‘কথায় বর্ণনা করা যায় না যা’-এ বাক্যের সংক্ষিপ্ত রূপ কী?
A
অনির্বচনীয়
B
অবর্ণনীয়
C
নির্বচনীয়
D
বর্ণনাতীত
উত্তরের বিবরণ
‘কথায় বর্ণনা করা যায় না যা’-এর সংক্ষিপ্ত রূপ হলো অনির্বচনীয়।
-
‘অনির্বচনীয়’ শব্দের অর্থ এমন কিছু যা শব্দ বা ভাষায় প্রকাশ করা যায় না।
-
এটি সাধারণত অনুভূতি, সৌন্দর্য বা অভিজ্ঞতার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
-
শব্দটি ‘নি’ (নেতিবাচক) + ‘র্বচন’ (উল্লেখ বা বর্ণনা) + ‘ইয়’ দ্বারা গঠিত।
-
সাহিত্য ও কবিতায় অনির্বচনীয় ব্যবহার করে অমেয় বা অতীত অভিজ্ঞতা বোঝানো হয়।
-
প্রায়শই অলৌকিক, অদ্ভুত বা অতিপ্রাকৃত বিষয় বোঝাতে ব্যবহৃত হয়।
-
এটি সংক্ষেপে কোনো অনুভূতি বা দৃশ্যের অসীমতা প্রকাশ করে।
0
Updated: 11 hours ago
যে উপকারীর অপকার করে –
Created: 2 months ago
A
কৃতজ্ঞ
B
অকৃতজ্ঞ
C
কৃতঘ্ন
D
অকৃতঘ্ন
যে উপকারীর অপকার করে - কৃতঘ্ন। যে উপকারীর উপকার স্বীকার করে না - অকৃতঘ্ন। যে উপকারীর উপকার স্বীকার করে - কৃতজ্ঞ।
0
Updated: 2 months ago
সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়-
Created: 2 months ago
A
নির্বাচক
B
ভোটারগণ
C
নির্বাচকমণ্ডলী
D
ভোটারমণ্ডলী
নির্বাচকমণ্ডলী
ব্যাখ্যা:
-
নির্বাচকরা যখন একত্রে কোনো গোষ্ঠী বা দলে থাকে, তখন তাদেরকে বলা হয় নির্বাচকমণ্ডলী।
উৎস:
-
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় হবে-
Created: 3 months ago
A
নিদাঘ
B
নশ্বর
C
নষ্টমান
D
বিনশ্বর
• 'নষ্ট হওয়ার স্বভাব যার' এক কথায় প্রকাশ হচ্ছে - নশ্বর।
অন্যদিকে,
• 'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় হবে- 'অবিনশ্বর'।
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ - অনিকেত।
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ - উদ্বাস্তু।
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ - নশ্বর।
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ - ক্ষণস্থায়ী।
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ - অস্থায়ী।
উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
0
Updated: 3 months ago