কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
A
সৌদিআরব
B
কুয়েত
C
সংযুক্ত আরব আমিরাত
D
ওমান
উত্তরের বিবরণ
সেপ্টেম্বর ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত (UAE) ইতিহাস সৃষ্টি করে যখন তারা ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী প্রথম উপসাগরীয় আরব দেশ এবং তৃতীয় আরব দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই সম্পর্ক স্থাপনকে বলা হয় “আব্রাহাম অ্যাকর্ডস” (Abraham Accords), যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করে।
মূল তথ্যগুলো হলো:
১. ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী আরব দেশগুলোর সংখ্যা বর্তমানে ৬টি, যা হলো — মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো এবং সুদান।
২. এর মধ্যে মিশর প্রথম দেশ (১৯৭৯ সালে) এবং জর্ডান দ্বিতীয় দেশ (১৯৯৪ সালে) হিসেবে ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে।
৩. ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষর করে, যা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি করে।
৪. পরবর্তীতে মরক্কো ও সুদানও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, ফলে আরব বিশ্বের একটি বড় অংশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সংলাপে যুক্ত হয়।
৫. এই চুক্তির অন্যতম লক্ষ্য ছিল আঞ্চলিক স্থিতিশীলতা, নিরাপত্তা সহযোগিতা, প্রযুক্তি ও বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি, এবং ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য রক্ষা।
সংযুক্ত আরব আমিরাতের এই সিদ্ধান্ত শুধু মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতেই নয়, বরং ইসরায়েল-আরব সম্পর্কের ইতিহাসেও একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়।
0
Updated: 7 hours ago
'আমান' কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা?
Created: 1 month ago
A
ইরাক
B
ইরান
C
ইসরায়েল
D
সিরিয়া
ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা
-
আমান (AMAN)
-
ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা।
-
প্রতিরক্ষা বাহিনীর সাধারণ সদর দপ্তরের অধীনে কাজ করে।
-
প্রধান কাজ: তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে সামরিক কমান্ডকে গোয়েন্দা তথ্য সরবরাহ করা।
-
লক্ষ্য: দেশের সামরিক নিরাপত্তা নিশ্চিত করা।
-
নোট: ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রমের ইতিহাস ইসরায়েলের অস্তিত্বের চেয়ে পুরনো।
-
-
মোসাদ (Mossad)
-
গঠিত: ১৯৪৯ সালের ডিসেম্বরে, ইসরায়েল প্রতিষ্ঠার প্রায় দেড় বছর পর।
-
কাজ: ইসরায়েলকে বাইরের হুমকি থেকে রক্ষা করা।
-
লক্ষ্য: দেশের সুরক্ষা ও অস্তিত্ব রক্ষা।
-
-
শাবাক বা শিন বেট (Shabak / Shin Bet)
-
গঠিত: ১৯৪৯ সালে।
-
কাজ: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা।
-
শাবাক দাবি করে, তারা পশ্চিম তীর ও গাজা থেকে ইসরায়েলের বিরুদ্ধে আসা হুমকির বিরুদ্ধে ‘অদৃশ্য ঢাল’ হিসেবে কাজ করে।
-
0
Updated: 1 month ago
মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
Created: 1 month ago
A
ইসরায়েল
B
ইউক্রেন
C
যুক্তরাজ্য
D
ইরান
মোসাদ হলো ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থা, যা কাজ করে তথ্য সংগ্রহ, গোপন অভিযান এবং সন্ত্রাসবাদ দমন ক্ষেত্রে।
মূল তথ্য:
-
প্রতিষ্ঠিত: ১৩ ডিসেম্বর, ১৯৪৯
-
প্রতিষ্ঠাতা: ডেভিড বেনগুরিয়ন
-
সদরদপ্তর: তেলআবিব, ইসরায়েল
-
পরিচালক সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করেন
-
বৈশ্বিক মর্যাদা: বিশ্বের বৃহত্তম গুপ্তচর সংস্থাগুলোর একটি
-
কার্যক্রম ও বাজেট: কোনো আইন দ্বারা সংজ্ঞায়িত নয়
অন্য দেশের সমতুল্য গোয়েন্দা সংস্থা:
-
পাকিস্তান: ISI
-
ইরান: IROIIM
উৎস:
0
Updated: 1 month ago
৩য় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৬৫ সালে
B
১৯৬৬ সালে
C
১৯৬৭ সালে
D
১৯৬৮ সালে
আরব-ইসরাইল যুদ্ধের ইতিহাস জটিল এবং বিভিন্ন সময়ের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল। মোট ৪টি প্রধান আরব-ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়েছে, যা নিম্নরূপ:
-
১ম আরব-ইসরাইল যুদ্ধ (১৯৪৮): এই যুদ্ধ ইসরায়েল ও বিভিন্ন আরব রাষ্ট্র এবং ফিলিস্তিনি আরব বাহিনীর সম্মিলিত সামরিক বাহিনীর মধ্যে সংঘটিত হয়। আরবিতে এটি নাকবা (বিপর্যয়) নামে পরিচিত, আর হিব্রুতে বলা হয় মিলখেমেত হাতজমাউত (স্বাধীনতা যুদ্ধ)। এটি ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পরপরই শুরু হয়।
-
২য় আরব-ইসরাইল যুদ্ধ (১৯৫৬): সংঘটিত হয় ১৯৫৬ সালে, যা মূলত সুয়েজ নদের নিয়ন্ত্রণ ও ভূ-রাজনৈতিক দ্বন্দ্বের কারণে উদ্ভূত।
-
৩য় আরব-ইসরাইল যুদ্ধ (১৯৬৭): এটি ১৯৬৭ সালে সংঘটিত হয় এবং মাত্র ৬ দিন স্থায়ী ছিল। যুদ্ধের ফলশ্রুতিতে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে এবং অঞ্চলটির ভূ-রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসে।
-
৪র্থ আরব-ইসরাইল যুদ্ধ (১৯৭৩): Yom Kippur War নামে পরিচিত। ইহুদিদের পবিত্র দিন ইয়ম কিপুরের সময় আরব জোট ইসরায়েল-অধিকৃত অঞ্চলে হঠাৎ হামলা চালায়। মিশরীয় ও সিরিয়ান সেনারা যথাক্রমে সিনাই উপদ্বীপ ও গোলান মালভূমিতে ঢুকে পড়ে। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন তখন তাদের মিত্রদের সহায়তা করে, যা দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে বৈশ্বিক উত্তেজনা সৃষ্টি করে।
0
Updated: 1 month ago