ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
A
২১ এপ্রিল
B
২ অক্টোবর
C
২৬ জানুয়ারি
D
১০ মে
উত্তরের বিবরণ
ভারতের সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) প্রতি বছর ২১ এপ্রিল পালন করা হয়। এই দিনটি ভারতের প্রশাসনিক কাঠামো ও সরকারি কর্মচারীদের অবদান স্মরণ ও সম্মান জানানোর উদ্দেশ্যে নির্ধারিত।
ঐতিহাসিক পটভূমি:
১৯৪৭ সালের ২১ এপ্রিল ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সরদার বল্লভভাই প্যাটেল (১৮৭৫–১৯৫০) দিল্লির মেটকালফ হলে নবনিযুক্ত সিভিল সার্ভেন্টদের উদ্দেশ্যে এক অনুপ্রেরণামূলক ভাষণ দেন। সেই ভাষণে তিনি সিভিল সার্ভেন্টদের “Steel Frame of India” বলে উল্লেখ করেন—অর্থাৎ প্রশাসনিক কাঠামোর মেরুদণ্ড হিসেবে অভিহিত করেন। এই বক্তব্য থেকেই পরবর্তীতে দিনটিকে স্মরণীয় করার জন্য “Civil Service Day” হিসেবে ঘোষণা করা হয়।
উদ্দেশ্য:
এই দিবসের মূল লক্ষ্য হলো
-
সিভিল সার্ভিস কর্মকর্তাদের জাতি ও রাষ্ট্রগঠনে ভূমিকা স্মরণ করা
-
প্রশাসনিক উৎকর্ষতা ও দায়বদ্ধতা বৃদ্ধি করা
-
সরকারি কর্মকর্তাদের মধ্যে উদ্ভাবনী উদ্যোগ ও সেবার মান উন্নয়নে উৎসাহ প্রদান করা
পুরস্কার:
এই দিনে কেন্দ্রীয় সরকার উৎকৃষ্ট কর্মদক্ষতা প্রদর্শনকারী সরকারি কর্মকর্তাদের ‘Prime Minister’s Awards for Excellence in Public Administration’ প্রদান করে।
সারসংক্ষেপে, ২১ এপ্রিলের সিভিল সার্ভিস দিবস হলো ভারতের প্রশাসনের প্রতি শ্রদ্ধা ও দক্ষতা উদযাপনের এক গুরুত্বপূর্ণ দিন, যা সরদার বল্লভভাই প্যাটেলের ঐতিহাসিক ভাষণের স্মৃতির সাথে যুক্ত।
0
Updated: 7 hours ago
ভারতীয় লোকসভার নির্বাচিত সদস্য সংখ্যা কত?
Created: 3 months ago
A
৫৪৩
B
৫৪৫
C
৪১৪
D
৫৪০
ভারত: দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র
ভারত দক্ষিণ এশিয়ার একটি বিশাল ও প্রভাবশালী দেশ, যার ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক গুরুত্ব অনেক। এই দেশটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা অর্জন করে ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
পরবর্তীতে ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৬ জানুয়ারি, ১৯৫০ তারিখে, এবং একই দিনে দেশটি নিজেকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করে।
গুরুত্বপূর্ণ তথ্য:
-
জাতীয় প্রতীক: অশোক স্তম্ভে খোদিত চারটি সিংহ দ্বারা গঠিত অশোকচক্র
-
রাজ্য সংখ্যা: মোট ২৮টি অঙ্গরাজ্য
-
আইনসভা: দ্বিকক্ষবিশিষ্ট— রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)
-
লোকসভায় আসন সংখ্যা: ৫৪৩টি
-
রাজ্যসভায় আসন সংখ্যা: ২৪৫টি
তথ্যসূত্র: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (Ministry of External Affairs)
0
Updated: 3 months ago
১৯৭৫ সালে ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি?
Created: 2 months ago
A
সিকিম
B
মিজোরাম
C
নাগাল্যান্ড
D
মণিপুর
সিকিম:
- সিকিম ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য,
- এটি পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত।
- সিকিমের রাজধানী গ্যাংটক।
- একসময় এটি একটি স্বাধীন অঞ্চল ছিল, কিন্তু ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়ে ওঠে।
- ১৯৭৩ সালে নির্বাচনী কারচুপির অভিযোগের পর সিকিম ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে রাজতন্ত্রবিরোধী আন্দোলন শুরু হয়।
- ১৯৭৪ সালের পুনর্নির্বাচনে লেন্দুপ দর্জির নেতৃত্বে সিকিম ন্যাশনাল কংগ্রেস বিপুল বিজয় অর্জন করে।
- ১৯৭৫ সালের ২৭ মার্চ গণভোটের মাধ্যমে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়।
উল্লেখ্য,
- ২৬ এপ্রিল ১৯৭৫ সালে সিকিম ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি লাভ করে।
0
Updated: 2 months ago
ভারত প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল কবে?
Created: 2 months ago
A
১৯৭৪ সালে
B
১৯৮২ সালে
C
২০০১ সালে
D
১৯৮৫ সালে
ভারতের পারমাণবিক পরীক্ষা
-
প্রথম পরীক্ষা (Smiling Buddha)
-
তারিখ: ১৮ মে, ১৯৭৪
-
স্থান: পোখরান টেস্টিং সাইট, রাজস্থান
-
সরকারি দাবি: শান্তিপূর্ণ উদ্দেশ্যে (মাটি সরানো, খননকাজ, খাল খনন)
-
বাস্তবতা: ১৯৯৭ সালে দলের প্রধান রাজা রামান্না স্বীকার করেন যে এটি আসলে একটি অস্ত্র পরীক্ষা ছিল
-
-
দ্বিতীয় বড় পরীক্ষা
-
তারিখ: মে ১৯৯৮, একই পোখরান সাইটে
-
পরীক্ষার সংখ্যা: ৫টি পারমাণবিক অস্ত্র পরীক্ষা
-
ফলাফল: ভারত আনুষ্ঠানিকভাবে নিজেকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র ঘোষণা করে
-
উৎস: Arms Control Association
0
Updated: 2 months ago