Who wrote The Scholar-Gipsy?
A
Matthew Arnold
B
Robert Browning
C
Alfred Tennyson
D
William Wordsworth
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Where is Dover Beach set?
Created: 2 months ago
A
On the English coast
B
In a city
C
In a castle
D
In a forest

0
Updated: 2 months ago
Who composed the elegiac poem 'Thyrsis'?
Created: 3 weeks ago
A
Thomas Gray
B
Matthew Arnold
C
John Milton
D
P. B. Shelley
Matthew Arnold-এর লেখা "Thyrsis" একটি বিখ্যাত elegy কবিতা, যা তার বন্ধু ও কবি Arthur Hugh Clough-এর স্মৃতিতে রচিত। কবিতাটি প্রকাশের সময় ও তার সাহিত্যিক প্রেক্ষাপট উল্লেখযোগ্য।
• Thyrsis:
-
এটি Matthew Arnold-এর লেখা একটি elegy কবিতা।
-
প্রথম প্রকাশিত হয় ১৮৬৬ সালে Macmillan's Magazine-এ এবং পরবর্তীতে ১৮৬৭ সালে Arnold-এর New Poems-এ অন্তর্ভুক্ত হয়।
-
কবিতাটি Arnold-এর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে গণ্য।
-
কবিতায় Arnold এক জটিল দশ-পঙ্ক্তির স্তবক ছন্দে দক্ষতা প্রদর্শন করেছেন।
-
এটি ২৪ পঙ্ক্তির এবং লেখা হয়েছে তার বন্ধু Arthur Hugh Clough-এর স্মৃতিতে, যিনি ১৮৬১ সালে মারা যান।
-
Clough কে কবিতায় “Thyrsis” নামে উপস্থাপন করা হয়েছে, যা প্রাচীন গ্রিক সাহিত্যে রাখাল-কবির প্রতীক হিসেবে ব্যবহৃত হতো।
-
কবিতায় সমৃদ্ধ pastoral চিত্রকল্পের মাধ্যমে Arnold স্মরণ করেছেন অক্সফোর্ডের সেই প্রাকৃতিক পরিবেশ, যেখানে তারা ছাত্রজীবনে একসাথে সময় কাটিয়েছেন। একই সঙ্গে তিনি ফিরে দেখেছেন বিশ্ববিদ্যালয় জীবনের পর তাঁদের তরুণ বয়সের আদর্শের ফলাফল।
• Matthew Arnold (1822-1888):
-
একজন বিখ্যাত English Victorian poet এবং literary ও social critic।
-
সমসাময়িক সমাজের বিভিন্ন শ্রেণির রুচি ও আচরণের সমালোচনার জন্য পরিচিত।
-
কর্মজীবন শুরু করেন inspector of schools হিসেবে, পরে Oxford-এ professor of poetry হিসেবে যোগ দেন।
-
সংস্কৃতির প্রচারক হিসেবে খ্যাত, বিশেষ করে তার বিখ্যাত রচনা Culture and Anarchy (1869)-এর জন্য।
-
তিনি ছিলেন Thomas Arnold-এর বড় ছেলে।
• Notable Works:
-
Famous elegies: Thyrsis, Rugby Chapel
-
Famous poems: Dover Beach, The Scholar Gypsy, Sohrab and Rustom, The Forsaken Merman, Empedocles on Etna, Cromwell
-
Famous books: Culture and Anarchy, The Study of Poetry, Literature and Dogma, Essays in Criticism, On Translating Homer (lectures), On the Study of Celtic Literature (lectures)

0
Updated: 3 weeks ago
Which poem opens with “The sea is calm tonight”?
Created: 2 months ago
A
Dover Beach
B
The Waste Land
C
The Lotos Eaters
D
The Scholar-Gipsy

0
Updated: 2 months ago