আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস এর উন্মেষ ঘটে কোন দেশ হতে?
A
যুক্তরাজ্য
B
যুক্তরাষ্ট্র
C
চীন
D
ভারত
উত্তরের বিবরণ
চীনে সিভিল সার্ভিস ব্যবস্থা প্রথম চালু হয় ত্রয়োদশ শতাব্দীতে, যেখানে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হতো। এই ব্যবস্থায় রাজার ব্যক্তিগত সুপারিশ বা রাজনৈতিক প্রভাবের কোনো স্থান ছিল না। পরবর্তীতে পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীতে ব্রিটিশরা চীনের এই মেধাভিত্তিক নিয়োগব্যবস্থা থেকে অনুপ্রাণিত হয়ে নিজেদের দেশে আধুনিক সিভিল সার্ভিস সিস্টেম গড়ে তোলে।
0
Updated: 7 hours ago
বর্তমানে এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশ- [সেপ্টেম্বর,২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
ভারত
C
দক্ষিণ কোরিয়া
D
তাইওয়ান
এশীয় উন্নয়ন ব্যাংকের প্রকাশিত এশিয়ার শীর্ষ অর্থনীতির দেশসমূহ (GDP অনুযায়ী)
-
তালিকায় জাপান রাখা হয়নি, যদিও এটি বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ।
-
বাংলাদেশ: দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতি।
শীর্ষ ৫ দেশের তালিকা:
-
চীন: ১৮,৯৬,৫০০ কোটি ডলার (১৮.৯৬ ট্রিলিয়ন)
-
ভারত: ৩,৯১,১৪০ কোটি ডলার (৩.৯১ ট্রিলিয়ন)
-
দক্ষিণ কোরিয়া: ১,৮৬,৯৫০ কোটি ডলার (১.৮৭ ট্রিলিয়ন)
-
ইন্দোনেশিয়া: ১,৩৯,৬৩০ কোটি ডলার (১.৪০ ট্রিলিয়ন)
-
তাইপে: ৭৯,৫৯০ কোটি ডলার (০.৮০ ট্রিলিয়ন)
0
Updated: 1 month ago
উইঘুর মুসলিম জনগোষ্ঠী প্রধানত কোন দেশে বসবাস করে?
Created: 2 months ago
A
ইরান
B
চীন
C
ইন্দোনেশিয়া
D
মিয়ানমার
উইঘুর মুসলিম সম্প্রদায়
-
উইঘুররা হলো অন্তর্দেশীয় এশিয়ার একটি তুর্কি ভাষাভাষী জাতিগোষ্ঠী।
-
প্রধানত বসবাস: চীনের উত্তর-পশ্চিমাঞ্চল, জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল।
-
পূর্বে অঞ্চলটি স্বাধীন রাষ্ট্র পূর্ব তুর্কিস্থান নামে পরিচিত ছিল।
-
১৮৮৪ সালে চীনের মাঞ্চু রাজবংশের সঙ্গে আট বছরের যুদ্ধের পর স্বাধীনতা হারায় পূর্ব তুর্কিস্তান; এরপর অঞ্চলটির নামকরণ করা হয় জিনজিয়াং।
ঐতিহাসিক ও সাম্প্রতিক প্রেক্ষাপট:
-
চীনের কাছে স্বাধীনতা হারানোর পর উইঘুররা ধীরে ধীরে ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য হারাতে শুরু করে।
-
১৯১১ সালে মাঞ্চু সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয়; ১৯৩৩–৪৪ সালে উইঘুররা দুইবার স্বাধীনতা লাভ করে।
-
এই সময় গঠন করা হয় পূর্ব তুর্কিস্তান রিপাবলিক নামে স্বাধীন দেশ।
-
১৯৪৯ সালে কমিউনিস্ট বিপ্লবের পর আবারও স্বাধীনতা হারায় উইঘুররা।
-
২০১৭ সাল থেকে উইঘুররা চীনের দমননীতি ও দমনমূলক কার্যক্রমের লক্ষ্যবস্তু হয়ে উঠেছে।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট
0
Updated: 2 months ago
বর্তমানে কার্বন ডাই অক্সাইড নিঃসরণে শীর্ষ দেশ- [আগস্ট,২০২৫]
Created: 2 months ago
A
যুক্তরাষ্ট্র
B
রাশিয়া
C
চীন
D
কাতার
কার্বন নির্গমনকারী দেশসমূহ
-
শীর্ষ দেশ: চীন – বিশ্বের সর্বাধিক কার্বন ডাই-অক্সাইড নির্গমনকারী দেশ
-
কারণ: বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো কার্বন ডাই-অক্সাইডের অতিরিক্ত নির্গমন; বিশেষ করে চীনের উচ্চ কয়লা নির্ভরতা
-
বিশ্বব্যাপী অবদান: বৈশ্বিক নির্গমনের এক-চতুর্থাংশের জন্য দায়ী চীন
-
মাথাপিছু নির্গমন: ৮.৮৯ টন
-
বিশ্বের অন্যান্য শীর্ষ দেশসমূহ:
-
দ্বিতীয়: যুক্তরাষ্ট্র
-
তৃতীয়: ইন্ডিয়া
-
চতুর্থ: রাশিয়া
-
-
বাকি চারটি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বিশ্বের বেশির ভাগ কার্বন ডাই-অক্সাইড নির্গমনের জন্য দায়ী
উৎস: World Population Review [লিঙ্ক]
0
Updated: 2 months ago