এক কথায় প্রকাশ
-
উত্তর দিক সম্পর্কিত → উদীচ্য
-
উল্লেখ করা হয় না যা → ঊহ্য
-
উদ্গিরণ করা হয়েছে এমন → উদ্গীর্ণ
-
উপকার করার ইচ্ছা → উপচিকীর্ষা
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
A
পূর্বাহ্ণ
B
অপরাহ্ণ
C
মধ্যাহ্ন
D
অহহ্ণা
উত্তরের বিবরণ
0
Updated: 4 weeks ago
’উত্তর দিক সম্পর্কিত’- এর এক কথায় প্রকাশ-
Created: 6 days ago
A
উপচিকীর্ষা
B
ঊহ্য
C
উদীচ্য
D
উদ্গীর্ণ
0
Updated: 6 days ago
যে ভূমিতে ফসল জন্মায় না-
Created: 3 months ago
A
পতিত
B
অনুর্বব
C
ঊষর
D
বন্ধ্যা
এক কথায় প্রকাশ
• যে জমিতে ফসল হয় না, তাকে এক কথায় বলা হয় — ঊষর।
• যে নারী সন্তান জন্ম দিতে অক্ষম, তাকে বলা হয় — বন্ধ্যা।
• যে জমি উর্বর নয়, অর্থাৎ চাষাবাদের জন্য উপযোগী নয় — এক কথায় তাকে বলা হয় — অনুর্বর।
• পতিত শব্দের অর্থ — অনাবাদি বা পড়ে থাকা জমি।
তথ্যসূত্র:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
0
Updated: 3 months ago
Created: 1 month ago
A
B
কৌমুদী
C
প্রভাবতী
D
বিভা
‘যে আলোতে কুমুদ ফোটে’ এর এককথায় প্রকাশ হলো - কৌমুদি।
অন্যদিকে,
প্রভাবান - দীপ্তি-মান, উজ্জ্বল। এর স্ত্রীবাচক শব্দ প্রভাবতী।
বিভা - আলোক, কিরণ, প্রভা, দীপ্তি, সৌন্দর্য।
আরো কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/ এক কথায় প্রকাশ
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ -- মন্দ্র।
- হরিণের চামড়া এর এক কথায় প্রকাশ -- অজিন।
- ময়ূরের ডাক এর এক কথায় প্রকাশ -- কেকা।
- ঘোড়ার ডাক এর এক কথায় প্রকাশ -- হ্রেষা।
- পাখির ডাক এর এক কথায় প্রকাশ -- কূজন।
- হাতির গর্জন এর এক কথায় প্রকাশ -- বৃংহিত।
0
Updated: 1 month ago