জাতিসংঘ নামকরণ করেন-
A
রুজভেল্ট
B
স্টালিন
C
চার্চিল
D
দ্যা গল
উত্তরের বিবরণ
“United Nations” বা “জাতিসংঘ” নামটি প্রস্তাব করেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট (Franklin D. Roosevelt, 1882–1945)। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে, ১৯৪২ সালের ১ জানুয়ারি রুজভেল্ট প্রথমবার এই নাম ব্যবহার করেন, যখন ২৬টি দেশ একত্র হয়ে “Declaration by United Nations” নামে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করে। এই ঘোষণার মাধ্যমে তারা অক্ষশক্তির (Axis Powers) বিরুদ্ধে যৌথভাবে লড়াই করার অঙ্গীকার করে। পরবর্তীতে এই ধারণা থেকেই জাতিসংঘ (UN) গঠনের পথ সুগম হয়।
১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা ১৯৩টি। সংস্থাটির মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, মানবাধিকার রক্ষা করা এবং বৈশ্বিক সহযোগিতা ও উন্নয়নকে উৎসাহিত করা।
0
Updated: 7 hours ago
জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে পরিগণিত হয়?
Created: 3 months ago
A
হাঙ্গেরি
B
জার্মানি
C
পোল্যান্ড
D
ব্রিটেন
জাতিসংঘ সনদ (UN Charter) হচ্ছে জাতিসংঘের মূল গঠনতন্ত্র, যা এই আন্তর্জাতিক সংস্থার উদ্দেশ্য, নীতি ও কার্যপ্রণালী নির্ধারণ করে। এটি শুধু একটি চুক্তি নয়, বরং একটি সাংবিধানিক দলিল হিসেবে বিবেচিত হয়, যার প্রতি প্রত্যেক সদস্য রাষ্ট্রকে শ্রদ্ধা জানাতে হয়।
এ সনদটি ১৯টি অধ্যায়ে বিভক্ত এবং এতে মোট ১১১টি ধারা রয়েছে। আন্তর্জাতিক বিচার আদালতের গঠনতন্ত্রও এরই একটি অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত। সনদটির অন্যতম রচয়িতা ছিলেন আর্চিবাল্ড ম্যাকলিশ।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সহযোগিতা ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে, ১৯৪৫ সালের ২৬ জুন, মার্কিন যুক্তরাষ্ট্রের সান ফ্রানসিসকো শহরে অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন। এরপর ২৪ অক্টোবর ১৯৪৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় এবং এ দিনটিকে এখন ‘জাতিসংঘ দিবস’ হিসেবে পালিত হয়।
বিশেষভাবে উল্লেখযোগ্য, পোল্যান্ড সম্মেলনে সরাসরি উপস্থিত না থাকলেও, পরবর্তীতে ১৫ অক্টোবর ১৯৪৫ তারিখে সনদে স্বাক্ষর করে। ফলে, এটি প্রতিষ্ঠাকালীন ৫১টি সদস্য রাষ্ট্রের একটি হিসেবে গণ্য হয়।
উৎস: UN ওয়েবসাইট।
0
Updated: 3 months ago
জাতিসংঘ শান্তিরক্ষীরা কী নামে পরিচিত?
Created: 1 month ago
A
গ্রিন হেলমেট
B
হোয়াইট হেলমেট
C
ব্লু হেলমেট
D
রেড হেলমেট
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী (UN Peacekeeping Force)
• জাতিসংঘ শান্তিরক্ষীরা তাদের স্বতন্ত্র নীল হেলমেট বা বেরেট এর জন্য “Blue Helmet” নামে পরিচিত
• ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হলে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়
• বর্তমান সদস্য রাষ্ট্র: ১৯৩টি [আগস্ট ২০২৫ পর্যন্ত]
• জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে
• আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হয় ২৯ মে
• জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে
সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট
0
Updated: 1 month ago
জাতসিংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত
সংস্থা UNODC-র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
Created: 2 days ago
A
রোম
B
ভিয়েনা
C
জেনেভা
D
পিটসবার্গ
UNODC (United Nations Office on
Drugs and Crime) জাতিসংঘের একটি
বিশেষ সংস্থা, যা ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রধান উদ্দেশ্য হলো
আন্তর্জাতিক পর্যায়ে মাদক পাচার, অপরাধ, দুর্নীতি ও সন্ত্রাস দমনে সহায়তা করা। সংস্থাটির প্রধান
কার্যালয় অস্ট্রিয়ার ভিয়েনা শহরে অবস্থিত
|
সদর দপ্তর |
সংস্থা |
|
রোম, ইতালি |
FAO, IFAD,
WFP |
|
ভিয়েনা, অস্ট্রিয়া |
UNIDO, OPEС, ІАЕА, СТВТO, OSCE |
|
জেনেভা, সুইজারল্যান্ড |
ILO, WHO,
WTO, WMO, WIPO, UNHCR, Red Cross, UNCTAD, ITU, GAVI, IFRC, IOM, ISO, UNOG,
UNAIDS, CARE, ICAN, ICJ |
0
Updated: 2 days ago