A
কল্যাণীয়াষু
B
সাতাঁর
C
ব্যূৎপত্তি
D
সর্বাঙ্গীণ
উত্তরের বিবরণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান = সর্বাঙ্গীণ।
-----------------------------------------
- শব্দের অর্থ,
- সর্বাঙ্গব্যাপী।
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।
অন্যদিকে,
’কল্যাণীয়াষু’ শব্দের শুদ্ধ বানান = ‘কল্যাণীয়াসু।
’সাতাঁর’ শব্দের শুদ্ধ বানান = সাঁতারু।
’ব্যূৎপত্তি’ শব্দের শুদ্ধ বানান = ব্যুৎপত্তি।

0
Updated: 4 weeks ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 4 weeks ago
A
অত্যাধিক
B
অদ্যাপি
C
আদ্যাক্ষর
D
আবিস্কার
শুদ্ধ বানান হলো:

0
Updated: 4 weeks ago
নিচের কোনটি প্রমিত বানান?
Created: 2 weeks ago
A
অর্জ্জন
B
কর্ম্ম
C
কার্য্য
D
মূর্ছা
✅ প্রমিত বাংলা বানানের নিয়ম: দ্বিত্ব (বর্ণের পুনরাবৃত্তি) সংক্রান্ত নিয়ম
-
নিয়ম: কোনো শব্দে রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব (একই বর্ণ দুবার লেখা) হবে না।
-
উদাহরণ:
অশুদ্ধ বানান | প্রমিত বানান |
---|---|
অর্জ্জন | অর্জন |
কর্ম্ম | কর্ম |
কার্য্য | কার্য |
মূর্চ্ছা | মূর্ছা |
অর্থাৎ, অপ্রয়োজনীয় দ্বিত্ব অপসারণ করেই প্রমিত বানান লেখা হবে।

0
Updated: 2 weeks ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
মুমুর্ষু
B
মুমূর্ষু
C
মূমুর্ষু
D
মূমূর্ষু
এটি সংস্কৃত ভাষা থেকে আগত শব্দ। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়। (দুই পাশে ২জন সুস্থ= উ-কার, মধ্যে অসুস্থ=ঊ-কার)

0
Updated: 1 month ago