি, ২০১৭
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 1 month ago