বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
A
বেগম সুফিয়া কামাল
B
মহাশ্বেতা দেবী
C
চন্দ্রাবতী
D
পদ্মাবতী
উত্তরের বিবরণ
চন্দ্রাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম বাঙালি মহিলা কবি৷ চন্দ্রাবতীর রচিত কাব্যগুলি হল: মলুয়া, রামায়ণ, দস্যু কেনারামের পালা। বেগম সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা, নারীবাদী ও আধুনিক বাংলাদেশের নারী প্রগতি আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব। মহাশ্বেতা দেবী ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক ও মানবাধিকার আন্দোলনকর্মী। পদ্মাবতী মধ্যযুগের বাঙালি কবি আলাওলের একটি কাব্য। এটিকে আলাওলের শ্রেষ্ঠ কাজ বলে গণ্য করা হয়।
0
Updated: 6 hours ago
তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?
Created: 3 months ago
A
জসীমউদ্দীন
B
ফররুখ আহমদ
C
আবুল হাসান
D
শহীদ কাদরী
জসীমউদ্দীন
-
জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তাঁর মামার বাড়িতে।
-
তিনি একজন খ্যাতিমান কবি ও শিক্ষাবিদ ছিলেন। সবাই তাঁকে পল্লিকবি নামে চেনে।
-
তাঁর একমাত্র উপন্যাসের নাম ‘বোবা কাহিনী’।
-
তিনি রচনা করেন বিখ্যাত গাথাকাব্য ‘নকশী কাঁথার মাঠ’, যা প্রকাশিত হয় ১৯২৯ সালে।
-
এই গ্রন্থটি ইংরেজিতে অনুবাদ করেন E.M. Millford; নাম দেন ‘The Field of the Embroidered Quilt’।
-
তিনি পেয়েছেন:
-
১৯৫৮ সালে প্রেসিডেন্টের Pride of Performance পুরস্কার,
-
১৯৭৬ সালে একুশে পদক,
-
এবং ১৯৭৮ সালে (মরণোত্তর) স্বাধীনতা দিবস পুরস্কার।
-
-
তিনি মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১৩ মার্চ, ঢাকায়।
• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ
-
বালুচর
-
রূপবতী
-
নকশী কাঁথার মাঠ
-
ধানখেত
-
সোজন বাদিয়ার ঘাট
-
মাটির কান্না
-
মা যে জননী কান্দে
• আত্মজীবনীমূলক গ্রন্থ
-
জীবনকথা
-
স্মৃতিপট
-
যাদের দেখেছি
-
ঠাকুর বাড়ির আঙ্গিনায়
• শিশুদের জন্য লেখা
-
ডালিমকুমার
-
এক পয়সার বাঁশি
-
হাসু
• নাটকসমূহ
-
পদ্মাপার
-
বেদের মেয়ে
-
মধুমালা
-
পল্লীবধূ
-
গ্রামের মায়া
• অন্যান্য কবিদের জন্মস্থান ও জন্মতারিখ
-
ফররুখ আহমদ: জন্ম ১০ জুন ১৯১৮, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।
-
আবুল হাসান: জন্ম ৪ আগস্ট ১৯৪৭, গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে (মামার বাড়ি)।
-
শহীদ কাদরী: জন্ম ১৪ আগস্ট ১৯৪২, কলকাতায়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
'মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’ কাব্যগ্রন্থের কবি কে?
Created: 1 month ago
A
রফিক আজাদ
B
শঙ্খ ঘােষ
C
শক্তি চট্টোপাধ্যায়
D
শামসুর রাহমান
শঙ্খ ঘোষ বাংলাদেশের একটি বিশিষ্ট সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক এবং সম্পাদক। তিনি ৫ ফেব্রুয়ারি ১৯৩২ সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন এবং কুন্তক নামে একটি ছদ্মনামও ব্যবহার করেছেন।
শিক্ষাজীবনে তিনি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ, পাকশি (পাবনা, বাংলাদেশ), প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সঙ্গে যুক্ত হন। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘দিনগুলি রাতগুলি’ প্রকাশিত হয় ১৯৫৬ সালে।
উল্লেখযোগ্য তথ্যগুলো হলো:
-
তিনি লব্ধপ্রতিষ্ঠ কবি, প্রাবন্ধিক ও সম্পাদক ছিলেন।
-
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:
-
মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে
-
চুপ করো, শব্দহীন হও
-
সবিনয় নিবেদন
-
বুক পেতে শুয়ে আছি ঘাসের উপরে চক্রবালে
-
হওয়া
কবির প্রাপ্ত গুরুত্বপূর্ণ পুরস্কারের মধ্যে রয়েছে:
-
-
-
সাহিত্য অকাদেমি পুরস্কার (১৯৭৭)
-
রবীন্দ্র পুরস্কার (১৯৮৯)
-
কবীর সম্মান (১৯৯৮)
-
সরস্বতী সম্মান (১৯১৮)
-
অজ্ঞানপীঠ পরস্থার (২০১৬)
-
0
Updated: 1 month ago
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
Created: 3 months ago
A
আরাকান রাজসভা
B
কৃষ্ণনগর রাজসভা
C
রাজা গণেশের রাজসভা
D
লক্ষ্মণ সেনের রাজসভা
ভারতচন্দ্র রায়গুণাকর
- মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ‘অন্নদামঙ্গল’ কাব্য রচনা করেন।
- ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের ৩টি খণ্ড ছিল।
- এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
- ভারতচন্দ্রের প্রথম কাব্য ছিল বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
- ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের শেষ বড় কবি বা নাগরিক কবিও বলা হয়।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago