”অহনের অপর অংশ” একথায় প্রকাশ কী হবে?
A
পূর্বাহ্ণ
B
অপরাহ্ণ
C
মধ্যাহ্ন
D
অহহ্ণা
উত্তরের বিবরণ
”অহনের অপর অংশ” একথায় প্রকাশ = অপরাহ্ণ।
অন্যদিকে,
- ”অহনের পূর্বাংশ” একথায় প্রকাশ = পূর্বাহ্ণ।
- ”অহনের মধ্য অংশ” একথায় প্রকাশ = মধ্যাহ্ন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
'পা ধোয়ার জল'- এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 2 weeks ago
A
পাদক
B
পাদ্য
C
পাদঙ্ক
D
পদঙ্ক
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুযায়ী এক কথায় অর্থপ্রকাশ:
-
পা ধোয়ার জল → পাদ্য
-
যা বলা হয়েছে → উক্ত
-
যা বলা হয়নি → অনুক্ত
-
যা বলা হচ্ছে → বক্ষ্যমাণ
-
যা প্রকাশ করা হয়নি → অব্যক্ত
-
যা পূর্বে শোনা যায়নি → অশ্রুতপূর্ব

0
Updated: 2 weeks ago
'ধুলার মতো যার রং' এর এক কথায় প্রকাশ -
Created: 1 week ago
A
তুলট
B
কুবের
C
উল্লুক
D
পাংশুল
‘পাংশুল’ এবং সম্পর্কিত শব্দগুলোর বিশদ বিশ্লেষণ:
পাংশুল:
-
অর্থ: ধুলার মতো হালকা রঙ, সাধারণত ফর্সা বা মৃদু ধূসর।
-
ব্যবহার: কোনো বস্তুর রঙ বা প্রকৃতির বর্ণনা দিতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: সেই পাখিটির পালক ছিল পাংশুল।
উল্লুক:
-
অর্থ: নীলবর্ণের বানর।
-
ব্যবহার: প্রাণিবিদ্যা বা বর্ণনামূলক প্রবন্ধে বিশেষ প্রজাতি নির্দেশ করতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: বনাঞ্চলে একটি উল্লুক খেলাধুলা করছিল।
কুবের:
-
অর্থ: ধনের দেবতা।
-
ব্যবহার: পুরাণ, উপাখ্যান বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে ধন, সম্পদ বা সমৃদ্ধি নির্দেশ করতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: তিনি ধন-সম্পদের জন্য কুবের এর আশীর্বাদ প্রার্থনা করলেন।
তুলট:
-
অর্থ: তুলা থেকে তৈরি।
-
ব্যবহার: বস্ত্রশিল্প বা দৈনন্দিন জীবনে তুলা ভিত্তিক বস্তু নির্দেশ করতে ব্যবহৃত হয়।
-
উদাহরণ: গরমের জন্য তুলট কাপড় ব্যবহার করা ভালো।

0
Updated: 1 week ago
'যে নারীর সন্তান বাঁচে না'- এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 1 month ago
A
অনূঢ়া
B
মৃতবৎসা
C
অবীরা
D
রামা
নারী সংক্রান্ত বিভিন্ন বৈশিষ্ট্য ও অবস্থার এক কথায় প্রকাশ জানা গুরুত্বপূর্ণ।
-
যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা
-
যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা / সুহাসিনী
-
যে নারীর অসূয়া নেই = অনসূয়া
-
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা
-
যে নারী সুন্দরী = রামা
-
যে নারী সাগরে বিচরন করে = সাগরিকা
-
যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া
-
যে নারী স্বামী ও পুত্র মৃত = অবীরা
-
যে নারীকে সূর্যের আলো স্পর্শ করেনি = অসূর্যস্পশ্যা

0
Updated: 1 month ago