Who is the protagonist in Great Expectations?
A
Pip
B
Joe
C
Estella
D
Magwitch
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Who tries to murder Pip in the marshes?
Created: 1 month ago
A
Drummle
B
Orlick
C
Compeyson
D
Magwitch
বাংলা ব্যাখ্যা: Orlick Pip-এর সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তাকে মারতে চেয়েছিল। Marshes-এ Pip-কে ফাঁদে ফেলে হত্যা করতে যায়। কিন্তু Herbert, Startop এবং Trabb’s boy এসে Pip-কে বাঁচায়।

1
Updated: 1 month ago
Which of the following works reflects a social issue?
Created: 1 week ago
A
Great Expectations
B
Thyrsis
C
Dover Beach
D
The Solitary Reaper
চার্লস ডিকেন্সের Great Expectations উপন্যাসটি উনিশ শতকের ইংরেজ সমাজব্যবস্থার নানা বৈষম্য ও সামাজিক বাস্তবতাকে গভীরভাবে প্রতিফলিত করেছে। এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত বিকাশের গল্প নয়, বরং সেই সময়ের শ্রেণি-সংক্রান্ত জটিলতা এবং সমাজের অনাচারের একটি সামাজিক দলিলও বলা যায়।
-
উপন্যাসটিতে class mobility বা সামাজিক শ্রেণি পরিবর্তনের বিষয়টি গুরুত্বপূর্ণভাবে উঠে এসেছে, যেখানে নীচু শ্রেণি থেকে উঠে আসা এক তরুণের সমাজে নিজের অবস্থান প্রতিষ্ঠার সংগ্রাম চিত্রিত হয়েছে।
-
ডিকেন্স ইংরেজ legal system-এর দুর্নীতি, অসাম্য এবং দরিদ্র শ্রেণির প্রতি অবিচারকে তীক্ষ্ণভাবে তুলে ধরেছেন।
-
Victorian social hierarchy-এর অবিচার, ধনী ও দরিদ্রের মধ্যকার ফারাক, এবং নৈতিকতার অবক্ষয়—সবকিছুই গল্পের ভেতর দিয়ে প্রতিফলিত হয়েছে।
এইভাবে, Great Expectations কেবল এক সাহিত্যকর্ম নয়, বরং এক গভীর সামাজিক প্রতিচ্ছবি, যা পাঠককে তখনকার সমাজ সম্পর্কে ভাবতে বাধ্য করে।

0
Updated: 1 week ago
What is the symbolic meaning of the marshes?
Created: 1 month ago
A
Beauty and hope
B
Fear, crime, and humble origins
C
Wealth and luxury
D
Romance and love
বাংলা ব্যাখ্যা: Marshes হলো Pip-এর জন্মভূমি। সেখানে সে অপরাধী Magwitch-এর সঙ্গে দেখা করে। Marshes প্রতীক—ভয়, অপরাধ, শিকড় এবং নিম্নবিত্ত জীবন। Dickens এখানে দেখিয়েছেন, Pip যতই ধনী হোক, তার অতীত সবসময় তাকে তাড়া করবে।

0
Updated: 1 month ago