কোন দুটি দেশের মধ্যে সীমান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়?

A

ক্যামেরুন এবং ইথিওপিয়া

B

পেরু এবং ভেনেজুয়েলা

C

ইথিওপিয়া এবং ইরিত্রিয়া

D

মালি এবং সেনেগাল

উত্তরের বিবরণ

img

২০১৯ সালের নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি (Abiy Ahmed Ali)। তিনি দুই দশক ধরে চলা ইথিওপিয়া ও ইরিত্রিয়ার সীমান্ত সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেন। ১৯৯৮ থেকে ২০০০ সালের মধ্যে দুই দেশের মধ্যে ভয়াবহ যুদ্ধ হয়, যাতে প্রায় ৮০,০০০ মানুষ প্রাণ হারান। ২০১৮ সালে ক্ষমতায় এসে আবি আহমেদ Algiers Peace Agreement বাস্তবায়ন করেন, সীমান্ত খুলে দেন এবং কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার করেন। তাঁর এই ঐতিহাসিক উদ্যোগই তাঁকে বিশ্বের সর্বোচ্চ শান্তি সম্মাননায় ভূষিত করে।

নোবেল শান্তি পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য:

  • প্রবর্তক: আলফ্রেড নোবেল (Alfred Nobel) – জন্ম: ২১ অক্টোবর ১৮৩৩, মৃত্যু: ১০ ডিসেম্বর ১৮৯৬।

  • প্রতিষ্ঠা: ১৮৯৫ সালে তাঁর উইল অনুযায়ী।

  • প্রথম প্রদান: ১৯০১ সালে।

  • প্রদানকারী সংস্থা: Norwegian Nobel Committee (অসলো, নরওয়ে)।

  • পুরস্কারের অর্থমূল্য: প্রতি বছর পরিবর্তিত হয়; ২০২৫ সালে প্রায় ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনা

  • নোবেল পুরস্কারের ছয়টি বিভাগ: পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র (বা ফিজিওলজি ও মেডিসিন), সাহিত্য, শান্তি এবং অর্থনীতি।

  • প্রদান দিবস: প্রতি বছর ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে।

  • উদ্দেশ্য: যেসব ব্যক্তি বা সংস্থা মানবাধিকার, শান্তি প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন বা যুদ্ধবিরোধী কার্যক্রমে অবদান রাখে, তাদের এই পুরস্কার প্রদান করা হয়।

কিছু উল্লেখযোগ্য নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও সংস্থা:

  • ১৯৭৯: মাদার তেরেসা – দরিদ্র ও অসহায় মানুষের সেবার জন্য।

  • ১৯৯১: অং সান সুচি – মিয়ানমারে গণতন্ত্র আন্দোলনে ভূমিকার জন্য।

  • ২০০৭: আল গোর ও IPCC – জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য।

  • ২০১৪: মালালা ইউসুফজাই ও কৈলাশ সত্যার্থী – শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার প্রচারে অবদানের জন্য।

  • ২০১৯: আবি আহমেদ আলি – ইথিওপিয়া-ইরিত্রিয়া শান্তি চুক্তির জন্য।

নোবেল শান্তি পুরস্কারই একমাত্র নোবেল পুরস্কার যা নরওয়েতে প্রদান করা হয়; অন্য সব পুরস্কার দেওয়া হয় সুইডেনে। একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান যৌথভাবে এই পুরস্কার পেতে পারেন।
বাংলাদেশের গর্ব: ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্রঋণ কার্যক্রমের জন্য।

Unfavorite

0

Updated: 5 hours ago

Related MCQ

For which of the following disciplines Nobel Prize is awarded? 

Created: 2 months ago

A

Physics and Chemistry 

B

Physiology or Medicine 

C

Literature, Peace and Economics 

D

All of the above

Unfavorite

0

Updated: 2 months ago

কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?

Created: 3 months ago

A

ইয়াসির আরাফাত 

B

নাগীব মাহফুজ 

C

আনোয়ার সাদাত 

D

প্রফেসর আব্দুস সালাম

Unfavorite

0

Updated: 3 months ago

কোন সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়? 

Created: 1 week ago

A

১৮৯৬ 

B

১৮৯৯ 

C

১৯০০ 

D

১৯০১

Unfavorite

0

Updated: 1 week ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD