বাক্য সংকোচন করুন- ”চক্ষু দ্বারা গৃহীত”
A
প্রত্যক্ষ
B
সম্মুখ
C
চাক্ষুষ
D
প্রত্যক্ষদর্শী
উত্তরের বিবরণ
প্রদত্ত বাক্যটি “চক্ষু দ্বারা গৃহীত” সংক্ষেপে রূপান্তরিত করলে আমরা পাই চাক্ষুষ।
• মূল বাক্যে “চক্ষু” অর্থ চোখ বা দর্শন, যা দেখে বা পর্যবেক্ষণ করে বোঝার ক্রিয়াকে নির্দেশ করে।
• “দ্বারা” শব্দটি ক্রিয়ার কর্তা নির্দেশ করে।
• “গৃহীত” শব্দটি বোঝায় গ্রহণ বা অনুভব করা।
• এই তিনটি অংশ একত্রে বোঝায় এমন কিছু যা চোখের মাধ্যমে দেখা বা অনুভূত।
• তাই সংক্ষিপ্ত রূপে “চাক্ষুষ” শব্দটি ব্যবহার করা হয়, যা ব্যাকরণগত ও ধ্বনিগতভাবে শুদ্ধ।
এভাবে মূল বাক্যের অর্থ ও ভাব সংরক্ষিত থাকে এবং ভাষা আরও সুশৃঙ্খল ও সংক্ষিপ্ত হয়।
0
Updated: 6 hours ago
যে নারীর হাসি পবিত্র তাকে কী বলে?
Created: 1 month ago
A
সুচিস্মিতা
B
শুচিস্মিতা
C
সুহাসিনী
D
সুহাস্য
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা। যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী। যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া। যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া। যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা। যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা। যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা। যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। যে নারী বীর = বীরাঙ্গনা। যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা। যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা। যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা। যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।
0
Updated: 1 month ago
‘অক্ষির সমীপে’ এককথায়-
Created: 2 days ago
A
নিরপেক্ষ
B
পরোক্ষ
C
সমক্ষ
D
প্রত্যক্ষ
‘অক্ষির সমীপে’ বলতে চোখের সামনে বা দৃশ্যমান অবস্থাকে বোঝায়। এটি এমন কিছু বোঝায় যা চোখে দেখা যায় বা সরাসরি উপস্থিত থাকে। তাই এর এককথায় অর্থ সমক্ষ।
অক্ষির সমীপে মানে চোখের সামনে বা সামনে উপস্থিত।
অক্ষির অভিমুখে মানে চোখের দৃষ্টির দিকে, অর্থাৎ প্রত্যক্ষ।
অক্ষির অগোচরে মানে চোখের বাইরে বা দেখা যায় না, অর্থাৎ পরোক্ষ।
পক্ষপাতহীন বোঝায় কোনো পক্ষের প্রতি ঝোঁক না থাকা, তাই এর অর্থ নিরপেক্ষ।
এইভাবে শব্দগুলির অর্থ বিশ্লেষণ করলে স্পষ্ট হয় যে ‘অক্ষির সমীপে’ শব্দের এককথায় প্রকাশ সমক্ষ।
0
Updated: 2 days ago
'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 2 months ago
A
অনিবার্য
B
দুর্দমনীয়
C
দুর্নিবার
D
অদম্য
যা দমন করা কষ্টকর → দুর্দমনীয়
যা দমন করা যায় না → অদম্য
যা নিবারণ করা কষ্টকর → দুর্নিবার
কোন ভাবেই যা নিবারণ করা যায় না → অনিবার্য
0
Updated: 2 months ago